ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বার্জার পেইন্টসের লভ্যাংশ ঘোষণা

প্রকাশিত: ০৪:১৮, ১৬ মার্চ ২০১৬

বার্জার পেইন্টসের লভ্যাংশ ঘোষণা

বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২৭০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ। এর আগে কোম্পানিটি ১০০ শতাংশ অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ দিয়েছিল। এ নিয়ে আলোচিত বছরের জন্য কোম্পানিটি চূড়ান্ত লভ্যাংশ দিয়েছে ৩৭০ শতাংশ। সোমবার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে লভ্যাংশের এ সিদ্ধান্ত নেয়া হয়। কোম্পানির ৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটির শেয়ার প্রতি কনসোলিডেটেড আয় (ইপিএস) হয়েছে ৬৪ টাকা ৩৭ পয়সা। শেয়ার প্রতি কনসোলিডেটেড প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৮৬.৪২ টাকা। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৮ এপ্রিল অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট আগামী ৪ এপ্রিল। -অর্থনৈতিক রিপোর্টার ডাচ বাংলা ব্যাংকের লেনদেন চালু আজ রেকর্ড ডেটের পর পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের লেনদেন চালু হবে আজ বুধবার। ডিএসই সূত্রে জানা গেছে। সূত্র জানায়, রবিবার এই ব্যাংকের শেয়ারের লেনদেন স্পট মার্কেটে এবং ব্লক/অডলটে শুরু হয় এবং শেষ হয় সোমবার। উল্লেখ্য, ৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত হিসাব বছরে ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৪০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৫ টাকা ১০ পয়সা। শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৮৩ টাকা ৭৭ পয়সা। ব্যাংকটি ২০০১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। -অর্থনৈতিক রিপোর্টার
×