ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দায়িত্ববোধের সঙ্গে রোগীদের সেবা প্রদানের আহ্বান

প্রকাশিত: ০৪:২৭, ১৬ মার্চ ২০১৬

দায়িত্ববোধের সঙ্গে রোগীদের সেবা প্রদানের আহ্বান

স্টাফ রিপোর্টার ॥ স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার স্বাস্থ্যখাতসহ প্রতিটি খাতের উন্নয়নে দূরদর্শিতার সঙ্গে কর্মসূচী বাস্তবায়ন করছে। কর্মসূচীগুলোর সফল বাস্তবায়নের লক্ষ্যে সরকার ও নেতৃত্বের ধারাবাহিকতা প্রয়োজন। বৃহস্পতিবার ঢাকায় ‘প্রথম আলো’ কার্যালয়ে ‘বাংলাদেশে মা ও নবজাতকের স্বাস্থ্যসেবায় পেশাদার মিডওয়াইফ’ বিষয়ক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। জাতিসংঘ জনসংখ্যা তহবিলের সহযোগিতায় ‘প্রথম আলো’ এই বৈঠকের আয়োজন করে। বৈঠকে অন্যান্যের মধ্যে সংসদ সদস্য ডা. হাবিব-এ মিল্লাত, পরিবার পরিকল্পনা অধিদফতরের মহাপরিচালক মোহাম্মদ ওয়াহিদ হোসেন, নার্সিং সার্ভিসেসের পরিচালক নিলুফার ফরহাদ, অভিনয় শিল্পী মনিরা ইউসুফ মেমি বক্তব্য রাখেন। স্বাস্থ্যমন্ত্রী নার্স ও মিডওয়াইফদের মানবিক দায়িত্ববোধের সঙ্গে রোগীদের সেবা প্রদানের আহ্বান জানিয়ে বলেন, নার্সিংয়ের মতো মহান পেশায় নিয়োজিতরা রোগীর সেবাকে শুধু কাজ হিসেবে বিবেচনা করলে হবে না। মানুষের আস্থা অর্জনে তাদের সচেষ্ট থাকতে হবে। রোগীদের সঙ্গে ভাল আচরণ করে সহানুভূতিশীলতার সঙ্গে সেবা দিলে রোগ অর্ধেক সেরে যায়। গ্রামীণফোনের দুই কোটি ৩২ লাখ গ্রাহকের সিম পুনর্নিবন্ধন গ্রামীণফোনের গ্রাহকদের মধ্যে ২ কোটি ৩২ লাখ বায়োমেট্রিক ভেরিফিকেশন পদ্ধতিতে তাদের পুনরায় নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করেছেন। এরা প্রতিষ্ঠানটির মোট গ্রাহকের ৪১ ভাগ। এ বছরের জানুয়ারি মাসে সরকার মোবাইল গ্রাহকদের বায়োমেট্রিক পদ্ধতিতে পুনরায় নিবন্ধন করার উদ্যোগ নেয়। এই প্রক্রিয়ায় গ্রাহকের জাতীয় পরিচয়পত্র এবং আঙ্গুলের ছাপ নির্বাচন কমিশনের ডাটাবেজে রক্ষিত তথ্যের সঙ্গে মিলিয়ে দেখা হয়। গ্রামীণফোনে চীফ কর্পোরেট এ্যাফেয়ার্স অফিসার মাহমুদ হোসেন বলেন, ‘নিজে থেকেই পুনরায় নিবন্ধনের জন্য এগিয়ে আসায় আমি সম্মানিত গ্রাহকদের ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। চ্যানেল পার্টনারগণও এই বিরাট উদ্যোগ বাস্তবায়নে খুবই ভালভাবে সহায়তা করছেন।’ –বিজ্ঞপ্তি
×