ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৪:০৩, ১৬ মার্চ ২০১৬

টুকরো খবর

বান্দরবানে মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, বান্দরবান, ১৫ মার্চ ॥ এমনিতে শিক্ষক সঙ্কট, তার পরও বান্দরবান সরকারী কলেজের এক শিক্ষককে বদলি করায় ক্ষুব্ধ হয়ে উঠেছে শিক্ষার্থীরা। শিক্ষকের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার সকালে বান্দরবান প্রেসক্লাবের সামনে তারা মানববন্ধন করে। এর আগে শিক্ষার্থীরা জেলা শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করে। শিক্ষার্থীরা জানায়, বান্দরবান সরকারী কলেজে শিক্ষক না দিয়ে হঠাৎ করে কলেজের প্রাণিবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. আরশাদুল আলমকে কুমিল্লার দেবীদ্বার সরকারী কলেজে বদলি করা হয়েছে। এর প্রতিবাদে এবং বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে কলেজের শিক্ষার্থী ও বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচী পালন করেছে। আইন প্রণয়ন দাবি নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ১৫ মার্চ ॥ শিশু হত্যা প্রতিরোধে কার্যকরী আইন প্রণয়ন, আইনের প্রয়োগ নিশ্চিত করণ, হত্যাকারীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। মঙ্গলবার সকালে ঝিনাইদহ শহরের পোস্ট অফিস মোড়ে ঝিনাইদহ ছাত্র ইউনিয়ন ও যুব ইউনিয়ন এ কর্মসূচীর আয়োজন করে। মানববন্ধনেই বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরাও অংশ নেয়। ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে বক্তৃতা করেন, যুব ইউনিয়নের ঝিনাইদহ জেলা সভাপতি আবু তৈয়ব অপুু, ছাত্র ইউনিয়নের সভাপতি অর্পিতা সুলতানা, বিপ্লবী ছাত্র মৈত্রীর যুগ্ম আহ্বায়ক প্রসেনজিৎ বিশ্বাস প্রমুখ। আসামি গ্রেফতার স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ জেলার তাড়াশে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে ছোট ভাইকে কুপিয়ে হত্যার ঘটনার ১১ দিন পর হবিবর রহমান নামের এক আসামিকে মঙ্গলবার রাতে পুলিশ গ্রেফতার করেছে। পুলিশ জানান, মঙ্গলবার রাতে উপজেলার কুন্দইল গ্রামের সীমান্তবর্তী ও পার্শ্ববর্তী গুরুদাসপুর উপজেলার রুহাই গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। সে হত্যার মামলা আসামি। দুই অপহরণকারী আটক নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ১৫ মার্চ ॥ শালিখা উপজেলার সীমাখালী বাজার থেকে ২০ হাজার টাকা মুক্তিপণের দাবিতে অপহরণকৃত শিশু মিমকে (৫) সোমবার রাতে শালিখা পুলিশ জেলার মহম্মদপুরের বেথুলিয়া গ্রাম থেকে উদ্ধার করেছে । এ ঘটনায় নায়েব আলী ও আল অমিন নামে দুই অপহরণকারীকে পুলিশ আটক করে মঙ্গলবার দুপুরে আদালতে চালান দেয়া হলে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে । অপহত শিশু মিমের পিতার নাম শাহীন সর্দার। বাড়ি সাতক্ষীরার যুগপুকুরিয়া গ্রামে। তিনি শালিখার একটি ইটভাঁটিতে কাজ করেন। চাল বিতরণে অনিয়ম নিজস্ব সংবাদদাতা, আমতলী (বরগুনা), ১৫ মার্চ ॥ বরগুনার তালতলী উপজেলার কড়াইবাড়ীয়া ইউনিয়নের অসচ্ছল ও দুস্থদের ভিজিডির চাল বিতরণে পরিবহন খরচের নামে টাকা আদায় করার অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, উপজেলার কড়াইবাড়ীয়া ইউনিয়নে ১শ’৩৬ ভিজিডি উপকারভোগী রয়েছে। জনপ্রতি মাসে উপকারভোগীদের ৩০ কেজি চাল দেয়া হয়। মঙ্গলবার এ চাল বিতরণকালে মহিলা ইউপি সদস্য ফিরোজা বেগম পরিবহন খরচের নামে জনপ্রতি ৪০/৫০ টাকা আদায় করার অভিযোগ করেছে ভুক্তভোগীরা। ইউপি চেয়ারম্যান নুর মোহম্মদ মাস্টার জানান, ভিজিডি চাল বিতরণে কোন অর্থ আদায় করা হয়নি। ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ নগরীতে ট্রেনে কাটা পড়ে তরিকুল ইসলাম (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর মতিহার থানার মেহেরচ-ি রেল ক্রসিংয়ে এ ঘটনা ঘটে। নিহত তরিকুল ইসলাম ওই এলাকার বাসিন্দা। প্রত্যক্ষদর্শীরা জানান, অসাবধানবশত লাইন পার হওয়ার সময় রাজশাহী থেকে নাটোরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি ট্রেনে কাটা পড়ে তরিকুল ইসলাম। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে রেলওয়ে পুলিশ তরিকুলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে পাঠায়। ইপিজেডে সংঘর্ষ নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ১৫ মার্চ ॥ সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডে অনন্ত হোয়াজিং নামের একটি পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। মঙ্গলবার সকালে শ্রমিকদের সঙ্গে কর্মচারীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৫ জন আহত হয়েছে। কর্তৃপক্ষ পরিস্থিতি স্বাভাবিক রাখতে ফ্যাক্টরিটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। জানা গেছে, অনন্ত হোয়াজিং নামে একটি পোশাক কারখানায় এক হাজার ৮শ’ শ্রমিক কাজ করছে। সোমবার এ কারখানার শ্রমিকদের একটি অংশ বিভিন্ন দাবিতে কর্মবিরতি পালন করেছে। মঙ্গলবার সকালে তারা আবারও কর্মবিরতি পালন শুরু করলে সুপারভাইজাদের সঙ্গে প্রথমে তাদের বাগ্্বিত-া হয়। পরে শ্রমিকদের সঙ্গে সুপারভাইজারদের সংঘর্ষের ঘটনা ঘটে। মেধাবী সংবর্ধনা নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ১৫ মার্চ ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা এলাকার ইক্বরা কিন্ডারগার্টেন স্কুলের প্রায় পাঁচ শতাধিক মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে ভুলতা আমবাগানে আনুষ্ঠানিকভাবে এ সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার লোকমান হোসেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারাব পৌরসভার মেয়র মিসেস হাসিনা গাজী। ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১৫ মার্চ ॥ মঙ্গলবার নওগাঁর আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে দুলজান বেওয়া (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। দুপুর ১২টার দিকে উপজেলার মহাদীঘি এলাকায় রেললাইনের পাশ থেকে দুলজান বেওয়ার মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত দুলজান বেওয়া উপজেলার শিমুলিয়া গ্রামের মৃত গরিবুল্লার স্ত্রী। সিলেটে গাছচাপায় নির্মাণ শ্রমিক নিহত স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ সিলেটে নতুন সেনানিবাসের পাইলিংয়ের কাজ চলাকালীন গাছচাপা পড়ে এক নির্মাণ শ্রমিক নিহত এবং প্রকৌশলীসহ দু’জন আহত হয়েছেন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় জালালাবাদ সেনানিবাসের অদূরে সদর উপজেলার মুরাদপুর হাওড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম রিপন (৩৫) এবং আহতরা হলেন- সাইট ইনচার্জ শফিকুল ইসলাম মোল্লা ও সাইট ইঞ্জিনিয়ার মেহেদী হাসান। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ মর্গে প্রেরণ করেছে। লৌহজংয়ে ডাকাতি স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ লৌহজং উপজেলার কনকসার ইউনিয়নের মর্শদগাঁও গ্রামের খোকন শেখের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। সেমবার মধ্যরাতের এ ডাকাতির ঘটনায় পুলিশ ৫টি ককটেল ও দেশীয় তৈরি অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে। জানা গেছে, সোমবার রাত আড়াইটায় ১০-১২ জনের একটি ডাকাত দল মর্শদগাঁও গ্রামের খোকন শেখের বাড়ির গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। এ সময় ডাকাতরা বাসার ভেতরে থাকা লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। ডাকাত দল আর বাড়ির লোকজনের ধস্তাধস্তির এক পর্যায়ে বাড়ির আশপাশের লোকজন বিষয়টি টের পেয়ে ডাকাত ডাকাত বলে চিৎকার দিলে ডাকাত দল দ্রুত পালিয়ে যায়। এ সময় ৬ হাজার টাকা ও ৩ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে সঁটকে পড়ে ডাকাত দল। প্রবীণ স্বাস্থ্য ক্যাম্প স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ জেলায় ‘প্রবীণদের স্বাস্থ্য সুরক্ষা করি, সুস্থ বার্ধক্য গড়ি’ শিরোনামে মঙ্গলবার প্রবীণ স্বাস্থ্য ক্যাম্প হয়েছে। এতে জীবনযাপনে সচেতনতামূলক প্রচারের পরামর্শ সভাও হয়েছে। উপজেলা স্বাস্থ্য অফিস এই কর্মসূচীর আয়োজন করে। শহরের পুরনো কাছারির সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যতিক্রমী আয়োজনটি হয়েছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ এহসানুল করিম স্বাস্থ্য বিষয়ক পরামর্শ এবং প্রবীণদের প্রশ্নের উত্তর ও পরামর্শ প্রদান করেন। দুই মাদ্রাসা উদ্ধার স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ ঢাকার উত্তরা এলাকার মাদ্রাসাছাত্র দুই শিশুকে সিলেট নগরীর শাহপরাণ এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। শিশু দুটি হলো- নাঈম (১৩) ও জাহিদ (১০)। সোমবার রাত ২টায় শাহপরাণ থানা পুলিশ শাহপরাণ মাজার এলাকা থেকে তাদের উদ্ধার করে। পুলিশ সূত্র জানায়, শিশু দুটি সেখানকার মাদ্রাসা থেকে পালিয়ে এসেছে।
×