ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঢাকা-সিলেট মহাসড়কে ঝুঁকিপূর্ণ ব্রিজ

প্রকাশিত: ০৪:০২, ১৬ মার্চ ২০১৬

ঢাকা-সিলেট মহাসড়কে ঝুঁকিপূর্ণ ব্রিজ

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ১৫ মার্চ ॥ রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল এলাকার ঢাকা-সিলেট মহাসড়কের ওপর নির্মিত ব্রিজটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ঝুঁকিপূর্ণ ব্রিজটিতে ফাটল দেখা দিয়েছে। এছাড়া ব্রিজটি দিয়ে চলাচল করছে এ সড়কে চলাচলরত যানবাহনগুলো। যে কোন সময় ব্রিজটি ধসে পড়ার আশঙ্কা করছে পরিবহন শ্রমিক ও এলাকাবাসী। সরেজমিন ঘুরে জানা গেছে, প্রায় ৩০ বছর পূর্বে গোলাকান্দাইল এলাকার ঢাকা-সিলেট মহাসড়কের ওপর ব্রিজটি নির্মাণ করা হয়। এক বছর আগে ব্রিজটির বিভিন্ন স্থানে আস্তর ভেঙ্গে রড বের হয়ে কঙ্কালে পরিণত হয়। এতে সড়কে যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। অনেক যানবাহন ঝুঁকি নিয়েই তখন চলাচল করত। এরপর ঝুঁকিপূর্ণ ব্রিজটি নিয়ে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ করা হয়। পরে সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে ব্রিজটি পূর্ণ মেরামত করা হয়। গত সোমবার সকালে ব্রিজের আরেক স্থানে আস্তর ভেঙ্গে বড় গর্তের সৃষ্টি হয়েছে। এছাড়া পুরনো এই ব্রিজের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। ঝুঁকিপূর্ণ ব্রিজটি দিয়েই এ সড়কে চলাচল করছে ছোট-বড় সব ধরনের যানবাহন। এ অবস্থায় যে কোন সময় ব্রিজটি ধসে পড়ার আশঙ্কা করছেন পরিবহন শ্রমিক ও স্থানীয়রা। শিবগঞ্জে পবিস পরিচালক নিহত ॥ আটক ১০ স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ শিবগঞ্জের বুড়িগঞ্জ ইউনিয়নের গ্রামে সোমবার রাতে নির্বাচনী সহিংসতায় নিহত হয়েছেন শিবগঞ্জ পল্লী বিদ্যুত সমিতির (পবিস) পরিচালক মহাতাব আলী মন্ডল (৫৫)। আহত হয়েছেন মোজাফফর হোসেন ও আমরুল ইসলাম। পূর্ব ঘটনার জের ধরে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, ঘটনার দিন সন্ধ্যায় নিহত মহাতাব আলী মন্ডল তার মামা আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল গফুরের নির্বাচনী প্রচার চালাতে সমর্থকসহ খাদুইল হিন্দুপাড়া গ্রামে যান। রাত ১১টার দিকে বাড়ি ফেরার পথে ১০/১২ সন্ত্রাসী ধারাল অস্ত্র হাতে তাদের ওপর চড়াও হয়। তারা রাস্তার পাশে ধান ক্ষেতে ওৎ পেতে ছিল । রামদা ও হাসুয়ার আঘাতে মহাতাব আলী মন্ডলসহ তিনজন আহত হয়। হাসপাতালে নেয়ার পথে মহাতাব আলী মন্ডল মারা যান। বাকিদের শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্ত্তি করা হয়েছে। এর আগে জামতলা এলাকায় নির্বাচনী ক্যাম্প স্থাপন নিয়ে দুই পক্ষের কর্মী সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও এক পর্যায়ে আগুন লাগানো হয়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এই ঘটনায় ১০ জনকে আটক করা হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন দাবি রি-মডেলিং রেল স্টেশন স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনা রেল স্টেশন রি-মডেলিংয়ের জন্য লিজকৃত জমি ছেড়ে দেয়ায় নগরীর শের-ই-বাংলা বিপণি কেন্দ্রের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা তাদের পুনর্বাসন দাবিতে কাফনের কাপড় পরে বিক্ষোভ মিছিল করেছেন। মঙ্গলবার দুপুরে শের-ই-বাংলা বিপণি কেন্দ্রের দোকানঘর মালিক সমিতির উদ্যোগে নগরীতে এ মিছিল বের করা হয়। মিছিল শেষে বিপণি কেন্দ্রের সামনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন শের-ই-বাংলা বিপণি কেন্দ্র দোকানঘর মালিক সমিতির সভাপতি চ. ম. মুজিবর রহমান। বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক মোঃ জহির উদ্দিন বাবরসহ অন্যান্য ব্যবসায়ীরা। নাটোরে পুলিশ সদস্যকে পিটুনি, জরিমানা বিনা টিকেটের যাত্রী নিজস্ব সংবাদদাতা, নাটোর, ১৫ মার্চ ॥ বিনা টিকেটে ট্রেনে ভ্রমণ করায় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা ও স্টেশনের টিকেট চেকাররা এক পুলিশ সদস্যকে পিটিয়ে জখম করেছে। মঙ্গলবার দুপুরে নাটোর রেলস্টেশনে ভ্রাম্যমাণ আদালত চলাকালে এই ঘটনা ঘটে। হামলার শিকার আব্দুল মান্নান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদস্য (কনঃনং ৮০৬৯)। প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার সকাল থেকে নাটোর রেলস্টেশনে বিনা টিকেটে ভ্রমণকারী যাত্রীদের আটক করতে দিনব্যাপী অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। দুপুরে নাটোর স্টেশনে আন্তঃনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেন এলে বিনা টিকেটে ভ্রমণের জন্য যাত্রী আব্দুল মান্নানকে আটক করে নিরাপত্তাবাহিনী।
×