ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শরীয়তপুরে ৭ ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতি, গুলিতে আহত ৩

প্রকাশিত: ০৩:৫৯, ১৬ মার্চ ২০১৬

শরীয়তপুরে ৭ ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতি, গুলিতে আহত ৩

নিজস্ব সংবাদদাতা, শরীয়তপুর, ১৫ মার্চ ॥ সোমবার রাতে শরীয়তপুরের গোসাইরহাটে অস্ত্র ঠেকিয়ে বাজারে টহলরত ২ পুলিশ সদস্য ও স্থানীয় কয়েকজনকে জিম্মি করে ৪টি স্বর্ণের দোকানসহ ৭টি ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতি হয়েছে। এতে প্রায় কোটি টাকার স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট হয়েছে বলে দাবি দোকানের মালিকদের। ডাকাতদের গুলিতে আহত হয়েছে ৩ জন। তাদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ৬০-৭০ জন ডাকাত আগ্নেয়াস্ত্রসহ দেশীয় অস্ত্র নিয়ে বাজারে ৪টি স্বর্ণের দোকান আর কে গিনি হাউজ, অলঙ্কার নিকেতন, জনক অলঙ্কার স্টোর, জন অলঙ্কার স্টোর এবং ভাই ভাই মোবাইল স্টল, অনুক স্টোর ও আজম স্টোর মুদিদোকানে ডাকাতি করে। ডাকাতরা এসব দোকানের তালা ভেঙ্গে ভেতরে ঢুকে স্বর্ণালঙ্কার ও টাকাসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে। এ সময় দোকানে ঘুমিয়ে থাকা সুকমল দাস, সুধাংশ মাল ও আলমগীর হোসেন বাধা দিলে তাদেরকে গুলি ও কুপিয়ে জখম করে ডাকাতরা। এর আগে বাজারে টহলরত ২ জন পুলিশকে হাত-পা বেঁধে রাখে ডাকাতরা। মোহনগঞ্জে শিশু ধর্ষণ প্রতিবাদে মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, মোহনগঞ্জ, নেত্রকোনা, ১৫ মার্চ ॥ মোহনগঞ্জের রেল কলোনির ৭ বছরের এক শিশু ও কুলপতাক গ্রামের ৯ বছরের শিশু ধর্ষণের প্রতিবাদে মঙ্গলবার সকালে পৌরসভার সামনে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মোহনগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ এতে ১৮টি সামাজিক সংগঠন অংশগ্রহণ করে। পরে সম্মিলিত নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ জোট ইউএনওর কাছে স্মারকলিপি প্রদান করেন। গত ২৪ ফেব্রুয়ারি শহরের তুলাপট্টির আদি কটন শপের ভেতরে আনোয়ার কর্র্তৃক ও কুলপতাক গ্রামের চিত্তরঞ্জন কর্তৃক শিশু ধর্ষণের শিকার হয়। চিত্তরঞ্জন গ্রেফতার হলেও এখন পর্যন্ত অপর আসামি আনোয়ার গ্রেফতার না হওয়ায় মোহনগঞ্জের সর্বস্তরের নাগরিক সমাজ মঙ্গলবার দুপুরে ইউএনওর কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। কালকিনিতে ভূমি কর্মকর্তার বিরুদ্ধে বিক্ষোভ নিজস্ব সংবাদদাতা, কালকিনি (মাদারীপুর), ১৫ মার্চ ॥ মাদারীপুরের কালকিনি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাঈদুজ্জামান খানের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও কালকিনি-ভূরঘাটা সড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ জনতা। সোমবার রাতে এ কর্মসূচী পালন করা হয়। বিক্ষোভকারীরা জানায়, উপজেলার হাটবাজারে চান্দিনা ভিটি বরাদ্দ দেয়ার নামে ব্যবসায়ীদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ আদায়, মিউটেশনের নামে অতিরিক্ত অর্থ আদায়সহ উৎকোচ নিয়ে পক্ষপাতিত্ব করে উচ্ছেদ অভিযান চালিয়ে আসছিল সহকারী কমিশনার সাঈদুজ্জামান। বিষয়গুলো চরম পর্যায়ে পৌঁছলে জনরোষের সৃষ্টি হয় এবং তার অপসারণের দাবিতে বিক্ষোভে ফেটে পড়ে সাধারণ জনতা। অপরদিকে এ বিক্ষোভের ঘটনায় সাহে আলম ও বাচ্চু নামের দুই বিক্ষোভকারীর বিরুদ্ধে থানায় হামলা মামলা দায়ের করেছে সাঈদুজ্জামান খান। এ ব্যাপারে সাঈদুজ্জামান খানের সাথে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
×