ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কানহাইয়াসহ পাঁচ শিক্ষার্থীকে ভার্সিটি থেকে বহিষ্কারের সুপারিশ

প্রকাশিত: ০৪:২৪, ১৬ মার্চ ২০১৬

কানহাইয়াসহ পাঁচ শিক্ষার্থীকে ভার্সিটি থেকে বহিষ্কারের সুপারিশ

ভারতে গত মাসে এক অনুষ্ঠানে কথিত রাষ্ট্রবিরোধী সেøাগান দেয়ার ঘটনায় ‘বিতর্কিত’ ভূমিকার জন্য কানহাইয়া কুমার, উমর খালিদ, অনির্বাণ ভট্টাচার্য ও আরও দুই শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ করেছে দিল্লীর জওয়াহেরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) তদন্ত কমিটি। এছাড়া বিশ্ববিদ্যালয়ের আদর্শ ও নিয়ম ভঙ্গের অভিযোগে কানহাইয়া ও উমরসহ ২১ শিক্ষার্থীর বিরুদ্ধে কারণ দর্শাও নোটিস পাঠিয়েছে জেএনইউ কর্তৃপক্ষ। খবর এনডিটিভির। সুপারিশগুলো পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনার পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম জগদেশ কুমার ও প্রক্টর এ দিমরি এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের গঠিত পাঁচ সদস্যের এক তদন্ত কমিটির একটি প্রতিবেদন নিয়ে সোমবার উপাচার্যের নেতৃত্বে আলোচনায় বসেছিলেন বিশ্ববিদ্যালয়ের শীর্ষ কর্মকর্তা ও শিক্ষকরা। প্রতিবেদনে তাদের বিশ্ববিদ্যালয়ের আইন ও শৃঙ্খলা ভঙ্গ করায় দোষী সাব্যস্ত করা হয়। ভারতীয় পার্লামেন্টে হামলার জন্য অভিযুক্ত কাশ্মীরের স্বাধীনতাকামী রাজনীতিবিদ আফজাল গুরুর ফাঁসির তিন বছর পূর্তিতে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে জেএনইউর ছাত্রনেতা কানহাইয়া, উমর ও অনির্বাণের বিরুদ্ধে ভারতবিরোধী সেøাগান দেয়ার অভিযোগ ওঠে। সেই সঙ্গে ঘটনাটি নিয়ে তদন্ত করে জেএনইউয়ের এই তদন্ত কমিটি।
×