ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শেখ জামাল ৩-৪ সেলানগোর;###;এএফসি কাপ

শেখ জামালের দুর্ভাগ্যের হার

প্রকাশিত: ০৫:৫৪, ১৬ মার্চ ২০১৬

শেখ জামালের দুর্ভাগ্যের হার

স্পোর্টস রিপোর্টার ॥ নাটকীয় ম্যাচ। শ্বাসরুদ্ধকর পরিস্থিতি। টান টান উত্তেজনা। দুই দলই মরণপণ খেলেছে সমানতালে। কে জেতে কে হারে, বলা মুশকিল। শেষ পর্যন্ত শ্রীলঙ্কার রেফারি নিভন রোবেশ গামিনি যখন খেলা শেষের বাঁশি বাজালেন, তখন স্কোর বোর্ডে দেখা গেল মালয়েশিয়ান ফুটবল ক্লাব সেলানগোর ফুটবল এ্যাসোসিয়েশনের কাছে ৪-৩ গোলে হেরে গেছে বাংলাদেশের শীর্ষ ক্লাব শেখ জামাল ধানম-ি ক্লাব লিমিটেড। এএফসি কাপের মূলপর্বের (‘ই’ গ্রুপ) জমজমাট এই খেলাটি মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। এ হার শেখ জামালের জন্য বড়ই বেদনাদায়ক এবং আক্ষেপের। কেননা খেলায় দুই-দুইবার এগিয়ে ছিল তারা! প্রথমে ১-০ এবং পরে ৩-২ গোলে। নিজেদের তৃতীয় খেলায় এটা জামালের টানা তৃতীয় হার। ফলে এখনও পয়েন্ট শূন্য তারা। পয়েন্ট টেবিলে অবস্থান চার দলের মধ্যে তলানিতে। পক্ষান্তরে সমান ম্যাচে এটা সেলানগোরের প্রথম জয়, ৪ পয়েন্ট নিয়ে অবস্থান তৃতীয়। জামালের পরের ম্যাচ সেলানগোরের বিপক্ষেই, আগামী ১২ এপ্রিল মালয়েশিয়ার শাহ আলম স্টেডিয়ামে। জামালের হারের জন্য দায়ী গোলরক্ষক শহীদুল আলম সোহেল। তার ভুলে দুটি গোল খেয়েছে দল। যদিও একাধিক দুর্দান্ত কিছু সেভও করেছেন তিনি। কিন্তু দলের হারে চাপা পড়ে গেছে সব। ২৮ মিনিটে ইয়ামিন মুন্না আর সোহেল রানা বল দেয়া নেয়া করতে করতে বল দিয়েছেন সতীর্থকে। গ্যাম্বিয়ান মিডফিল্ডার ল্যান্ডিং ডার্বোয়ের ৩০ গজ দূর থেকে দর্শনীয় শট ঠাঁই নেয় জালে (১-০)। ৩৯ মিনিটে জামালের বক্সে ঢুকে দর্শনীয় হেডে লক্ষ্যভেদ করে সমতা আননেন ফরোয়ার্ড প্যাট্রিক রোনালদিনহো (১-১)। ৫৩ মিনিটে রোনালদিনহোর স্কয়ার পাসে পা ছুঁইয়ে জামালের জাল কাঁপান গোপী রামচন্দ্র (২-১)। ৬১ মিনিটে ল্যান্ডিংয়ের শট ফেরান প্রতিপক্ষ গোলরক্ষক। ফিরতি বলে আবারও উঁচু ক্রস করেন ল্যান্ডিং। তা থেকে হেডে গোল করেন জামালের নাইজিরিয়ান ফরোয়ার্ড এমেকা ডার্র্লিংটন (২-২)। পরের মিনিটেই ল্যান্ডিংয়ের থ্রু পাস বক্সে ঢুকে গড়ানো শটে গোল করে আবারও জামালকে এগিয়ে নেন অধিনায়ক ও হাইতিয়ান ফরোয়ার্ড ওয়েডসন এ্যানসেলমে (৩-২)। ৭০ মিনিটে আবারও ম্যাচে সমতা আসে। গোল করেন রামচন্দ্র (৩-৩)। দুর্ভাগ্যজনকভাবে গোলরক্ষক ভুলে আবারও পিছিয়ে পড়ে জামাল। ৮২ মিনিটে মোরালোর শট আটকানোর কোন সুযোগই পাননি সোহেল (৪-৩)। হতাশার হার নিয়ে মাঠ ছাড়তে হয় বেঙ্গল ইয়োলোদের। কাপালির শতকে বিশাল সংগ্রহ পূর্বাঞ্চলের বিসিএল স্পোর্টস রিপোর্টার ॥ আগের দিন ৬২ রানে অপরাজিত ছিলেন। সেটিকে সেঞ্চুরি পর্যন্ত নিয়ে গেছেন মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট লীগে (বিসিএল) লঙ্গার ভার্সন আসরে চারদিনের ম্যাচের দ্বিতীয় দিন। ফতুল্লায় তার ১৮৫ বলে ১২ চার ও ১ ছক্কায় করা ১১১ রানের সুবাদে প্রথম ইনিংসে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল ৪৪২ রান তোলে। দশ নাম্বারে নেমে ৭০ বলে ১১ চারে ৫৮ রানের দুর্দান্ত ইনিংস খেলে দলকে বড় সংগ্রহ এনে দেন। প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের পক্ষে ময়নুল ইসলাম ৪টি, আব্দুর রাজ্জাক ৩টি ও সোহাগ গাজী ২টি উইকেট নেন।
×