ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাংলা প্রথম পত্র

নবম-দশম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৬:৩২, ১৬ মার্চ ২০১৬

নবম-দশম শ্রেণির পড়াশোনা

১. যাদের জন্য ছোটগল্প লেখা লাঞ্ছনা বই কিছুই নয়- র. যারা কোথায় আরম্ভ করতে হয় তা জানে না রর. যারা কোথায় সমাপ্তির রেখা টানতে হয় তা জানে না ররর. যাদের শিল্পদৃষ্টি নেই নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ২. ১৩ই এপ্রিল মঙ্গলবার ১৯৭১-এর বর্ণনার শুরুতে রয়েছে- র. প্রকৃতির বর্ণনা রর. পাকিস্তানী সৈন্যের আক্রমণ ররর. অগ্নিসংযোগ নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) রর ও ররর ৩. জমিদার কোন দেশের লোক ছিল? ক) বাংলাদেশের খ) ভারতের গ) পাকিস্তানের ঘ) আফগানিস্তানের ৪. ‘একাত্তরের দিনগুলো’ স্মৃতিচারণমূলক রচনায় বাগানে বেশ কটা কী গাছ আছে? ক) রজনীগন্ধা খ) বেলী ফুল গ) জুঁই ঘ) গোলাপ ৫. ‘মস্তিষ্ক উর্বর’-এর ইংরেজী কী? ক) ইৎধরহ পঁষঃঁৎব খ) ইৎবরহ পঁষঃঁৎব গ) ঈঁষঃঁৎব ড়ভ ইৎবধরহ ঘ) ইৎধরহ ড়ভ পঁষঃঁৎব ৬. লেখক প্রমথ চৌধুরীর মতে শিক্ষক হচ্ছেন- র. মানুষ গড়ার কারিগর রর. জাতির বিবেক ররর. উত্তরসাধক মাত্র নিচের কোনটি সঠিক? ক) র খ) র ও রর গ) ররর ঘ) রর ও ররর ৭. ‘দত্তা’ কোন ধরনের গ্রন্থ? ক) কাব্যগ্রন্থ খ) নাটক গ) ছোটগল্প ঘ) উপন্যাস ৮. মুন্সীগঞ্জ জেলার বিক্রমপুরের অন্তর্গত রাঢ়িখাল গ্রামে জন্মগ্রহণ করেন- ক) হুমায়ুন আজাদ খ) সেলিনা হোসেন গ) হুমায়ূন আহমেদ ঘ) রাবেয়া খাতুন ৯. শিক্ষার সুফল ব্যক্তিগত হয়ে পড়বে কখন? ক) অন্নবস্ত্রের চিন্তা থেকে মুক্ত না হলে খ) ভুল শিক্ষা গ্রহণ করলে গ) সুশৃঙ্খল সমাজব্যবস্থা না থাকলে ঘ) অর্থ-সাধনাকে জীবন-সাধনা ভাবলে ১০. মমতাদির গালে কিসের দাগ পড়ে ছিল? ক) মেছতার খ) আঁচড়ের গ) শ্বেতের ঘ) আঙুলের ১১. স্কুল পড়ুয়া ছেলেটি মমতাদিকে দেখে- ক) বিভ্রান্ত হয় খ) স্বাভাবিক হয় গ) রাগান্বিত হয় ঘ) আনন্দিত হয় ১২. ছেলেটি কেন মমতাদির সঙ্গে তার বাড়িতে গিয়েছিল? ক) নিছক শখের বশে খ) স্নেহ পাবার আশায় গ) বাড়ি দেখার আশায় ঘ) কমলা খাবার আশায় ১৩. ‘বাইরে ফিটফাট, ভিতরে সদরঘাট’- এ উক্তির প্রতিশব্দ কোনটি? ক) লেফাফাদুরস্তি খ) মূল্যবোধ গ) অর্থচিন্তা ঘ) ক্ষুৎপিপাসা ১৪. ‘ঐ তথাকথিত ‘ছোটলোক’-এর অন্তর কাঁচের ন্যায় স্বচ্ছ।’ এখানে ছোটলোকের সঙ্গে সম্পর্কযুক্ত- র. মেহনতি মানুষ রর. শ্রমিক সম্প্রদায় ররর. সাধারণ চাকরিজীবী নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ১৫. জীবনময়ের গলির মোড়ে মমতাদি কী করছিল? ক) কমলালেবু কিনছিল খ) কারও জন্যে অপেক্ষা করছিল গ) বাচ্চা কোলে দাঁড়িয়েছিল ঘ) পানির জন্য লাইনে দাঁড়িয়েছিল ১৬. সুদের আরবি প্রতিশব্দ কী? ক) হাসাদ খ) রিবা গ) রিশওয়াতু ঘ) ফিতনাতু ১৭. কে আদর ও সম্মান প্রত্যাশী- র. মমতাদি রর. খোকা ররর. মা নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ১৮. কোনটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটক? ক) প্রফুল্ল­ খ) চন্দ্রগুপ্ত গ) বুদ্ধদেব ঘ) অরূপ রতন সঠিক উত্তর ১. (ঘ) ২. (ক) ৩. (ক) ৪. (ঘ) ৫. (ক) ৬. (গ) ৭. (ঘ) ৮. (ক) ৯. (ঘ) ১০. (ঘ) ১১. (ঘ) ১২. (গ) ১৩. (ক) ১৪. (ক) ১৫. (ক) ১৬. (খ) ১৭. (ক) ১৮. (ঘ)
×