ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনায়

অমানবিক আচরণে আহত শিশুর ৩ ঘণ্টা পর মৃত্যু

প্রকাশিত: ০৮:১৯, ১৬ মার্চ ২০১৬

অমানবিক আচরণে আহত শিশুর ৩ ঘণ্টা পর মৃত্যু

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ টঙ্গীবাড়ির দীঘিরপাড় চরাঞ্চলের বাহেরক গুচ্ছগ্রামে সড়ক দুর্ঘটনায় আহত শিশু তাসফিয়া আক্তারকে (৪) চিকিৎসা নিতে বাধা দিয়েছে টেম্পো চালকের লোকজন। পরে তিন ঘণ্টা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে মঙ্গলবার রাত আটটার দিকে মারা গেছে সে। ঘাতক টেম্পোর ড্রাইভার লিটনের লোকজন গুরুতর আহত শিশুটিকে হাসপাতালে নিতে দেয়নি। এর আগে বিকেল পাঁচটায় বাড়ির পাশের রাস্তায় খেলতে গিয়ে টেম্পোর ধাক্কায় রাস্তার পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হয় তাসফিয়া। মামলার ভয়ে ড্রাইভার লিটনের লোকজন শিশু তাসফিয়ার পরিবারকে অবরুদ্ধ করে তাকে হাসপাতালে নিতে দেয়নি। এ ব্যাপারে টঙ্গীবাড়ি থানার ওসি আলমগীর হোসাইন জানান, সড়ক দুর্ঘটনায় একটি বাচ্চা মারা গেছে শুনে পুলিশ পাঠিয়েছিলাম। কিন্তু নদী পারাপারের খেয়া না পেয়ে পুলিশ ফিরে এসেছে।
×