ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দ্বিতীয় সুপার টুয়েসডে ॥ চারটাতে জিতেছেন ট্রাম্প

পাঁচটাতেই জয়ী হিলারি

প্রকাশিত: ০৪:১৮, ১৭ মার্চ ২০১৬

পাঁচটাতেই জয়ী হিলারি

যুক্তরাষ্ট্রের পাঁচ অঙ্গরাজ্যের সবকটিতে জয় পেয়েছেন ডেমোক্র্যাটিক পার্টির হিলারি ক্লিনটন। অন্যদিকে রিপাবলিকান মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প জিতেছেন চারটিতে। ওহাইওতে সেখানকার গবর্নর জন ক্যাসিকের কাছে অবশ্য তিনি হেরে গেছেন। অন্যদিকে রিপাবলিকান দলের অপর মনোনয়ন প্রত্যাশী ফ্লোরিডার সিনেটর মার্কো রুবি নিজ অঙ্গরাজ্যে হেরে প্রতিযোগিতা থেকে ছিটকে পড়েছেন। নিউইয়র্ক টাইমস, এএফপি ও বিবিসি। ইলিনয়, ফ্লোরিডা, নর্থ ক্যারোলাইনা, মিসৌরি ও ওহাইতে মঙ্গলবার প্রাইমারি হয়। বিশ্লেষকদের অনেকেই মনে করেছেন মঙ্গলবারের প্রাইমারিগুলোর ফল কোন দল থেকে কে প্রার্থী হচ্ছেন তার একটি মোটামুটি ধারণা তৈরি করে দেবে। দ্বিতীয় সুপার টুয়েস ডেতে সুপার জয় পেয়েছেন ডেমোক্র্যাটি দলীয় মনোনয়ন দৌড়ে এগিয়ে থাকা সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন (৬৮)। তিনি ফ্লোরিডা, ওহাইও, ইলিনয় ও নর্থ ক্যারোলাইনায় স্পষ্ট ব্যবধানে এবং মিসৌরিতে অল্প ব্যবধানে জয় পেয়েছেন। প্রতিদ্বন্দ্বী ভারমন্টের সিনেটর বার্নি স্যান্ডারসকে (৭৪) বলতে গেলে তিনি দাঁড়াতেই দেননি। দুই অঙ্কের জয় নমিনেশন দৌড়ে হিলারিকে অনেক দূর এগিয়ে রাখল। এক্ষেত্রে অনেকেই ২০০৮ সালের ডেমোক্র্যাটিক দলের মনোনয়ন প্রতিযোগিতার কথা স্মরণ করছেন। ওই বছর ইলিনয়ের গবর্নর বারাক ওবামার (বর্তমান প্রেসিডেন্ট) সঙ্গে তার তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়। শেষ পর্যন্ত ওবামাই নমিনেশন পান ও নির্বাচনে জেতেন। কিন্তু ওবামার সঙ্গে হিলারির লড়াইটি ছিল তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। ২০০৮ সালের এই পর্যায়ে ওবামা হিলারির চেয়ে যে ব্যবধানে এগিয়ে ছিলেন তার তুলনায় হিলারি এখন স্যান্ডারসের চেয়ে প্রায় তিনগুণ বেশি ব্যবধানে এগিয়ে রয়েছেন। পাঁচটিতে একসঙ্গে হেরে যাওয়া স্যান্ডারসের জন্য একটি বড় আঘাত। মুক্ত বাণিজ্য নিয়ে স্যান্ডারস যে দৃষ্টিভঙ্গি লালন করেন সেজন্য তিনি শ্রমজীবী সংখ্যাগরিষ্ঠ মধ্য-পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্যগুলোতে ভাল করবেন এ প্রত্যাশা তার ছিল। বিশেষ করে ওহাইও, ইলিনয় ও মিসৌরিতে প্রচারাভিযান চালাতে গিয়ে তিনি দীর্ঘ সময় ব্যয় করেন। ওহাইওর ভোটারদের কাছে অর্থনৈতিক ইস্যু প্রাধান্য পেয়েছে। সেদিক থেকে তারা হিলারিকে সমর্থন দিয়েছে। এর মধ্যে মিসৌরিতে তিনি হিলারিকে অনেকটা ধরে ফেলেছিলেন যদিও শেষ পর্যন্ত হিলারি সেখানেও জিতে যান। এছাড়া বাকি চার অঙ্গরাজ্যে তিনি হিলারির সঙ্গে একেবারেই পেরে ওঠেননি। প্রচারাভিযানকালে স্যান্ডারস কেবল অর্থনৈতিক ইস্যুর ওপরই গুরুত্ব দিয়ে বক্তব্য রেখেছেন। অন্যদিকে হিলারি অর্থনীতি ছাড়াও রিপাবলিকান মনোনয়ন দৌড়ে পাগলা ঘোড়ার মতো এগিয়ে চলা ট্রাম্পের সমালোচনা করতে ছাড়েননি। রিপালিকান দলের এগিয়ে থাকা ট্রাম্প গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য ফ্লোরিডায় জয় পেয়েছেন। অন্যদিকে নিজ অঙ্গরাজ্য ফ্লোরিডায় ট্রাম্পের কাছে হেরে গিয়ে দলটির অপর মনোনয়ন প্রত্যাশী মার্কো রুবিও প্রতিদ্বন্দ্বিতা থেকে বিদায় নিশ্চিত করে ফেলেছেন। তবে ট্রাম্প চারটিতে জয় পেলেও ওহাইওতে অপর প্রতিদ্বন্দ্বী জন ক্যাসিকের কাছে হেরে গেছেন। এতে রিপাবলিকান দলের মনোনয়ন পাওয়া নিয়ে ট্রাম্প কিছুটা হলেও পিছিয়ে গেছেন। ব্যবসায়ী হিসেবে সফল ট্রাম্প আশা করেছিলেন পাঁচ অঙ্গরাজ্যের সবকটিতে জয় পেয়ে তিনি মনোনয়ন নিশ্চিত করার পথে এগিয়ে যাবেন। কিন্তু ওহাইওতে ক্যাসিক জয় পাওয়ায় রিপাবলিকান মনোনয়ন দৌড় ট্রাম্প, ক্যাসিক ও টেক্সাসের সিনেটর টেড ক্রুজের মধ্যে ত্রিমুখী লড়াইয়ে পরিণত হবে বলে আভাস পাওয়া যাচ্ছে। দ্বিতীয় সুপার টুয়েস ডেতে ট্রাম্প বিরোধীদের একমাত্র আশার আলো দেখাতে পেরেছেন ক্যাসিক। ট্রাম্পের প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়া ঠেকাতে তারা চেষ্টা করছেন। তাদের লক্ষ্য ট্রাম্প যেন কোন মতেই ১ হাজার ২৩৭ ডেলিগেট ভোটের টার্গেটে পৌঁছাতে না পারেন সেটি নিশ্চিত করা। ট্রাম্পের বর্তমান স্কোর ৬২১। জুলাই মাসে ক্লিভল্যান্ডে রিপাবলিকান কনভেনশনে দলীয় চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করা হবে।
×