ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ভাঙ্গা পৌর নির্বাচন নিয়ে সংঘর্ষ ॥ সড়ক অবরোধ

প্রকাশিত: ০৪:০২, ১৬ মার্চ ২০১৬

ভাঙ্গা পৌর নির্বাচন নিয়ে সংঘর্ষ ॥ সড়ক অবরোধ

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ১৪ মার্চ ॥ ফরিদপুরের ভাঙ্গায় পৌর নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবু ফয়েজ মোঃ রেজার সমর্থকদের সঙ্গে ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সনের মনোনীত প্রার্থী আবু জাফর মুন্সীর সমর্থকদের মধ্যে সোমবার রাতে পৌর এলাকার বিভিন্ন স্থানে সংঘর্ষ হয়েছে। এ সময় আওয়ামী লীগের চারটি ও স্বতন্ত্র সাংসদের মনোনীত প্রার্থীর একটি নির্বাচনী অফিস ভাংচুর হয়। এর মধ্যে ভাঙ্গা বাজার বাসস্ট্যান্ডে আওয়ামী লীগের একটি নির্বাচনী অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়। এদিকে মঙ্গলবার সকাল ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত সাংসদ মজিবুর রহমান চৌধুরীর সমর্থকরা ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গার আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া নামক স্থান ও ঢাকা-বরিশাল মহাসড়কের চুমুরদী ইউনিয়নের বাবলাতলা নামক স্থানে সড়ক অবরোধ করে। এ সময় মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। প্রশাসন ও পুলিশের সঙ্গে আলোচনাসাপেক্ষে বেলা সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণপাড়া নামক স্থানে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী এসে আল্টিমেটাম দিয়ে অবরোধ প্রত্যাহার করে নেন। মজিবুর রহমান চৌধুরী বলেন, আগামী ২০ মার্চ ভাঙ্গা পৌরসভার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হতে হবে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, নির্বাচনে তার কোন নেতা কর্মীকে হয়রানী করা হলে বা জাল ভোট দেয়া হলে বা কারচুপি করা হলে তার দাতভাঙ্গা জবাব দেয়া হবে। ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলমগীর হোসেন বলেন, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে এ প্রতিশ্রুতি দেয়া হলে সাংসদের সমর্থকরা অবরোধ কর্মসূচী প্রত্যাহার করে নেন। জনতার মুখোমুখি নিজস্ব সংবাদদাতা, মির্জাপুর, ১৫ মার্চ ॥ মির্জাপুরে সরকারী কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে জনগণের দোরগোড়ায় জবাবদিহিতা নামে এক উন্মুক্ত আলোচনা সভা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলার পাহাড়ী এলাকার বাঁশতৈল ইউনিয়নের রেঞ্জ অফিস মাঠে এই আলোচনা সভার আয়োজন করা হয়। এই সভায় মির্জাপুর উপজেলার সকল সরকারী অফিসের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ৩০০ বাড়ি আলোকিত স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ স্বাধীনতার ৪৩ বছর পর দিনাজপুর জেলার সদর উপজেলাধীন নিভৃত পল্লী সুন্দরবন ইউনিয়নে ১০টি গ্রামের ৩০০ বাড়ি বিদ্যুতের আলোয় আলোকিত হলো। অন্ধকারের অভিশাপ থেকে মুক্ত হওয়ায় আনন্দ উৎসবে মেতে উঠল গ্রামবাসী। মঙ্গলবার জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি আনুষ্ঠানিকভাবে ৩০০ বাড়িতে বিদ্যুত সংযোগের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে হুইপ ইকবালুর রহিম এমপি বলেন, বিদ্যুতের অভাবে মিল কল-কারখানা গড়ে ওঠেনি।
×