ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

তৃতীয় ধাপে ৬৮৫টি ইউপিতে ভোট ২৩ এপ্রিল

প্রকাশিত: ০৫:৩৮, ১৬ মার্চ ২০১৬

তৃতীয় ধাপে ৬৮৫টি ইউপিতে ভোট ২৩ এপ্রিল

স্টাফ রিপোর্টার ॥ তৃতীয় ধাপে ৬৮৫টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ করা হবে আগামী ২৩ এপ্রিল শনিবার। এসব ইউপিতে প্রার্থীদের ২৭ মার্চ রবিবারের মধ্যে স্ব স্ব রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করতে হবে। ২৯ ও ৩০ মার্চ মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে। ৩১ মার্চ থেকে ২ এপ্রিল প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আপীল করা যাবে। ৩ থেকে ৫ এপ্রিল আপীল নিষ্পত্তি হবে। এ নির্বাচনের জন্য মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ধরা হয়েছে ৬ এপ্রিল বুধবার। মঙ্গলবার কমিশনের এক বিজ্ঞপ্তিতে তৃতীয় ধাপের নির্বাচনের বিস্তারিত সময়সূচী জানানো হয়েছে। এদিকে গত সোমবার থেকে দ্বিতীয় ধাপের প্রার্থীরা নির্বাচনী প্রচারের নেমেছেন। ১৩ মার্চ ছিল এ ধাপের প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। ইসির হিসাব অনুযায়ী দ্বিতীয় ধাপে প্রার্থিতা প্রত্যাহার শেষে চেয়ারম্যান পদে ২ হাজার ৬৮৪ জন প্রার্থী নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। এর মধ্যে রাজনৈতিক দলের প্রার্থী রয়েছে ১ হাজার ৫০৭ জন। স্বতন্ত্র প্রার্থীর সংখ্যা ১ হাজার ১৭৭ জন। দ্বিতীয় ধাপে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রার্থী রয়েছেন ৬৪২ জন। বিএনপির প্রার্থী ৫৬৪, জাতীয় পার্টির প্রার্থীর সংখ্যা রয়েছে ১৫৬ জন। এ ধাপে চেয়ারম্যান পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্র্বাচিত হয়েছেন ৩১ প্রার্থী। এদের সবাই আওয়ামী লীগ দলীয়। দ্বিতীয় ধাপে শেষ পর্যন্ত ৬৪৩ ইউপি নির্বাচন হচ্ছে বলে জানানো হয়েছে কমিশনের পক্ষ থেকে। এর আগে ফেনীর পরশুরামের তিন ইউপির নির্বাচন আগে স্থগিত করা হয়েছে। ইউনিয়ন পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট হবে আগামী ৩১ মার্চ। ৬৪৩ ইউপির মধ্যে বিএনপির প্রার্থী নেই ৭৯ ইউনিয়ন পরিষদে। এছাড়া দ্বিতীয় ধাপে জাসদের ২৪ জন, বিকল্প ধারা বাংলাদেশের ১ জন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ৬ জন, ইসলামী আন্দোলন বাংলাদেশের ৯২ জন, জেপির ৫ জন, এনপিপির ২ জন, ইসলামী ফ্রন্ট বাংলাদেশের ২ জন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ৫ জন, জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের ১ জন, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের ১ জন, ফেলাফত মজলিসের ১ জন, বাসদের ১ জন, বাংলাদেশ সাম্যবাদী দলের ১ জন ও জাকের পার্টির ৩ প্রার্থীও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইসি জানিয়েছে দ্বিতীয় ধাপের গোপালগঞ্জের কোটালীপাড়ার হিরণ ইউপিতে আওয়ামী লীগের কোন প্রার্থী নেই। তিনজন স্বতন্ত্র প্রার্থী এ ইউপিতে চেয়ারম্যান পদে নির্বাচন করছেন। এর আগে গত ১১ ফেব্রুয়ারি প্রথম এবং ১৮ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপের তফসিল ঘোষণা করে ইসি। এ দুই ধাপে মোট ৯৩ জন বিনা ভোটে চেয়ারম্যান হওয়ার পথে আছেন। এর মধ্যে প্রথম ধাপে ৬২ জন আর দ্বিতীয় ধাপে আছেন ৩১ জন। প্রথম ধাপে বিএনপির প্রার্থী নেই ১১৯টি ইউপিতে, দ্বিতীয় ধাপে ৭৯ ইউপিতে প্রার্থী নেই দলটির। প্রথম ধাপে ৭৫২টি ইউপিতে নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করা হয়। তবে বিভিন্ন কারণে ২০ ইউপির নির্বাচনের তালিকা থেকে বাদ দেয়া হয়েছে। ফলে প্রথম দফায় ২২ মার্চ ভোট হবে ৭৩২ ইউপিতে। এদিকে দ্বিতীয় ধাপে ৬৮৪টি ইউপির তফসিল ঘোষণা করা হলেও শেষ পর্যন্ত ৬৪৩ ইউপতে ভোট গ্রহণ করা হচ্ছে।
×