ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পাকিস্তানের কাছে হারলো বাংলাদেশ

প্রকাশিত: ২২:৩২, ১৬ মার্চ ২০১৬

পাকিস্তানের কাছে হারলো বাংলাদেশ

অনলাইন রিপোর্টার ॥ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টেনে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জয় পেতে হলে বাংলাদেশকে করতে হতো ২০২ রান। সেই সাথে ভাঙতে হতো অতিতের রেকর্ডও। কেননা, ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে রান তাড়া করে জেতার সর্বোচ্চ রেকর্ডটা ১৬৬, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। আর আজ করতে হতো তার চেয়েও অনেক বেশি রান। কিন্তু তা আর হয়নি। বরং বড় রানে হেরেছে বাংলাদেশই। সুপার টেনের নিজেদের প্রথম ম্যাচে ৫৫ রানে হেরেছে টাইগাররা। পাকিস্তানের দেওয়া ২০২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৪৬ রান তুলতে পারে বাংলাদেশ। বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই শূন্য রানে ফিরেন সৌম্য সরকার। মোহাম্মদ আমিরের বল জায়গায় দাঁড়িয়ে খেলেন এই উদ্বোধনী ব্যাটসম্যান। বল তার ব্যাট-প্যাডের ফাঁক গলে স্টাম্প এলোমেলো করে দেয়। প্রতিরোধ গড়ে ফিরেন সাব্বির রহমান (১৯ বলে ২৫ রান)। শহিদ আফ্রিদির বলে বোল্ড হন এই টপ অর্ডার ব্যাটসম্যান। দ্রুত রান তোলার চাপে ফিরেন তামিম ইকবাল ২০ বলে ২৪ রান। দ্রুত ফিরেন মাহমুদউল্লাহ। ৪ রান করেন তিনি। মোহাম্মদ আমিরের বলে উইকেটরক্ষক সরফরাজ আহমেদকে সহজ ক্যাচ দিয়ে ফিরেন মুশফিকর রহিম করেন ১৮ রান। এর আগে টসে জিতে উড়ন্ত সূচনাই করে পাক দল। পাকিস্তানকে উড়ন্ত সূচনা এনে দেওয়া শারজিল খানকে ফেরান আরাফাত সানি। এই বাঁহাতি স্পিনারের বল এগিয়ে এসে খেলতে গিয়ে বোল্ড হন শারজিল। এশিয়া কাপেও পাকিস্তানের এই উদ্বোধনী ব্যাটসম্যানকে বোল্ড করেছিলেন সানি। আহমেদ শেহজাদ-মোহাম্মদ হাফিজের ব্যাটে এগোয় পাকিস্তান। তৃতীয় ওভারে জুটি গড়া এই দুই ব্যাটসম্যান বাংলাদেশের বিপক্ষে বিশাল সংগ্রহের পথে নিয়ে যান। পাকিস্তানকে দুর্দান্ত সূচনা এনে দেওয়া শেহজাদকে (৩৯ বলে ৫২ রান) ফেরান সাব্বির রহমান। মাহমুদউল্লাহর হাতে ক্যাচ দিয়ে শেহজাদের বিদায়ে ভাঙে পাকিস্তানের ১১.২ ওভার স্থায়ী ৯৫ রানের জুটি। আরাফাত সানির বলে সৌম্য সরকারের অসাধারণ এক ক্যাচে ফিরেন ঝড় তোলা মোহাম্মদ হাফিজ ৬৪ রান করে। শূন্য রানে ফিরেন উমর আকমল। তাসকিন আহমেদ এর বলে সাকিব আল হাসানকে ক্যাচ দিয়ে ফিরেন আকমল। তাসকিনের বলে মাহমুদউল্লাহ হাতে ক্যাচ দিয়ে ফিরেন শহীদ আফ্রিদি। মাত্র এক রানের জন্য হাফ সেঞ্চুরি বঞ্চিত হন তিনি। ৫ উইকেটের করা এই রান ততক্ষণে বাংলাদেশের সামনে এক বিরাধ বাধাই হয়ে দাঁড়িয়েছে। এর আগে টসে হারেন মাশরাফি। বুধবার কলকাতার ইডেন গার্ডেন্সে টসের পর তিনি জানান, তিনি টসে জিতলেও আগে ব্যাটিং নিতেন। ক্রিকেটের নন্দনকান বলে খ্যাত ইডেন গার্ডেনসে ২৫ বছর পর খেলছে বাংলাদেশ। উইকেটের নানা জায়গায় বিছিন্নভাবে আছে ঘাসের ছোঁয়া।
×