ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টি২০ বিশ্বকাপ;###;স্বাগতিক ভারতের হার ৪৭ রানে

নিউজিল্যান্ডের উড়ন্ত সূচনা

প্রকাশিত: ০৮:০৪, ১৬ মার্চ ২০১৬

নিউজিল্যান্ডের উড়ন্ত সূচনা

জাহিদুল আলম জয় ॥ যেন নিজেদের পাতানো ফাঁদেই আটকে গেল ভারত। আগেভাগেই নিউজিল্যান্ড শিবির বুঝতে পেরেছিল উইকেট স্পিন সহায়ক। তাইতো চমক দেখিয়ে তিন পেসার ট্রেন্ট বোল্ট, টিম সাউদি ও মিচেল ম্যাকক্লেগানকে বসিয়ে রেখে ভারতের বিরুদ্ধে কিউইরা খেলান তিন স্পিনার নাথান ম্যাককালাম, ইশ সোধি ও মিচেল সান্টনারকে। ফলটা কি হয়েছে তা হাড়ে হাড়ে টের পেয়েছে মহেন্দ্র সিং ধোনির দল। মঙ্গলবার রাতে নাগপুরের বিদর্ভ ক্রিকেট এ্যাসোসিয়েশন স্টেডিয়ামে নিউজিল্যান্ডকে ৭ উইকেটে ১২৬ রানে আটকে রেখে বিশ্বসেরা ব্যাটিং লাইনআপ নিয়েও ভারত অলআউট হয়েছে ১৮.১ ওভারে মাত্র ৭৯ রানে। ফলস্বরূপ টি২০ বিশ্বকাপ ক্রিকেটে চূড়ান্ত পর্বের (সুপার টেন) প্রথম ম্যাচেই ৪৭ রানের দুর্দান্ত জয় পেয়েছে নিউজিল্যান্ড। ভারতের কোমড় ভেঙে দেন সান্টনার, সোধি ও ম্যাককালাম। এই তিনজন নেন যথাক্রমে ৪, ৩ ও ২ উইকেট। অর্থাৎ ভারতের ১০ উইকেটের ৯টিই নিয়েছেন স্পিনাররা। ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ১৮ রান ও বল হাতে ৪ উইকেট নিয়ে অনুমিতভাবেই ম্যাচসেরা হয়েছেন সান্টনার। টস জিতে ব্যাটিংয়ে এসে প্রথম বলেই রবিচন্দ্রন অশ্বিনকে ছক্কা হাঁকান মার্টিন গাপটিল। কিন্তু পরের বলেই আম্পায়ারের ভুল সিদ্ধান্তের বলি হতে হয় তাঁকে। এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফিরতে হয় কিউই ওপেনারকে। অবশ্য টিভি রিপ্লেতে দেখা যায়, গাপটিল আউট ছিলেন না। শুরুর এই ধাক্কা আর কাটিয়ে উঠতে পারেনি নিউজিল্যান্ড। শেষ পর্যন্ত কোরি এ্যান্ডারসনের ৩৪ ও লুক রঙ্কির ২১ রানে ভর করে কিউইদের ভা-ারে জমা হয় ৭ উইকেটে ১২৬ রান। ১২৭ রানের জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে স্বাগতিক ভারত। কিউইদের তিন স্পিনারের সাঁড়াশি আক্রমণে ভারতের বিশ্বসেরা ব্যাটিং লাইনআপের কেউই মাথা তুলে দাঁড়াতে পারেননি। অধিনায়ক ধোনি ৩০ ও কোহলি ২৩ রান করে প্রতিরোধের চেষ্টা করলেও শেষ পর্যন্ত মাথা নোয়াতে হয় তাদের। ১১ বল আগেই ৭৯ রানে থেমে যায় ভারতের ইনিংস। নিউজিল্যান্ডের সান্টনার ১১ রানে ৪ উইকেট ও সোধি ১৮ রানে ৩ উইকেট কব্জা করেন।
×