ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ ভয়ঙ্কর, বলছেন কপিল ও হেইডেন

প্রকাশিত: ০৫:৫২, ১৬ মার্চ ২০১৬

বাংলাদেশ ভয়ঙ্কর, বলছেন কপিল ও হেইডেন

স্পোর্টস রিপোর্টার ॥ প্রথম পর্ব পেরিয়ে বাংলাদেশ এখন টি২০ বিশ্বকাপের ‘ডেথ’ গ্রুপে, যেখানে টাইগারদের প্রতিপক্ষ ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো পরাশক্তিরা। অথচ অবাক নিজ দেশ অস্ট্রেলিয়াকে নিয়ে সংশয় থাকলেও, বাংলাদেশকে সেমিতে দেখছেন দেশটির সাবেক তারকা ম্যাথু হেইডেন! কপিল দেব তো আরও এক ধাপ এগিয়ে, ভারতীয় গ্রেট বলেছেন, বাংলাদেশ ফাইনালে খেললেও অবাক হওয়ার কিছু থাকবে না। আজ পাকিস্তানের সঙ্গে প্রথম ম্যাচটা মাশরাফিদের সাবধানতার সঙ্গে শুরু করতে হবে বলেও মনে করেন তিনি। হেইডেন বলেন, ‘বাংলাদেশ এবারের আসরে সব দলের জন্য হুমকি হয়ে উঠবে। উপমহাদেশের কন্ডিশনে খেলার অভিজ্ঞতা, সঙ্গে সম্প্রতি তারা দারুণ ফর্মে তারা।’ সেমিফাইনালে কোন চার দল খেলতে পারে? এমন প্রশ্নে সাবেক অসি তারকার উত্তর, ‘স্বাগতিক ভারত অবশ্যই ফেবারিট, সম্ভাবনার তালিকায় দক্ষিণ আফ্রিকাও থাকবে এবং অবশ্যই বাংলাদেশ। স্বল্প পরিসরে টাইগাররা এখন সত্যিকারে ভয়ঙ্কর এক দল। নিউজিল্যান্ড-পাকিস্তানকে পেছনে ফেলার সামর্থ্যটা তাদের ভালমতোই রয়েছে।’ দুই বছর আগে এমন কথা শুনলে অনেকে অবিশ্বাসের হাসি হাসতেন। কিন্তু পরিস্থিতি বদলে গেছে। সম্প্রতি ওয়ানডে ও টি২০তে টাইগাররা যে নৈপুণ্য দেখাচ্ছে তাতে কেউই বাংলাদেশেকে হিসাবের বাইরে রাখতে পারবেন না। পাকিস্তান-শ্রীলঙ্কাকে পেছনে ফেলে খেলেছে এশিয়া কাপের ফাইনালে। হেইডেন সেই বাস্তবতটাই তুলে ধরেছেন। অন্যদিকে ভারতের সর্বকালের সেরা বোলার কপিল দেব বলেন, ‘এবারের টি২০ বিশ্বকাপে নামীদামী টেস্ট খেলুড়ে দেশগুলোর কাউকে বাংলাদেশ উড়িয়ে দিলে আমি মোটেই অবাক হব না।’ ভারতীয় সংবাদ মাধ্যমের কাছে এবারের টি২০ বিশ্বকাপ সম্পর্কে নিজের ভাবনার কথা জানান কপিল। তিনি বলেন, ‘বাংলাদেশ ক্রিকেটে দুর্দান্ত উন্নতি করেছে। যে কোন সময় মাঠে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে তারা। ফলে বাংলাদেশের কাছে বিশ্বের নামীদামী টেস্ট খেলিয়ে দেশগুলোর কেউ হেরে গেলে অবাক হওয়ার কিছু নেই।’ এবারের টি২০ বিশ্বকাপে জয়ের মুকুট নেয়ার ক্ষেত্রেও বাংলাদেশের সম্ভাবনাকে উড়িয়ে দিতে রাজি নন কপিল দেব! তিনি আরও বলেন, ‘টি২০-এর মতো ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে প্রতি দলেরই এগিয়ে যাওয়ার সুযোগ আছে।’ ১৯৮৩ সালে ভারত কার্যত শূন্য থেকে উঠে এসে বিশ্বকাপ জিতে গোটা পৃথিবীকে তাক লাগিয়ে দিয়েছিল। সেই দলের অধিনায়ক ছিলেন কপিল। তাই তিনি মনে করেন, প্রত্যেক দলেরই ক্ষমতা আছে এবারের টি২০ বিশ্বকাপের শিরোপা জেতার। তার মতে, টি২০ ফরম্যাটেই ক্রিকেটের ভবিষ্যত। কারণ, সংক্ষিপ্ত এই ফরম্যাটে টানটান উত্তেজনা থাকে শুরু থেকে শেষ পর্যন্ত। ঘরের মাটিতে এবারের টি২০ বিশ্বকাপ নিয়ে কপিলের সার্বিক মূল্যায়ন, ‘পাকিস্তানকে খেলার আগে একটু ভেবে খেলা উচিত। বোলিং লাইনআপ যথেষ্ট ভাল। অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপও ভাল।’ তার মতে, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা সব সময়ই ভাল খেলে এবং ওয়েস্ট ইন্ডিজও মন্দ নয়। তবে শ্রীলঙ্কার বর্তমান হাল দেখে তিনি হতাশ। কপিল আরও বলেন, ‘ভারত বরাবরই ভাল খেলে। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে এই দলটা দারুণভাবে গুছিয়ে উঠেছে। ব্যাটিংয়ে সমস্যা নেই। বোলিংটাও এখন চমৎকার হচ্ছে। তবে খেলাটা যেহেতু টি২০, তাই সাবধান থাকতে হবে।’
×