ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

গ্লোবাল টিচার প্রাইজ পেলেন ফিলিস্তিনী শিক্ষিকা

প্রকাশিত: ০৪:২৪, ১৬ মার্চ ২০১৬

গ্লোবাল টিচার প্রাইজ পেলেন ফিলিস্তিনী শিক্ষিকা

ফিলিস্তিনের এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা তার পেশায় অসামান্য অবদানের জন্য ১০ লাখ ডলার পুরস্কার পেয়েছেন। পশ্চিম তীরের বেথলেহেমের ওই শিক্ষিকা হানান আল হারুবকে রবিবার দুবাইতে এক অনুষ্ঠানে ‘গ্লোবাল টিচার প্রাইজ’ প্রদান করা হয়। পোপ ফ্রান্সিস ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই পুরস্কার ঘোষণা করেন । খবর সিএনএনের। পুরস্কার গ্রহণের পর হারুব আরবীতে বলেন, একজন ফিলিস্তিনী নারী শিক্ষক হিসেবে এই মঞ্চে দাঁড়িয়ে আমি গর্বিত। বিশ্বের সব শিক্ষক এবং বিশেষ করে ফিলিস্তিনী শিক্ষকদের পক্ষে আমি এই পুরস্কার গ্রহণ করছি। তিনি বলেন, নিজের চিন্তার প্রতি বিশ্বাস রাখুন, সেগুলো নিয়ে কাজ করুন, পুরো বিশ্বকে চ্যালেঞ্জ জানান, নিজের চিন্তা দিয়ে জনগণকে প্রভাবিত করুন, যাতে আপনি তাদের বিকশিত করতে পারেন এবং এর মাধ্যমেই আপনি এখানে নিজেকে খুঁজে পাবেন। হারুব বেথলেহেম শরণার্থী শিবিরে বড় হয়েছেন এবং সহিংসতা সেখানে নৈমিত্তিক ঘটনা। স্কুল থেকে বাড়ি ফেরার পথে তার সন্তান ও স্বামীকে গুলি করার পর হারুব শিক্ষকতা পেশায় আসেন। তিনি এক ভিডিওতে বলেছেন, এই ঘটনায় আমার সন্তানদের আচরণ, ব্যক্তিত্ব ও পড়াশোনায় ব্যাপক পরিবর্তন হয়। আমন্ত্রিত ৫০০০ ভারতের উত্তরপ্রদেশের কৌষম্বির এক প্রত্যন্ত গ্রামে হিন্দু রীতিতে বিয়ে হলো শগুন ও শগুনিয়া নামে দুটি কুকুরের। আর বিয়েতে পুরো গ্রামের পাঁচ হাজার লোককে দাওয়াত করে ভূরিভোজ করানো হয়। খাবারের মেনুতে ছিল লুচি, কাশ্মীরী আলুরদম, পনির, পোলাও, মাংস, চাটনি, মিষ্টি। এমনকি কন্যার (শওনিয়া) বিদায় বেলায় কান্নায় ভেঙে পড়েন মালিক জং বাহাদুর। -জি নিউজ টি-রেক্স পরিবারের নতুন প্রজাতি উজবেকিস্তানে টাইরানোসর বা টি-রেক্স পরিবারের এক নতুন প্রজাতির দেহাবশেষের সন্ধান পাওয়া গেছে। এর মাধ্যমে বোঝা যাবে পৃথিবীতে ঘুরে বেড়ানো ডাইনোসরের মধ্যে কেন এরা সবচেয়ে ভয়ঙ্কর ছিল। টিমুরলেঙ্গিয়া নামে পরিচিত ৯ কোটি বছর আগের এই প্রজাতির আকৃতি ছিল ঘোড়ার সমান। এক গবেষণায় দেখা গেছে, টাইরানোসরের প্রাধান্য বিস্তারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ছিল এর কান ও উন্নত মস্তিষ্ক। ফলে টাইরানোসররা বৃহদাকৃতি হবার আগে অধিক বুদ্ধিমান ছিল বলে প্রতীয়মান হয়। -বিবিসি
×