ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

অদম্য বার্সিলোনার সামনে নড়বড়ে আর্সেনাল

প্রকাশিত: ০৫:৫৪, ১৬ মার্চ ২০১৬

অদম্য বার্সিলোনার সামনে নড়বড়ে আর্সেনাল

স্পোর্টস রিপোর্টার ॥ লন্ডনের এমিরেটস স্টেডিয়াম থেকে লিওনেল মেসির করা দুই গোলে জয় নিয়ে ফেরে বার্সিলোনা। প্রথম লেগের ওই জয়েই উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ ফুটবলের কোয়ার্টার ফাইনালে এক পা দিয়ে রেখেছে আসরের বর্তমান চ্যাম্পিয়নরা। আজ রাতে শেষ ষোলোর দ্বিতীয় লেগের ম্যাচে নিজেদের মাঠ ন্যুক্যাম্পে আর্সেনালের সঙ্গে খেলবে স্বাগতিক বার্সিলোনা। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে রীতিমতো অপ্রতিরোধ্য কাতালানরা। ইতোমধ্যে সর্বোচ্চ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়েছে তারা। অন্যদিকে সবদিক দিয়েই বেহাল অবস্থা ইংলিশ ক্লাব আর্সেনালের। একের পর এক হারে বিধ্বস্ত আর্সেন ওয়েঙ্গারের দল। সবশেষ ইংলিশ এফএ কাপ থেকেও বিদায় নিয়েছে গানার্সরা। এমন নড়বড়ে অবস্থায় অদম্য বার্সার ঘরে সানচেজ, ওয়ালকটরা কেমন করে সেটাই দেখার। তবে আজ রাতে আরেক ম্যাচ উপভোগ্য ও জমজমাট হয়ে উঠতে পারে। প্রি-কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে মুখোমুখি হবে বেয়ার্ন মিউনিখ ও জুভেন্টাস। মিউনিখের এ্যালিয়েঞ্জ এ্যারানায় ম্যাচটি অনুষ্ঠিত হবে। তুরিনে প্রথম লেগে দুইবার এগিয়ে যেয়েও ২-২ গোলে ড্র করে বাভারিয়ানরা। জুভেন্টাস স্টেডিয়ামে প্রথম লেগে ড্র করলেও কোয়ার্টার ফাইনালে খেলার দৌড়ে এগিয়ে আছে বেয়ার্নই। আজকের ম্যাচে স্বাগতিক হিসেবে পেপ গার্ডিওলার দলের সুযোগ বেশি থাকলেও আশা ছাড়ছে না আসরের বর্তমান রানার্সআপ জুভেন্টাস। এই ম্যাচে কোনভাবে জিতলেই সেরা আটের ছাড়পত্র পাবে ইতালিয়ান চ্যাম্পিয়নরা। প্রথম লেগের ম্যাচ শেষে বেয়ার্ন মিউনিখ কোচ পেপ গার্ডিওলা বলেছিলেন, আমি খুব খুশি। দল যেভাবে খেলেছে, তাতে অখুশি হওয়ার কোন কারণ নেই। এই ম্যাচটা আমরা সারাজীবন মনে থাকবে। তবে ফিরতি লেগে জুভেন্টাসকে সমীহ করছেন সাবেক বার্সিলোনা কোচ। জুভেন্টাস কোচ ম্যাসিমিলিয়ানো এ্যালেগ্রি বলেছেন তার দলের যোগ্যতা আছে কোয়ার্টারে খেলার। তিনি বলেন, প্রথম লেগে দ্বিতীয়ার্ধে আমরা নিজেদের গুছিয়ে ভাল খেলি। এমনকি আমরা জিতেও যেতে পারতাম। ওই আত্মবিশ্বাস নিয়েই বেয়ার্নের মাঠে খেলব আমরা। প্রথম লেগে আর্সেনালের সঙ্গে আরও একবার নিজের জাত চেনান লিওনেল মেসি। বর্ণাঢ্য ক্যারিয়ারে আগে কখনও গোলরক্ষক পিটার চেককে কাবু করতে পারেননি রেকর্ড সর্বোচ্চ পাঁচবারের ফিফা সেরা ফুটবলার। অবশেষে ২৩ ফেব্রুয়ারি অপেক্ষার প্রহর শেষ হয় আর্জেন্টাইন অধিনায়কের। ওইদিন চেককে দুইবার পরাস্ত করে দুই গোল করেন মেসি। আর তাতেই লন্ডনের বিখ্যাত এমিরেটস স্টেডিয়ামে স্বাগতিক আর্সেনালকে হারায় বার্সিলোনা। ফিরতি লেগে নিজেদের মাঠেও জয় ছাড়া কিছু ভাবছে না স্প্যানিশ পরাশক্তিরা। বার্সা কোচ লুইস এনরিকে বলেন, দল খুব ভাল ফর্মে আছে। আমরা জিততে আশাবাদী। তবে প্রতিপক্ষকে খাটো করছি না। তাদের ক্ষমতা আছে ঘুরে দাঁড়ানোর। এই ম্যাচে উরুগুইয়ান তারকা লুইস সুয়ারেজকে হয়ত পাচ্ছেন না বার্সিলোনা বস। সমর্থকদের ধারাবাহিক বিরোধিতায় প্রচ- চাপের মুখে আছেন আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গার। এটি অব্যাহত থাকলে চলতি মৌসুম শেষেই গানার্সদের দায়িত্ব ছাড়তে পারেন ৬৬ বছর বয়সী এ কিংবদন্তি কোচ। সেক্ষেত্রে আর্সেনালের সঙ্গে ওয়েঙ্গারের ২০ বছরের কোচিং অধ্যায়ের ইতি ঘটবে। আর্সেনালের সম্প্রতি বাজে পারফর্মেন্সে দারুণ চাপে আছেন ওয়েঙ্গার। এমিরেটস স্টেডিয়ামে তার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হতে আর মাত্র এক বছর বাকি। তবে ক্লাব কর্তৃপক্ষকে পাশেই পাচ্ছেন ওয়েঙ্গার। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের উদ্ধৃতিতে জানা গেছে, আর্সেনালের মালিক স্ট্যান ক্রোয়েনকি এখনও ওয়েঙ্গারের ওপর পূর্ণ আস্থা রাখছেন। কিন্তু ক্লাবের ভক্ত-সমর্থকদের থামাবে কে! গ্যালারিতে কিছু দর্শক যেভাবে নিজেদের অনাস্থা জানিয়ে ব্যানার নিয়ে হাজির হচ্ছেন, তাই হয় তো মেনে নিতে পারছেন না ওয়েঙ্গার।শেষ ছয় ম্যাচের মধ্যে একটি করে জয় ও ড্রয়ের বিপরীতে চারটিতেই হারের লজ্জায় ডুবেছে আর্সেনাল। এর মধ্যে সবশেষ ঘরের মাঠেই ওয়াটফোর্ডের কাছে হেরে এফ কাপের কোয়ার্টার ফাইনাল থেকেই ছিটকে পড়ে গত দুইবারের চ্যাম্পিয়নরা। ম্যানইউ, সোয়ানসি সিটির কাছে হার ও টটেনহামের সঙ্গে ড্র করে ইংলিশ প্রিমিয়ার লীগের শিরোপা দৌড়েও অনেকটা ছিটকে গেছে ওয়েঙ্গারের শিষ্যরা।
×