ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধুর জন্মদিন কাল, দিনব্যাপী বিশেষ কর্মসূচী

প্রকাশিত: ০৪:২৬, ১৬ মার্চ ২০১৬

বঙ্গবন্ধুর জন্মদিন কাল, দিনব্যাপী বিশেষ কর্মসূচী

স্টাফ রিপোর্টার ॥ সারাদেশে আগামীকাল বৃহস্পতিবার দিনব্যাপী বিশেষ কর্মসূচী হাতে নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। জাতির জনক বন্ধবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু-কিশোর দিবস উপলক্ষে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ওইদিন সারাদেশের সকল সরকারী হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রে বিশেষ সেবা কর্মসূচী পালন করা হবে। সব হাসপাতালে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিশেষজ্ঞ চিকিৎসকরা বহির্বিভাগে বিনামূল্যে রোগী দেখবেন। স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, ওইদিন সকাল ৮টায় ধানম-ির বঙ্গবন্ধু ভবনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিমের নেতৃত্বে স্বাস্থ্য মন্ত্রণালয় ও এর অধীনস্থ বিভিন্ন অধিদফতরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করবেন। বিএসএমএমইউর ব্যাপক কর্মসূচীর ॥ ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসাসেবাসহ বিস্তারিত কর্মসূচী গ্রহণ করা হয়েছে। কর্মসূচীর মধ্যে রয়েছে- সকাল সাড়ে ৭টায় বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খানের নেতৃত্বে ধানম-ি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ (ক্যাম্পাস হতে ৩২ নম্বরের উদ্দেশ্যে যাত্রা সকাল ৭টায়), ৮টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতির জনক বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, ৮টা ৪৫ মিনিটে ক্যাম্পাসের বটতলায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর উদ্বোধন, ৯টায় বিশ্ববিদ্যালয় হাসপাতালের বহির্বিভাগে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসাসেবার (পরামর্শসেবা) উদ্বোধন (চিকিৎসাসেবা চলবে দুপুর ২টা পর্যন্ত), ৯টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের বটতলায় বঙ্গবন্ধুর কর্মজীবনের ওপর প্রামাণ্য চিত্র প্রদর্শনী, দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীদের শিশু সন্তানদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, দুপুর ১টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বাদ জোহর দোয়া মাহফিল এবং দুপুর ২টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের শহীদ ডাঃ মিলন হলে শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীদের শিশু সন্তানদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় উত্তীর্ণদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ঢাকা দক্ষিণের তিনটি হাসপাতালে ডিজিটাল হাজিরা উদ্বোধন ঢাকা দক্ষিণের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন মঙ্গলবার নগর ভবনে সুইচ টিপে কর্পোরেশনের অধীনস্থ ৩টি হাসপাতাল/সেবা কেন্দ্রের ডিজিটাল এ্যাটেন্ডডেন্স কার্যক্রমের উদ্বোধন করেন। তিনি বলেন, এর ফলে হাসপাতালে আগত রোগীদের স্বাস্থ্যসেবা নিশ্চিতের পাশাপাশি হাসপাতালগুলোতে কর্মরত ডাক্তার/নার্সসহ সংশ্লিষ্টদের নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিতি নিশ্চিত হবে। -বিজ্ঞপ্তি
×