ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মমতার পদত্যাগ দাবি

পুলিশ অফিসার ও তৃণমূল নেতাদের ঘুষ নেয়ার ভিডিওতে তোলপাড়

প্রকাশিত: ০৫:৩৯, ১৬ মার্চ ২০১৬

পুলিশ অফিসার ও তৃণমূল নেতাদের ঘুষ নেয়ার ভিডিওতে তোলপাড়

জনকণ্ঠ ডেস্ক ॥ গোপন ক্যামেরা দিয়ে তোলা পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের অন্তত ১২ জন শীর্ষ নেতা- নেত্রী ও একজন সিনিয়র পুলিশ অফিসারের ঘুষ নেয়ার কথিত ভিডিও প্রকাশ পাওয়ার পরে তা নিয়ে ভারতের রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে। খবর বিবিসি অনলাইনের। বিধানসভা নির্বাচনের আগে এই ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর পদত্যাগ, কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তদন্ত অথবা পার্লামেন্টের তদন্তের দাবি তুলেছে বাম, কংগ্রেস আর বি জে পি। এ নিয়ে মঙ্গলবার ভারতের পার্লামেন্টেও তুমুল বিবাদ হয়েছে। নারদনিউজ নামের একটি সংবাদ পোর্টাল দাবি করেছে যে তারা প্রায় দু’বছর ধরে তৃণমূল কংগ্রেসের কয়েকজন শীর্ষ নেতা নেত্রীর ঘুষ নেয়ার ছবি তুলেছে। এই স্টিং অপারেশনে যেসব নেতা নেত্রীদের ছবি দেখা গেছে, তারা কেউ তৃণমূল কংগ্রেসের অন্যতম শীর্ষ নেতা, কেউ প্রাক্তন কেন্দ্র্রীয় বা রাজ্যের মন্ত্রী, কেউ সংসদ সদস্য অথবা কেউ বিধায়ক। একজন সিনিয়র পুলিশ অফিসারকেও ঘুষ নিতে দেখা গেছে ছবিতে। ওই সংবাদ পোর্টালের প্রতিনিধি নেতা-নেত্রীদের কাছে সুবিধা আদায় করে নেয়ার বদলে ঘুষ দিচ্ছেন- এমন ছবিই দেখা গেছে। পোর্টালটির দাবি, তাদের কাছে ৫২ ঘণ্টার ভিডিও ফুটেজ রেকর্ড করা আছে। কিন্তু তারা প্রকাশ করেছে মাত্রই আধঘণ্টার কিছু বেশি ফুটেজ। তৃণমূল কংগ্রেস দল অবশ্য বলছে, বিধানসভা নির্বাচনের ঠিক আগে রাজনৈতিক চক্রান্ত করতে এই ভিডিও প্রকাশ করা হয়েছে। গোটা ভিডিওটিকে তারা বানোয়াট বা ব্যাপক কাটাছেঁড়া করা বলে মন্তব্য করে আইনী ব্যবস্থা নেয়ার কথা ঘোষণা করেছে। এই স্টিং অপারেশনের ভিডিও প্রকাশিত হওয়ার পরেই প্রতিবাদে নেমেছে বামফ্রন্ট, কংগ্রেস ও বিজেপি। মঙ্গলবার পার্লামেন্টে সিপিআই এমের সংসদ সদস্য মুহম্মদ সেলিম বলেছেন, তৃণমূল কংগ্রেসের যেসব সংসদ সদস্যকে ঘুষ নিতে দেখা গেছে, তাদের সঙ্গেই এই সংসদে বসে থাকতে লজ্জা হচ্ছে। কেন্দ্রীয় মন্ত্রী ভেঙ্কাইয়া নাইডু এই প্রসঙ্গে সংসদে জানিয়েছেন কেন্দ্র সরকার চায় এই ঘটনার তদন্ত হোক। সেটা কোন কেন্দ্রীয় তদন্ত এজেন্সিকে দিয়েও করানো যেতে পারে, অথবা সংসদের স্পীকার এথিকস কমিটির মাধ্যমেও তদন্ত করাতে পারেন। কলকাতায় বিজেপি এই ঘটনার পর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর পদত্যাগ আর সিবিআই তদন্তের দাবিতে পথ অবরোধ করে। পুলিশকে সেই অবরোধ তুলতে হাল্কা লাঠি চার্জও করতে হয়েছে। প্রায় দেড় দশক আগে এরকমই একটি স্টিং অপারেশনের মাধ্যমে গোপন ক্যামেরায় বিজেপির তৎকালীন সভাপতি বঙ্গারু লক্ষ্মণকে ঘুষ নিতে দেখা গিয়েছিল।
×