ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অন্যত্র হত ৬

হবিগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে তিন আনসার সদস্য নিহত

প্রকাশিত: ০৫:৩৭, ১৬ মার্চ ২০১৬

হবিগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে তিন আনসার সদস্য নিহত

জনকণ্ঠ ডেস্ক ॥ হবিগঞ্জ, গাজীপুর, ফরিদপুর ও মৌলভীবাজারে মঙ্গলবার পৃথক সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহত এবং ৪০ জন আহত হয়েছে। হবিগঞ্জে আনসারবাহী একটি বাসের সঙ্গে চলন্ত ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ আনসার নিহত এবং ২৫ জন আহত হয়েছে। গাজীপুরে পৃথক দুর্ঘটনায় ৩ জন নিহত এবং ১৪ জন আহত হয়েছে। এছাড়া ফরিদপুরের ভাঙ্গায় ও মৌলভীবাজারের কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী নিহত এবং একজন আহত হয়েছে। খবর নিজস্ব সংবাদদাতার। জানা গেছে, মঙ্গলবার সকালে হবিগঞ্জ জেলার সদর উপজেলাধীন ঢাকা-সিলেট মহাসড়কের সুরাবৈ নামক স্থানে আনসার ব্যাটেলিয়ন সদস্য বহনকারী একটি বাসের সঙ্গে চলন্ত ট্রাকের মুখোমুখি সংঘর্ষে উক্ত ব্যাটেলিয়নের ৩ সদস্য নিহত এবং কমপক্ষে ২৫ জন আহত হয়। গুরুতর আহতদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পার্শ্ববর্তী জেলা ব্রাহ্মণবাড়িয়া থেকে একটি রিজার্ভ বাসে আনসার সদস্যরা মৌলভীবাজারের শ্রীমঙ্গল যাচ্ছিলেন। পথিমধ্যে সকাল সোয়া ১০টার দিকে হবিগঞ্জের উপরোক্ত স্থানে এসে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে বাসটির সম্মুখ ও মধ্য ভাগ দুমড়ে মুচড়ে যায়। সঙ্গে সঙ্গে আনসার সদস্য জিয়াউল হক (৩০), সজিব মিয়া (২৮) ও বাবুল মিয়া (২৫) নিহত হন। নিহতদের পদবী, বাড়ি ও পিতা-মাতার পরিচয় এ রিপোর্ট লেখা পর্যন্ত নিশ্চিত করতে পারেনি পুলিশ বা হবিগঞ্জ আনসার অফিস। চিকিৎসকগণ জানিয়েছেন, মৃতের সংখ্যা বাড়তে পারে। গাজীপুর ॥ পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও অন্তত ১৪ জন আহত হয়েছে। নিহত দু’জনের পরিচয় পাওয়া যায়নি। মাওনা হাইওয়ে পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মেম্বারবাড়ি এলাকায় ময়মনসিংহগামী একটি বাস অন্য একটি লেগুনাকে ধাক্কা দিলে লেগুনাটি ছিটকে খাদে পড়ে এক পথচারীকে (৩৫) চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের পরিচয় পাওয়া যায়নি। কোনাবাড়ি থেকে অতিরিক্ত যাত্রী বোঝাই করে মঙ্গলবার সকালে একটি লেগুনা টাঙ্গাইলের হাঁটুভাঙ্গা যাচ্ছিল। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর রেলওয়ে ব্রিজের পাশে গোয়ালবাথান এলাকায় অপর একটি গাড়িকে পাশ কাটাতে গিয়ে লেগুনার চালক নিয়ন্ত্রণ হারায়। এ সময় লেগুনাটি প্রায় বিশ ফুট নিচে সড়কের পাশের জমিতে পড়ে যায়। এতে ওই লেগুনার অন্তত ১৫ যাত্রী আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মানিয়া রহমানকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহতদের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও টাঙ্গাইল কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের নাম মানিয়া রহমান (৩৫)। সে টাঙ্গাইলের নাগরপুর থানার শাহাজানী গ্রামের দুখী মিয়ার ছেলে। এছাড়া একইদিন ভোর রাতে একই মহাসড়কের কালিয়াকৈরের সূত্রাপুর এলাকায় গাড়ির চাকায় পিষ্ট হয়ে পথচারী মানসিক প্রতিবন্ধী একব্যক্তি নিহত হয়েছে। তার নাম পরিচয় পাওয়া যায়নি। ফরিদপুর ॥ জেলার ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন দুই মোটরসাইকেল আরোহী। মঙ্গলবার দুপুর আড়াইচার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার চুমুরদী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই মোটরসাইকেল আরোহী নয়ন (২৫) ও সাগর (২৫) মাদারীপুর জেলার কালকিনি উপজেলার বাসিন্দা। তারা দুজনই ঢাকার চকবাজার এলাকার একটি দোকানের কর্মচারী। ঢাকা থেকে বাড়ি যাওয়ার পথে তারা এ দুর্ঘটনার শিকার হন। ভাঙ্গা হাইওয়ে পুলিশ জানায়, কাওরাকান্দী ঘাট থেকে বরিশালগামী বিএমএফ পরিবহনের একটি বাস পিছন থেকে মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই তারা নিহত হন। মৌলভীবাজার ॥ জেলার কুলাউড়া উপজেলার রাউৎগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় আরিফ হোসেন (২৩) নামে এক যুবক নিহত ও অপর এক জন আহত হয়েছে। ঘটনাটি ঘটে মঙ্গলবার সকালে। একটি গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগলে ঘটনাস্থলেই আরিফ হোসেন নিহত হন। নিহত আরিফ পৃথিমপাশা ইউনিয়নের সুলতানপুর গ্রামের কামাল হোসেনের ছেলে। এ সময় বাবুল মিয়া (২২) নামে একব্যক্তি আহত হয়েছেন। তিনি মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন।
×