ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাত মাসে বেড়েছে বিদেশী বিনিয়োগ

প্রকাশিত: ০৪:২০, ১৬ মার্চ ২০১৬

সাত মাসে বেড়েছে বিদেশী বিনিয়োগ

অর্থনৈতিক রিপোর্টার ॥ চলতি বছরের প্রথম সাত মাসে বিদেশী বিনিয়োগের পালে হাওয়া লেগেছে। এ সময়ে (জুলাই-জানুয়ারি) ১২২ কোটি ৫০ লাখ (১ দশমিক ২২ বিলিয়ন) ডলারের নিট ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট (এফডিআই) এসেছে। এই অঙ্ক গত অর্থবছরের একই সময়ের তুলনায় ৩০ দশমিক ৬ শতাংশ বেশি। বিশ্ব মন্দার মধ্যেও অর্থনীতি ‘ভিত’ মজবুত থাকায় বাংলাদেশ বিদেশী বিনিয়োগকারীদের নজর কেড়েছে বলে দাবি করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ এফডিআই বাড়ায় অবদান রাখছে বলে মনে করছেন তিনি। অর্থমন্ত্রী গণমাধ্যমকে বলেন, এফডিআই বাড়ার মানে এই যে দেশে বিনিয়োগের আবহ তৈরি হয়েছে। বিদেশী বিনিয়োগকারীদের কাছে ক্রমেই আকর্ষণীয় হয়ে উঠছে বাংলাদেশ। তিনি বলেন, গত কয়েক বছর ধরে আমরা ৬ শতাংশের বেশি হারে জিডিপি প্রবৃদ্ধি অর্জন করছি। পৃথিবীর অনেক বড় দেশই যেটা করতে পারেনি। এবার আমাদের প্রবৃদ্ধি ৭ শতাংশ ছাড়িয়ে যাবে। এসব কিছুই বিশ্ব অঙ্গনে আমাদের ভাবমূর্তি বাড়িয়েছে, যার ইতিবাচক প্রভাব বিদেশী বিনিয়োগে। বাংলাদেশ ব্যাংক রবিবার লেনদেন ভারসাম্যের হালনাগাদ যে তথ্য প্রকাশ করেছে তাতে দেখা যায়, চলতি ২০১৫-১৬ অর্থবছরের জুলাই-জানুয়ারি সময়ে বাংলাদেশে ১২২ কোটি ৫০ লাখ ডলারের নিট এফডিআই এসেছে। গত অর্থবছরের একই সময়ে নিট এফডিআইয়ের পরিমাণ ছিল ৯৩ কোটি ৮০ লাখ ডলার। গত ২০১৪-১৫ অর্থবছরের পুরো সময়ে, অর্থাৎ জুলাই-জুন সময়ে ১৭০ কোটি ডলারের নিট বিদেশি বিনিয়োগ এসেছিল। তার আগের অর্থবছর (২০১৩-১৪) এসেছিল ১৪৩ কোটি ২০ লাখ ডলার। বিভিন্ন খাতে মোট যে বিদেশী বিনিয়োগ আসে তা থেকে আগে আসা বিনিয়োগের মুনাফা চলে যাওয়ার পর যেটা অবশিষ্ট থাকে সেটাই নিট এফডিআই। তবে এফডিআই বাড়লেও পুঁজিবাজারে বিদেশী বিনিয়োগ কমে প্রায় শূন্যের কোটায় নেমে এসেছে। চলতি অর্থবছরের জুলাই-জানুয়ারি সময়ে বাংলাদেশের পুঁজিবাজারে মাত্র ৮০ লাখ ডলারের বিদেশী বিনিয়োগ এসেছে। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৪০ গুণ বেশি, ৩১ কোটি ৬০ লাখ ডলার।
×