ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইসলাম ও নৈতিক শিক্ষা

প্রকাশিত: ০৬:৩৮, ১৬ মার্চ ২০১৬

ইসলাম ও নৈতিক শিক্ষা

১.আল্লাহ তাআলা কিয়ামতের দিন কিসের হিসাব নিবেন? ক) অর্থবিত্তের খ) কৃতকর্মের গ) সন্তানসন্ততির ঘ) জমিজমার ২. মুহম্মদ (সা) মক্কা বিজয়ের পর কোন হজ চালু করেন? ক) ইসমাঈলি হজ খ) ইসায়ি হজ গ) ইউসুফি হজ ঘ) ইবরাহিমি হজ ৩. হযরত ইসমাঈল (আ)-এর জায়গায় কী কুরবানি হয়েছিল? ক) গরু খ) ছাগল গ) দুম্বা ঘ) উট ৪. ‘আবৃত স্থান’-এর আরবি প্রতিশব্দ কোনটি? ক) জান্নাত খ) জাহান্নাম গ) মিযান ঘ) হাশর ৫. ‘সূরা কুরাইশ’-এর আয়াত সংখ্যা কত? ক) আট খ) ছয় গ) পাঁচ ঘ) চার ৬. প্রাচীনকালে মিসরীয় বাদশাহদের কী বলা হতো? ক) বাদশাহ খ) ফিরআউন গ) রামসিস ঘ) মুকাতিব ৭. মদিনা সনদের ধারা কয়টি? ক) ২৭ খ) ৩৭ গ) ৪৭ ঘ) ৫৭ ৮. ফিরআউন ইসরাইল বংশের কাদের হত্যা করেছিল? ক) নারীদের খ) যুবকদের গ) বৃদ্ধদের ঘ) শিশু পুত্রদের ৯. হামিদা শব্দের অর্থ কী? ক) প্রশংসনীয় খ) প্রশংসা গ) সততা ঘ) নিন্দা ১০. মানবজাতির মহামুক্তির সনদÑ ক) কুরআন খ) ম্যাগনা কার্টা গ) সংবিধান ঘ) হাদিস শরীফ ১১. ‘ইখ্ফা’ শব্দের অর্থ কী? ক) গোপন করা খ) প্রকাশ করা গ) স্পষ্ট করা ঘ) ধীরে ধীরে পড়া ১২. ধৈর্য শব্দের অর্থ কী? ক) প্রতিবাদ খ) সহিষ্ণুতা গ) নিন্দা ঘ) চুপ থাকা ১৩. হযরত সুলাইমান (আ)-এর অনুগত শয়তানদের সকলেই ছিল- র. প্রাসাদ নির্মাণকারী রর. বিচারক ররর. ডুবুরি নিচের কোনটি সঠিক? ক) র খ) র ও ররর গ) রর ঘ) ররর ১৪. ‘লাইলাতুল কাদর’ শব্দের অর্থ কী? ক) মহিমান্বিত সন্ধ্যা খ) মহিমান্বিত বিকাল গ) মহিমান্বিত রাত ঘ) মহিমান্বিত দিন ১৫. হযরত মুসা (আ)-এর সমসাময়িক ফিরআউনের নাম কী? ক) হাজ্জাজ খ) হাফিজ গ) ওয়ালিদ ইবনে মুসায়াব ঘ) ওয়ালিদ বিন খালিদ ১৬. পাপ ও অনৈতিক কাজের জন্য ধ্বংস করা হয়েছিলÑ র. আদ জাতিকে রর. ছামুদ জাতিকে ররর. বনি ইসরাইলকে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র গ) রর ঘ) ররর ১৭. কুরবানির সমার্থক শব্দ কী? ক) আকিকা খ) উযহিয়্যাহ গ) ত্যাগ ঘ) উৎসর্গ ১৮. ইহরাম বাঁধার পর কাবার চারপাশে কতবার ঘুরতে হয়? ক) ছয় খ) সাত গ) আট ঘ) নয় ১৯. ফিতনা-ফাসাদের আধুনিক রূপ কোনটি? ক) ঘুষ খ) সন্ত্রাস গ) চৌর্যবৃত্তি ঘ) সুদ ২০. আখলাকের অন্তর্ভুক্ত মানব জীবনেরÑ র. ব্যক্তিগত দিক রর. সামাজিক দিক ররর. আন্তর্জাতিক দিক নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ২১. আল-কুরআনে সর্বমোট কতটি রুকু রয়েছে? ক) ৪৪৪টি খ) ৫৫৪টি গ) ৩৪৫টি ঘ) ৩২০টি ২২. কুরবানির সমার্থক শব্দ কী? ক) তাযকিয়া খ) উযহিয়্যাহ গ) তাবেঈন ঘ) উকায ২৩. ‘মুহাইমিনু’ শব্দের অর্থ কী? ক) প্রজ্ঞাময় খ) রক্ষণাবেক্ষণকারী গ) পবিত্র ঘ) দয়াময় ২৪. আল্লাহ মানুষকে ক্ষমা করে দেনÑ র. পাপ করে অনুতপ্ত হলে রর. তাওবা করলে ররর. আল্লাহর কাছে ক্ষমা চাইলে নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ২৫. স্বভাব চরিত্রে সুন্দর হলে কোনটি হওয়া যায়? ক) মুসলিম খ) খাঁটি মুমিন গ) সৎ মানুষ ঘ) সৎ লোক ২৬. মিথ্যাবাদী কারা? ক) মুনাফিকরা খ) কাফিররা গ) মুসাফিকরা ঘ) ব্যবসায়ীরা সঠিক উত্তর : ১. (খ) ২. (ঘ) ৩. (গ) ৪. (ক) ৫. (ঘ) ৬. (খ) ৭. (গ) ৮. (ঘ) ৯. (ক) ১০. (ক) ১১. (ক) ১২. (খ) ১৩. (খ) ১৪. (গ) ১৫. (গ) ১৬. (ক) ১৭. (খ) ১৮. (খ) ১৯. (খ) ২০. (ঘ) ২১. (খ) ২২. (খ) ২৩. (খ) ২৪. (ঘ) ২৫. (খ) ২৬. (ক)
×