ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মাশরাফির ভাবনায় শুধুই জয়

প্রকাশিত: ০৫:৫২, ১৬ মার্চ ২০১৬

মাশরাফির ভাবনায় শুধুই জয়

স্পোর্টস রিপোর্টার, কলকাতা থেকে ॥ ‘সুপার টেনে’র প্রথম ম্যাচ। ইডেন গার্ডেনে বাংলাদেশ দলের বর্তমান ক্রিকেটারদের জাতীয় দলের জার্সি গায়ে প্রথম ম্যাচ। স্বাভাবিকভাবেই রোমাঞ্চ ছড়িয়ে পড়ার কথা। তা পড়ছেও। মাশরাফি নিজেই বলেছেন তা। তবে তাতে গা ভাসিয়ে দিতে রাজি নন বাংলাদেশ ক্রিকেটাররা। জয়ের দিকেই মনোযোগী তারা। বাংলাদেশ অধিনায়ক মাশরাফিই যেমন বলেছেন, ‘আমরা জিততে চাই।’ এ আশার সঙ্গে মঙ্গলবার ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে অনেক প্রশ্নের উত্তরই দিয়েছেন মাশরাফি। তার সার সংক্ষেপ প্রসঙ্গক্রমে এখানে তুলে ধরা হলো। * আত্মবিশ্বাস- মাশরাফি বিন মর্তুজা ॥ হ্যাঁ, আত্মবিশ্বাস তো রয়েছেই। গত এক বছর ধরে আমরা ওয়ানডেতে দারুণ ক্রিকেট খেলছি। টি২০ সব সময় আমাদের জন্যে কঠিন। শেষ তিন-চার সপ্তাহ আমরা টি২০তেও ভাল ক্রিকেট খেলছি। আমরা বেশ আত্মবিশ্বাস নিয়ে খেলেছি। এ আত্মবিশ্বাস আমাদের কাজে লাগবে। * তাসকিন-সানি- মাশরাফি ॥ সানির পরীক্ষা দিয়ে আমাদের সঙ্গে যোগ দিয়েছে। তাসকিন সকালে পরীক্ষা দিয়েছে। সন্ধ্যার মধ্যেই তার ফিরে আসার কথা রয়েছে। তাদের বাদেও আমরা ১৩ জন আছি। আমরা পরিকল্পনা করতে পারি। উইকেট ও কন্ডিশন দেখে, প্রতিপক্ষর কথা মাথায় রেখে আমরা পরিকল্পনা করব। * তামিম ইকবাল- মাশরাফি ॥ ও খুব ভাল টাচে আছে। বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেই। এটা আমাদের জন্য ভাল। আমরা শুধু তামিমকেই না সব ব্যাটসম্যানদের জ্বলে উঠতে দেখতে চাই। এখানকার উইকেট ঘরের মাঠ থেকে অনেক ভাল। এশিয়া কাপে আমরা সিমিং উইকেটে খেলেছিলাম। এখানে ফ্ল্যাট উইকেট পাচ্ছি। * মুস্তাফিজুর রহমান- মাশরাফি ॥ সে খেলতে পারবে কি পারবে না সেটা এখনই বলা যাচ্ছে না। আমাদের হাতে ২৪ ঘণ্টা সময় আছে। ফিজিও ও কোচ আলোচনা করে পরবর্তীতে সিদ্ধান্ত নেবে। * একাদশ- মাশরাফি ॥ আমরা এখানে ও ভারতে বেশি ক্রিকেট খেলিনি। আমরাদের অনেক ধারণা নিয়ে মাঠে নামতে হচ্ছে। আইপিএলের অনেক ম্যাচ আমরা এখানে হতে দেখেছি। অনেক সময় টার্ন ও সেøা উইকেট দেখা যায়। বিশ্বকাপে ব্যাটিং সহায়ক উইকেট পাওয়া যাবে। আমরা উইকেট এখনও দেখিনি। ওটা দেখে আমরা সেরা কম্বিনেশন ঠিক করতে পারব। * ফেবারিট- মাশরাফি ॥ আমি মনে করি আমাদের থেকে পাকিস্তানের অভিজ্ঞতা অনেক বেশি। তবে শেষ এক কিংবা দুই মাস আমরা অনেক অনুশীলন করেছি। এশিয়া কাপ খেলেছি। সেখানে ভাল খেলেছি। আমি মনে করি আমাদের পরিকল্পনা বেশ ভাল। বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার আছে। তবে ইতিহাস বলছে পাকিস্তান ফেবারিট। * সাকিব আল হাসান- মাশরাফি ॥ সাকিব আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ক্রিকেটার। শেষ সাত-আট বছর সে যেভাবে আমাদের জন্য পারফর্ম করেছে সেটা বিশেষ কিছু। এই মাঠ থেকে আমরা তার থেকে অনেক তথ্য নিতে পারব। কেকেআরের হোমগ্রাউন্ড এটি। * প্রেরণা- মাশরাফি ॥ ১৯৯৯ এর বিশ্বকাপ আমাদের ক্রিকেটের জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিল। ওই বিশ্বকাপে আমরা দুটি ম্যাচ জিতেছিলাম। একটি পাকিস্তান ও অন্যটি স্কটল্যান্ডের সঙ্গে। আমরা যারা তরুণ ছিলাম তারা ওই ম্যাচ থেকে অনেক অনুপ্রেরণা পেয়েছিলাম। তারপর থেকে ২০০০-০১ থেকে আমরা ক্রিকেটে আস্তে আস্তে পা দেই। ক্রিকেটের কথা বললে ১৯৯৭, ১৯৯৯ এর বিশ্বকাপ আমাদের ক্রিকেটের জন্য হিউজ টার্ন পয়েন্ট। * জয়ের আশা- মাশরাফি ॥ আমাদের সেরা প্রস্তুতি নেয়ার চেষ্টা করছি। অবশ্যই আমরা জিততে চাই। ভাল খেলতে চাই। কিন্তু ফেবারিট কথাটা আমরা অবশ্যই আনতে চাই না। টি২০ খেলায় কোন ফেবারিট নেই। যদি ইতিহাস দেখেন টি২০তে পাকিস্তান অনেক ভাল দল আমাদের থেকে। কিন্তু শেষ দুটি ম্যাচ দেখেন। তাহলে দেখবেন আমরা ওদের থেকে ভাল ক্রিকেট খেলতে পারব। * ইডেন গার্ডেন- মাশরাফি ॥ আসলে দুর্ভাগ্যজনক কিংবা সৌভাগ্যের কথা কিছু বলব না। আমি মনে করি আমরা ইডেন গার্ডেনে খেলার ভাল একটি সুযোগ পেয়েছি। আমাদের খেলোয়াড়রা সবাই উত্তেজিত। এখানে প্রায় ৯০ হাজার দর্শক থাকে। কালকের (আজকের) ম্যাচে হয়ত ততটা হবে না। এটা বিশ্বের অন্যতম সেরা একটি ভেন্যু। আমরা চাই ভাল খেলতে ও স্মরণীয় করে রাখতে। * সাকিব-মুশফিক- মাশরাফি ॥ আমি অবশ্যই চাইব সবাই পারফর্ম করুক। টি২০ ক্রিকেট মাত্র ২০ ওভারের খেলা। আপনি চাইলেও এখানে অনেক কিছু পাওয়া সম্ভব না। মিডলঅর্ডারে যারা ব্যাটিং করে তাদের জন্য খুব কঠিন জায়গা। উইকেট পরে গেলে খুব চাপ তৈরি হয়ে যায়। চাপও থাকে আবার রানও করতে হয়। আবার যদি উইকেট না পরে শেষদিকে গিয়েই বড় শট খেলতে হয়। সেট হওয়ার সুযোগটি কম থাকে এ সময়। আমি মনে করি এ ফরম্যাটে মিডলঅর্ডারে ব্যাটিং করা কঠিন। তারপরও তারা তাদের সেরাটা দেয়ার চেষ্টা করছে। ভাল বিষয় যে তামিম ভাল করছে। সাব্বির বড় রান করছে। সৌম্যরও রান পাচ্ছে। আমি বিশ্বাস করি বড় ম্যাচে ও অনেক বড় ইনিংস খেলতে পারবে। ওর সেই সামর্থ্য আছে। টপঅর্ডার যদি ভাল করে তাহলে মিডলঅর্ডার থেকে চাপ কমে যায়। এ রকম হতে থাকলে খুব ভাল। আমি চাই এ কাজটাই তারা করে যাক। * কলকাতার সমর্থন- মাশরাফি ॥ অবশ্যই আমরা আশা করছি আমাদের সাপোর্ট করবে। এটা নির্ভর করবে আলাদা আলাদা প্রত্যেকটা মানুষের ওপরই। তবে একজন বাঙালী হিসেবে আশা করতে পারি, কলকাতার সবাই আমাদের সমর্থন করবে। * সেমিফাইনারে ওঠার সম্ভাবনা- মাশরাফি ॥ সত্যি কথা বলতে কি, আমরা যখন বাছাইপর্ব খেলে এসেছি। ওই কন্ডিশনের হিসেবে আমরা কিন্তু কঠিন গ্রুপেই ছিলাম। কন্ডিশনটা মনে হচ্ছিল অনেকটা আইরিশ কন্ডিশনে এসে খেলছি। এখানে আসার পর দেখলাম আমরা ডেথ গ্রুপে আছি। আর চারটা দলই সেমিফাইনাল কিংবা চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার। কাজটা অনেক কঠিন। এটা পরিষ্কার। আমরা এখানে চিন্তা করছি ম্যাচ বাই ম্যাচ খেলতে। কালকে (আজকে) যদি ভাল হয় পরবর্তীতে অন্য চিন্তা করা যাবে। পরিষ্কারভাবে বলতে চাই এটা অনেক কঠিন গ্রুপ। আমাদের জন্য কাজটা অনেক কঠিন। আমরা আমাদের সেরা দিয়ে চেষ্টা করতে চাই। * রোমাঞ্চিত- মাশরাফি ॥ কয়েকটা মাঠ আছে সবাই খেলতে চায়। যেমন লর্ডস, মেলবোর্ন ও ইডেন গার্ডেন। মিরপুর তো সব সময়ই আমাদের জন্য হোম। ইডেন গার্ডেনে আসলে কখনই খেলা হয়নি। ছোটবেলা থেকেই শুনেছি ইডেন গার্ডেনের কথা। আমি বলব সব খেলোয়াড়ই রোমাঞ্চিত। সবাই চাইবে আমিও ব্যক্তিগতভাবে চাইব এটাকে স্মরণীয় করে রাখতে। যে ফরম্যাটে খেলতে নামছি, যে কোন কিছুই হতে পারে। চেষ্টা করব সেরাটা দেয়ার। ওয়ানডেতে আমরা শেষ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল খেলেছি। সামনে আইসিসির কোন বড় টুর্নামেন্ট এলে আমরা ওখানেও ভাল করতে চাই। দেখা যাক সামনে কি হয়।
×