ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মন্ত্রী আসবেন তাই চলছে খোঁড়াখুঁড়ি!

প্রকাশিত: ০৫:৪৮, ১৬ মার্চ ২০১৬

মন্ত্রী আসবেন তাই চলছে খোঁড়াখুঁড়ি!

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ মন্ত্রী আসবেন, তাই চলছে খোঁড়াখুঁড়ির কাজ। কেউ ফিতা নিয়ে মাপজোক আবার কেউ মজুরদের কাজ দেখিয়ে দিতে মহাব্যস্ত হয়ে পড়েছে। কারও সঙ্গে কথা বলারও ফুরসত নেই। স্থানীয়রা ভিড় করে দেখলেও বুঝতে পারছে না হঠাৎ করেই এ কর্ম-ব্যস্ততার কারণ কি? জিজ্ঞাসা করলেও বলতে পারে না, কেন এই খোঁড়াখুঁড়ি। অবশেষে সেখানে দাঁড়িয়ে থাকা স্থানীয় এক প্রবীণ ব্যক্তির কাছ থেকে জানা গেল মন্ত্রী আসবেন, সেজন্য মন্ত্রীকে দেখানোর জন্য ঐতিহাসিক ভিতরগড় মহারাজা দিঘির ঘাটের খনন কাজ করা হচ্ছে। সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীন প্রতœতত্ত্ব বিভাগের তত্ত্বাবধানে এই প্রথম মাটিতে দেবে যাওয়া দিঘির একটি ঘাটের প্রাচীনতম সিঁড়ি আর পাড়ের ইটের গাঁথুনি বের করার কাজ চলছে। এর আগে প্রতœতত্ত্ব বিভাগ কোন সংস্কার কাজই করেনি। মঙ্গলবার বিকেলে সরেজমিন এলাকায় পরিদর্শনে গিয়ে এমনই দৃশ্য দেখা গেছে। প্রতœতত্ত্ব বিভাগের এ কাজের ছবি তুলতে গেলে দায়িত্বে থাকা তানভির নামে এক কর্মকর্তা নিষেধ করেন। তিনি বলেন, এটি সংরক্ষিত এলাকা তাই ছবি তোলা যাবে না। সংবাদ কর্মীর পরিচয় দিতে আরও ক্ষিপ্ত হন এবং তর্কে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে তিনি মারমুখী হয়ে এগিয়ে আসেন। ওই কর্মকর্তার ঔদ্ধত্য আচরণে হতবাক হন স্থানীয় লোকজন। স্থানীয়দের অভিযোগ, এ কর্মকর্তা ঐতিহাসিক ভিতরগড় দুর্গ দেখভালের দায়িত্বে রয়েছেন। কালেভদ্রে এলাকায় তাকে দেখা গেলেও ভিতরগড় দুর্গ ও মহারাজা দিঘি রক্ষায় তার কোন উদ্যোগ দীর্ঘদিনেও চোখে পড়েনি। অযতেœ, অবহেলায় আর ভূমিদস্যুরা ভিতরগড়ের পাড় ভেঙ্গে বাড়িঘর নির্মাণ, চা-বাগানসহ পাড়ের মাটি কেটে নিয়ে গেলেও তিনি কোন ব্যবস্থা না নিয়ে উল্টো ভূমিদস্যুরা তার সঙ্গে যোগসাজশ করে ভিতরগড় দুর্গের জমি বেদখল করে নিচ্ছে। সম্প্রতি একটি জাতীয় দৈনিকে বেদখল হয়ে যাচ্ছে ভিতরগড় দুর্গ এমনই প্রতিবেদন প্রকাশিত হলে ওই কর্মকর্তা সংবাদকর্মীদের ওপর ক্ষিপ্ত হন। অথচ বেসরকারী পর্যায়ে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের প্রফেসর প্রতœতত্ত্ববিদ ড. শাহনাজ হোসেন জাহানের নেতৃত্বে ওই ইউনিভার্সিটির একদল শিক্ষার্থী বিগত ৮ বছর ধরে ভিতরগড় দুর্গের মাটি খনন করে প্রাচীনতম মন্দির, রাজবাড়ি ও কাচারীবাড়ির ধ্বংসাবশেষ আবিষ্কার করেন। প্রফেসর হোসনে জাহান বেদখল হওয়া ঐতিহাসিক এ নিদর্শনটি রক্ষায় সামাজিক আন্দোলনসহ নানামুখী কার্যক্রম চালিয়ে আসছেন। আগামী ১৯ মার্চকে ভিতরগড় দিবস হিসেবে পালনেরও সিদ্ধান্ত নেন। এরই প্রেক্ষিতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ১৯ মার্চ ভিতরগড় দুর্গ পরিদর্শনে আসছেন। একইসঙ্গে মন্ত্রী সেখানে আয়োজিত মেলা ও ভিতরগড় দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে জানা গেছে।
×