ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মুস্তাফিজ-আমির দ্বৈরথ

প্রকাশিত: ০৫:৫৪, ১৬ মার্চ ২০১৬

মুস্তাফিজ-আমির দ্বৈরথ

স্পোর্টস রিপোর্টার, কলকাতা থেকে ॥ ফেসবুকে এরইমধ্যে একটি বিষয় ছড়িয়ে পড়েছে। বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ হবে ১৬ ওভারের! সবার মধ্যেই প্রশ্ন উঠতে পারে, কেন? তাহলে কী ধর্মশালার মতো কলকাতাতেও বৃষ্টি? তা নয়। ধর্মশালায় যেমন বৃষ্টি প্রতিটি ম্যাচেরই বারোটা বাজিয়ে দিয়েছে। কলকাতায় এর বিপরীত। রোদ্রোজ্জ্বল আকাশ। এমনই অবস্থা, ধর্মশালায় যেখানে তাপমাত্রা ছিল ১০ ডিগ্রী। ঠা-ায় যবুথবু অবস্থা। সেখানে কলকাতায় প্রখর গরম। রোদের তাপ যেন শরীরে সুইয়ের মতো বিঁধে! তাই, বৃষ্টির কোন সম্ভাবনা নেই। তবে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ ১৬ ওভারে যে হবে, সেটি ধরা হচ্ছে, বাংলাদেশ পেসার মুস্তাফিজুর রহমান ও পাকিস্তান পেসার মোহাম্মদ আমিরের দৌরথকে সামনে রেখে। দুইজনই যদি ৪ ওভার করে বল করে তাহলে দুই দলেরই ৪ ওভার করে শেষ হবে। ধরা হচ্ছে, মুস্তাফিজ ও আমিরের বল প্রতিপক্ষ ব্যাটসম্যানরা খেলতে পারবে না। তাই যা করার বাকি ১৬ ওভারেই করতে হবে। এ ১৬ ওভারের হিসেব যখন সামনে চলে আসছে, তখন মুস্তাফিজ খেলবেন কি না আজকের ম্যাচ, সেই প্রশ্নও উঠছে। ইনজুরিতে যে বাছাইপর্বের একটি ম্যাচও খেলেননি মুস্তাফিজ। বাংলাদেশ অধিনায়ক মাশরাফি যদিও বলেছেন, ‘সে খেলতে পারবে কি পারবে না, সেটা এখনই বলা যাচ্ছে না। আমাদের হাতে ২৪ ঘণ্টা সময় আছে। ফিজিও ও কোচ আলোচনা করে পরবর্তীতে সিদ্ধান্ত নেবে।’ তবে টিম সূত্রে যতদূর জানা গেছে, মুস্তাফিজ আজ খেলতে পারেন। সেই সম্ভাবনা অনেক জোরালোই আছে। পাকিস্তানকে বধ করতে হলে যে মুস্তাফিজকে লাগবেই। পাকিস্তানের সঙ্গে টি২০তে খেলেই জাতীয় দলের হয়ে পথ চলা শুরু হয় মুস্তাফিজের। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি বাংলাদেশের এ ‘কাটার’ মাস্টারকে। শুধু সাফল্যই ধরা দিয়েছে। এরই মধ্যে টি২০তে ১০ ম্যাচ খেলে ১৩ উইকেট নিয়েছেন। আর টেস্টে ২ ম্যাচ খেলে ৪ উইকেট নেয়ার সঙ্গে ওয়ানডেতে ৯ ম্যাচেই ২৬ উইকেট শিকার করেছেন। পাকিস্তানের সঙ্গে এপ্রিলে যে মুস্তাফিজ ক্যারিয়ারের প্রথম ম্যাচ খেলেছেন, সেই ম্যাচেই ২ উইকেট নিয়েছিলেন। বাংলাদেশও প্রথমবারের মতো টি২০তে পাকিস্তানকে হারিয়েছিল। এরপর আর পাকিস্তানের সঙ্গে খেলা হয়নি মুস্তাফিজের। ইনজুরির জন্য এশিয়া কাপে পাকিস্তানের সঙ্গে খেলা হয়নি। ওয়ানডেতেও পাকিস্তানকে যে সিরিজে হারিয়েছিল বাংলাদেশ, সেই সিরিজেও খেলা হয়নি মুস্তাফিজের। তবে ওয়ানডেতেই প্রথমবারের মতো যে ভারতকে সিরিজে হারিয়েছিল বাংলাদেশ, সেই সিরিজের সেরা ক্রিকেটার ছিলেন মুস্তাফিজই। তিন ম্যাচে সবচেয়ে বেশি ১৩ উইকেট নিয়ে সিরিজ সেরাও হয়েছিলেন। এমনই অবস্থা হয় মুস্তাফিজের, এরপর শুধু সাফল্যই ধরা দেয়। আজ পাকিস্তানের সঙ্গে আরেকটি ম্যাচ বাংলাদেশের। টি২০ বিশ্বকাপে ‘সুপার টেনে’র ম্যাচ এটি। এ ম্যাচে মুস্তাফিজকে নিয়ে ধোঁয়াশা আছে। তবে পাকিস্তানকে চমকে দিতে শেষপর্যন্ত মুস্তাফিজ খেলবেন বলেই জানা গেছে। তাই যদি হয়, তাহলে মুস্তাফিজের সঙ্গে আমিরের দৌরথই দেখা যাবে। যে দৌরথে কে জিতে এখন তাই দেখার অপেক্ষায় আছে ক্রিকেটপ্রেমীরা। ম্যাচ গড়াপেটার শাস্তি শেষে ক্রিকেটে ফিরেই ঝলকের পর ঝলক দেখাচ্ছেন আমির। সর্বশেষ এশিয়া কাপে প্রথম ম্যাচেই পাকিস্তান স্কোরবোর্ডে কম রান জমা করলেও শুরুতেই ভারতের ৩ উইকেট শিকার করে খেলা জমিয়ে দেন আমির। এরপর বাংলাদেশের সঙ্গেও ২ উইকেট নেন। কিন্তু কোন ম্যাচই জিততে পারেনি পাকিস্তান। তাই এশিয়া কাপের ফাইনালে খেলার আশাও ধূলিস্মাত হয়ে যায়। এবার টি২০ বিশ্বকাপে পেসারদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল থাকবেন আমির, এমন ধারণা করা হচ্ছে। তার সেই উজ্জ্বলতার প্রমাণ দেয়ার শুরু হচ্ছে আজ। যেখানে মুস্তাফিজও একই দৌরথে থাকছে। বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ হবে। তবে সবাই আসলে অপেক্ষায় আছে মুস্তাফিজ-আমির দৌরথ দেখার। যে দৌরথ এর আগে একবারও দেখা যায়নি। আজ সেটি দেখা যাবে।
×