ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীর সঙ্গে ভুটানের রানীমাতার সাক্ষাত

প্রকাশিত: ০৮:৪৪, ১৬ মার্চ ২০১৬

প্রধানমন্ত্রীর সঙ্গে ভুটানের রানীমাতার সাক্ষাত

স্টাফ রিপোর্টার ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করেছেন ঢাকা সফররত ভুটানের রানীমাতা ও দেশটির ইয়ুথ ডেভেলপমেন্ট ফান্ডের সভাপতি শেরিং পেম ওয়াংচুক। মঙ্গলবার সন্ধ্যায় গণভবনে তাদের সাক্ষাত অনুষ্ঠিত হয়। এ সময় প্রধানমন্ত্রী বলেন, বিবিআইএন বাস্তবায়িত হলে ভুটান-বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন হবে। সাক্ষাত শেষে পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন। প্রেস ব্রিফং ইহসানুল করিম জানান, সাক্ষাতকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশা প্রকাশ করেছেন, বাংলাদেশ এবং ভুটানের মধ্যে মোটর ভেহিক্যাল চুক্তি বাস্তবায়নের মাধ্যমে বিবিআইএন (বাংলাদেশ, ভুটান, ভারত, নেপাল) করিডোর চালু হলে দুই দেশের ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে প্রভূত উন্নীত সাধিত হবে। বাংলাদেশের জনগণের জন্য ভুটানের জনগণের বিশেষ অনুরাগ রয়েছে উল্লেখ্য করে বৈঠকের শুরুতেই বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভুটানের স্বীকৃতি প্রদানের বিষয়টির কথা প্রধানমন্ত্রী উল্লেখ করেন। এ সময় তিনি দু’দেশের পারস্পরিক সম্পর্কের বিষয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, এই সম্পর্ক ও যোগাযোগ এখন আরও সুদৃঢ় হয়ে আন্তঃব্যক্তিক পর্যায়ে উন্নীত হয়েছে। প্রধানমন্ত্রী ভুটানের সাবেক রাজা জিগমে সিংহে ওয়াংচুকের বাংলাদেশ ভ্রমণকালীন (১৯৭৪) একটি ফটো এ্যালবামও রানী মাতাকে উপহার দেন। ভুটানের রানী মাতা বর্তমান সরকারের সময়ে বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নে মুগ্ধতা প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের প্রশাংসা করেন। তিনি ভুটান ও বাংলাদেশের সম্পর্ক উত্তরোত্তর আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী ভুটানের বর্তমান রাজা-রানী এবং রাজমাতাকে রাজসিংহাসনের উত্তরাধিকারী পাওয়াতে অভিনন্দন জানান এবং তার ভুটান সফরের স্মৃতিচারণ করেন।
×