ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অভিবাসীরা বিষধর সাপ, ফের বিষোদগার ট্রাম্পের

প্রকাশিত: ০৪:২৪, ১৬ মার্চ ২০১৬

অভিবাসীরা বিষধর সাপ, ফের বিষোদগার ট্রাম্পের

‘অভিবাসীরা হচ্ছে বিষধর সাপ। তাদের প্রতি যারা দয়া প্রদর্শন করছে তারা তাদের দংশন করে থাকে’ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান মনোনয়ন প্রত্যাশী অভিবাসীদের প্রতি ফের তার ক্ষোভ উগরে দিয়েছেন। তিনি বলেছেন, মেক্সিকো ও সিরিয়া থেকে আসা শরণার্থীর যুক্তরাষ্ট্র প্রবেশ বন্ধ করতে সম্ভব সব কিছুই করবেন। মঙ্গলবার দ্বিতীয় সুপার টুয়েসডেকে সামনে রেখে নির্বাচনী প্রচারাভিযানকালে তিনি নতুন করে অভিবাসীবিরোধী মন্তব্য করেন। তিনি বলেন, ‘কাদের আমরা ঢুকতে দিচ্ছি সেটি আমাদের আগে নিশ্চিত হতে হবে।’ মঙ্গলবার ইলিনয়, ফ্লোরিডা, নর্থ ক্যারোলাইনা, মিসৌরি ও ওহাইতে প্রাইমারি হচ্ছে। এই প্রাইমারিগুলোতে বড় ধরনের জয় পাবেন বলে ট্রাম্প আশা করছেন। এর মধ্যে ফ্লোরিডা ও ওহাইতে উইনার টেকস অল বা বিজয়ী প্রার্থীর পক্ষে সব ডেলিগেট আছেন ভিত্তিতে প্রাইমারি হবে। সোমবার ওহাইওর ইয়ংসটাউন এয়ারপোর্টের ব্যক্তিগত বিমানছাউনিতে প্রায় ১৫শ’ লোকের উদ্দেশে দেয়া বক্তৃতায় ট্রাম্প ১৯৬৮ সালের সঙ্গীত শিল্পী আল উইলসনের একটি গানের কিছু অংশ উদ্ধৃত করেন। গানের মধ্যে সাপের একটি কাহিনী রয়েছে। এক নারী রাস্তা থেকে একটি অসুস্থ সাপ কুড়িয়ে পেলেন। সাপটিকে তিনি নিজের ঘরে এনে সেবাযতœ করে সারিয়ে তুললেন। সাপটি ভাল হয়ে গিয়ে তার উপকারী বন্ধুকেই দংশন করে বসল। -ইন্ডিপেন্ডেন্ট অনলাইনের মন্ত্রী হচ্ছেন সাবেক প্রেসিডেন্ট লুলা ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা ডি সিলভা বর্তমান প্রেসিডেন্ট দিলমা রুসেফ সরকারের একটি গুরুত্বপূর্ণ মন্ত্রীর পদ গ্রহণ করতে যাচ্ছেন বলে গণমধ্যমে খবর বেরিয়েছে। খবর বিবিসির। ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির সদস্যরা বলছেন, লুলাকে মন্ত্রী পদে বসালে চাপের মধ্যে থাকা রুসেফের প্রশাসন শক্তিশালী হবে। অপরদিকে মন্ত্রী হলে লুলাও কিছু আইনী সুরক্ষা পাবেন।
×