ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

৪৭ রানে হেরে ধোনিদের টি২০ বিশ্বকাপ শুরু

কিউই ঘূর্ণিতে কুপোকাত ভারত

প্রকাশিত: ০৫:৫৩, ১৬ মার্চ ২০১৬

কিউই ঘূর্ণিতে কুপোকাত ভারত

জাহিদুল আলম জয় ॥ টি২০ বিশ্বকাপ ক্রিকেটে চূড়ান্ত পর্বের (সুপার টেন) প্রথম ম্যাচেই উত্তেজনা ছড়িয়েছে। মঙ্গলবার রাতে নাগপুরের বিদর্ভ ক্রিকেট এ্যাসোসিয়েশন স্টেডিয়ামে দুই নম্বর গ্রুপের ম্যাচে স্বল্প পুঁজি নিয়েও স্বাগতিক ভারতকে উড়িয়ে দিয়েছে নিউজিল্যান্ড। মহেন্দ্র সিং ধোনির দলকে ৪৭ রানে হারিয়ে শুভ সূচনা করেছে কিউইরা। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে কিউইদের ইনিংস থেমে যায় নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৬ রানে। ১২৭ রানের জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই নিউজিল্যান্ডের তিন স্পিনার নাথান ম্যাককালাম, ইশ সোধি ও মিচেল সান্টনারের বোলিং তোপে পড়ে স্বাগতিক ভারত। শেষ পর্যন্ত ১৮.১ ওভারে মাত্র ৭৯ রানে অলআউট হয় ধোনি বাহিনী। চলমান বিশ্বকাপের চূড়ান্ত পর্বের শুরুটাই হয় ছয় দিয়ে। স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের করা ম্যাচের প্রথম বলেই ছক্কা হাঁকান নিউজিল্যান্ড ওপেনার মার্টিন গাপটিল। প্রথম ওভারে কিউইরা জড়ো করে ১৩ রান। এ সময়ে মনে হয়েছিল বড় সংগ্রহই গড়তে যাচ্ছে কিউইরা। কিন্তু ইনিংস শেষে দেখা যায় ভিন্ন চিত্র। একের পর এক উইকেট খোয়ানোয় শেষপর্যন্ত স্কোরবোর্ডে ১২৬ রান সংগ্রহ করতে পারে নিউজিল্যান্ড। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে এই রান করে ওয়ানডে বিশ্বকাপের বর্তমান রানার্সআপরা। টি২০ তে ভারতের বিরুদ্ধে এটাই কিউইদের সর্বনিম্ন দলীয় সংগ্রহ। ইনিংসের প্রথম বলে ছয় মেরে দারুণ শুরু করলেও পরের বলেই এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফিরতে হয় গাপটিলকে। পরের ওভারে কলিন মুনরোকেও সাজঘরে ফেরান পেসার আশিস নেহরা। তৃতীয় উইকেটে ২২ রানের জুটি গড়ে কিছুক্ষণ লড়াই চালান অধিনায়ক কেন উইলিয়ামসন ও কোরি এ্যান্ডারসন। কিন্তু সপ্তম ওভারে উইলিয়ামসনকে আউট করেন সুরেশ রায়না। ১২ তম ওভারে রানআউটের ফাঁদে পড়েন রস টেইলর (১০)। ৩৪ রান করে কিউইদের পক্ষে প্রায় একাই লড়াই করেন এ্যান্ডারসন। শেষপর্যায়ে মিচেল সান্টনারের ১৮ ও লুক রঙ্কির অপরাজিত ২১ রানের সুবাদে ১২৬ রান জড়ো করে নিউজিল্যান্ড। ভারতের পক্ষে দারুণ বোলিং করেন জাসপ্রিট বুমরা ও সুরেশ রায়না। চার ওভার বল করে বুমরা ১৫ রানে ১টি ও রায়না ১৬ রান খরচায় ১টি উইকেট দখল করেন। অনেকটা অবাক করে দিয়ে তিন তারকা পেসারকে দলের বাইরে রাখে নিউজিল্যান্ড। ট্রেন্ট বোল্ট, টিম সাউদি ও মিচেল ম্যাকক্লেগান খেলেননি ম্যাচে। কিউইরা দল সাজায় তিন স্পিনার নিয়ে। অভিজ্ঞ নাথান ম্যাককালামের সঙ্গে খেলেন ডানহাতি লেগব্রেক বোলার ইশ সোধি ও বাঁহাতি অর্থডক্স বোলার মিচেল সান্টনার। যার ফলও হাতেনাতে পেয়েছে কিউইরা। সহজ লক্ষ্য তাড়া করতে যেয়ে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে ভারত। মাত্র ২৬ রানে শীর্ষ সারির চার ব্যাটসম্যানকে হারিয়ে বসে টি২০ বিশ্বকাপের প্রথম আসরের চ্যাম্পিয়নরা। শেষ পর্যন্ত কেউই মাথা তুলে দাঁড়াতে পারেননি। ভারত অলআউট হয় ১১ বল আগে ৭৯ রানে। নিউজিল্যান্ডের সান্টনার ১১ রানে ৪ এবং সোধি ১৮ রানে ৩ উইকেট লাভ করেন।
×