ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চার ঠেঙের গলদা

প্রকাশিত: ০৫:৫০, ১৬ মার্চ ২০১৬

চার ঠেঙের গলদা

এবার যুক্তরাষ্ট্রে চার ঠেঙওয়ালা বিরল প্রজাতির গলদা চিংড়ির সন্ধান পাওয়া গেছে। দেশটির রেডি সি-ফুড কোম্পানি সম্প্রতি এক কানাডীয় কোম্পানির কাছ থেকে কেনা গলদার মধ্যে এটি খুঁজে পায়। তারপর বিষয়টি মার্কিন গণমাধ্যমে প্রকাশিত হলে দেশটির মৎস্য বিজ্ঞানীরা নড়েচড়ে বসেন। কারণ আগে কখনও চার ঠেঙের গলদা চিংড়ি দেখা যায়নি। এরপর এই চিংড়িটি যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব মেরিন রিসোর্সে গত বৃহস্পতিবার হস্তান্তর করে রেডি সি-ফুড কোম্পানির মালিকপক্ষ। এটি দেখে প্রখ্যাত মার্কিন জীববিজ্ঞানী কার্ট ব্রাউন বলেন, আমি আমার দীর্ঘ পেশাগত জীবনে এ ধরনের চিংড়ির কথা শুনিনি। আমার মনে হয় জীনগত কারণে চিংড়িটির মধ্যে এই পরিবর্তন আসতে পারে। এ নিয়ে আরও গবেষণার প্রয়োজন বলে জানান তিনি। আর যুক্তরাষ্ট্রের মেইন বিশ্ববিদ্যালয় এ চিংড়িটিকে বিরল বলতে নারাজ। বিশ্ববিদ্যালয়টির কর্তৃপক্ষের দাবি, এটি অতিবিরল গলদা প্রজাতির চিংড়ি। আর এটি যেহেতু স্ত্রীজাতীয় চিংড়ি। তাই এটির পুং জাতীয় চিংড়িও থাকতে পারে। ডেইলি মেইল অবলম্বনে।
×