ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মায়ের হাত-পা বেঁধে ছেলে হত্যা ॥ মামলা নিয়ে জটিলতা

প্রকাশিত: ০৪:০১, ১৬ মার্চ ২০১৬

 মায়ের হাত-পা বেঁধে ছেলে হত্যা ॥ মামলা নিয়ে জটিলতা

নিজস্ব সংবাদদাতা, শরীয়তপুর, ১৫ মার্চ ॥ নড়িয়া উপজেলার প-িতসার গ্রামে মায়ের হাত-পা বেঁধে ছেলেকে কুপিয়ে হত্যার ঘটনায় গত দু’দিনেও মামলা হয়নি। নড়িয়া থানার অফিসার ইনচার্জ ইকরাম আলী মিয়া বলেছেন, মামলার বাদী কে হবে, আসামি কারা হবে- এ নিয়ে জটিলতায় নিহতের পরিবার মামলা করতে সময়ক্ষেপণ করছে। শরীয়তপুরের নড়িয়া উপজেলার প-িতসার গ্রামে রবিবার গভীর রাতে সিঁধ কেটে ঘরে ঢুকে রিগান দেওয়ান (২৬) নামে মুদি দোকানদারকে তার মায়ের সামনে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রিগান দেওয়ান প-িতসার গ্রামের বাবুল দেওয়ানের ছেলে। তিনি বাড়ির পাশের রাস্তার মোড়ে মুদি দোকানে ব্যবসা করতেন। এলাকাবাসীর ধারণা, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক ফায়দা নেয়ার জন্যই দুর্বৃত্তরা এ হত্যাকা- ঘটিয়েছে। এ সময় পার্শ¦বর্তী মৃত ইসমাইল হাওলাদারের ছেলে ইতালি প্রবাসী ইমরান হাওলাদার দেখতে গেলে পূর্বশত্রুতার জের ধরে স্থানীয় কয়েকজন তাকে মারধর করে পুলিশে সোপর্দ করে। পরে পুলিশ ইমরানকে জিজ্ঞাসাদের জন্য থানায় নিয়ে যায়। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গভীর রাতে সিঁধ কেটে ৮-১০ সন্ত্রাসী ঘরে ঢুকে ঘুমন্ত রিগানকে ধারালো অস্ত্র দিয়ে কোপায়। এ সময় ঘরে ঘুমিয়ে থাকা তার মা আনোয়ারা বেগম শব্দ পেয়ে ঘুম থেকে উঠে ডাক-চিৎকার করলে তাকে হাত-পা বেঁধে রেখে রিগানকে কুপিয়ে হত্যা নিশ্চিত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। দোকানে ঘুমিয়েছিলন রিগানের বাবা বাবুল দেওয়ান। সন্ত্রাসীরা দোকানের বাইরে থেকে তালা মেরে দেয়, যাতে রিগানের বাবা বাবুল দেওয়ান বের হতে না পারেন। টেকনাফে অগ্নিকা-ে ৬ ঘর ভস্মীভূত স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ টেকনাফে অগ্নিকা-ে ছয়টি বসতঘর ভস্মীভূত হয়েছে। সোমবার রাত সাড়ে ১১টায় হ্নীলা নাটমোরাপাড়ায় এ ঘটনা ঘটে। স্থানীয় নজির আহমদ চৌকিদারের রান্নাঘর থেকে অগ্নিকা-ের সূত্রপাত হয়ে মুহূর্তে আগুনের লেলিহান শিখা পার্শ্ববর্তী আমির হোসেনের বাড়িতে লেগে পার্শ্বস্থ ৬টি বাড়ি ছাই হয়ে যায়। চট্টগ্রামে তিন বসত ঘর স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে জানান, চট্টগ্রামে আগুনে পুড়েছে তিন বসতঘর। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর কোতোয়ালি থানার পাথরঘাটা বড়ুয়াপাড়া এলাকায় এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। পাথরঘাটা ব্রিকফিল্ড রোডের বড়ুয়াপাড়া কলোনিতে রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত। নীলফামারী স্টাফ রিপোর্টার, নীলফামারী থেকে জানান, সৈয়দপুরে আগুনে পুড়ে চারটি পরিবারের সর্বস্ব ছাই হয়ে গেছে। উপজেলার কামারপুকুর ইউনিয়নের নিয়ামতপুর প্রামাণিকপাড়ায় মঙ্গলবার ভোরে ওই আগুনের ঘটনাটি ঘটে। জানা গেছে, সফিয়ার রহমানের বাড়িসহ প্রতিবেশী মোখছেদুল ইসলাম, মোখলেছুর রহমান ও খায়রুল ইসলামের বাড়ির ১০টি আধাপাকা টিনের ও খড়ের ঘর ও ঘরে থাকা আসবাবপত্র, কাপড় চোপড়, স্বর্ণাঙ্ককার, ধান, চাল ভস্মীভূত হয়।
×