ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ

রাজশাহীতে পলিটেকনিক শিক্ষার্থীদের অবস্থান ধর্মঘট

প্রকাশিত: ০৩:৫৮, ১৬ মার্চ ২০১৬

রাজশাহীতে পলিটেকনিক শিক্ষার্থীদের অবস্থান ধর্মঘট

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ উপবৃত্তির টাকা আত্মসাতের প্রতিবাদ ও বিভিন্ন দাবিতে আন্দোলনে নেমেছে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল থেকে অধ্যক্ষের কক্ষের সামনে অবস্থান ধর্মঘট শুরু করেছে তারা। বেলা তিনটা পর্যন্ত শিক্ষার্থীরা অবস্থান ধর্মঘট পালন করে। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, অধ্যক্ষ আলী আকবর খানের একগুঁয়েমি মনোভাবে দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের আবাসিক হলগুলো বন্ধ রয়েছে। সেগুলো ব্যবহৃত না হওয়ায় রীতিমতো ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। হলগুলো দ্রুত খুলে দিতে শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুরোধ করা হলেও অধ্যক্ষের সেদিকে কোনো নজর নেই। শিক্ষার্থীদের অভিযোগ, বিভিন্ন অজুহাতেই অধ্যক্ষ শিক্ষার্থীদের নামে বরাদ্দ উপবৃত্তির টাকা কেটে নিচ্ছেন। শিক্ষার্থীদের অভিযোগ, প্রতি শিক্ষার্থীকেই সেমিস্টার প্রতি বিশ্বব্যাংক চার হাজার ৮শ’ টাকা করে উপবৃত্তি দেয়। শিক্ষার্থীদের এই টাকা ঠুনকো অজুহাতেই কেটে নিয়ে আত্মসাত করেন অধ্যক্ষ। তাছাড়া তিনি ছাত্র সংগঠনের নেতাকর্মীদেরও কোনো রকম মূল্যায়ন করেন না। সাতক্ষীরায় ২৪ শিক্ষার্থীকে বেধড়ক পিটুনি ॥ শিক্ষক গ্রেফতার স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ ক্লাসে বীজ গণিতের একটি সূত্র বলতে না পারায় নবম শ্রেণীর ২৪ ছাত্রছাত্রীকে বেত দিয়ে পিটিয়ে আহত করার ঘটনায় নির্যাতনকারী প্রধান শিক্ষক আবু তাহেরকে গ্রেফতার করেছে পুলিশ। সাতক্ষীরা শহরের কারিমা মাধ্যমিক বিদ্যালয়ে সোমবার বিকেলে এই নির্যাতনের ঘটনা ঘটে। নির্যাতনে গুরুতর আহত মাজাহারুলের শরীরে ২৪টি আঘাতের চিহ্ন ও অহিদের শরীরে ৮টি আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে দাবি এই ছাত্রদের অভিভাবকদের। ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সকালে অভিভাবক ও স্থানীয় জনগণ স্কুল অবরোধ করে বিচার ও গ্রেফতার দাবি করে আন্দোলন শুরু করলে দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ বিদ্যালয় থেকে প্রধান শিক্ষককে আটক করে। এই ঘটনায় নির্যাতিত এক ছাত্রের অভিভাবক আনারুল ইসলাম বাদী হয়ে প্রধান শিক্ষককে আসামি করে সদর থানায় মামলা দায়ের করেছেন। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ জানান, অভিভাবকদের পক্ষ থেকে অভিযোগ পেয়ে তাকে আটক করা হয়েছে।
×