ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জীব বৈচিত্র্য হুমকির মুখে

মরতে বসেছে ধলেশ্বরী

প্রকাশিত: ০৩:৫৮, ১৬ মার্চ ২০১৬

মরতে বসেছে ধলেশ্বরী

মীর নাসিরউদ্দিন উজ্জ্বল, মুন্সীগঞ্জ ॥ ধলেশ্বরী প্রাচীন শহর মুন্সীগঞ্জের প্রাণ। কিন্তু এই ধলেশ্বরী এখন অসহনীয় দুর্গন্ধ ছড়াচ্ছে। যে ধলেশ্বরীর পানি পান করতেন স্থানীয় লোকজন। এখন সেই পানিতে গোসল করা দায়। এখন জেলেদের আর এই নদীতে দেখা মেলে না। মাছ ও নানা মৃত জলজ প্রাণী ভেসে ওঠে। এই নদীটির ক্রমেই বিপন্নের দিকে। এতে এ অঞ্চলের জীববৈচিত্র্য এখন হুমকির মুখে। ধলেশ্বরী নদীকে কেন্দ্র করেই গড়ে ওঠে মুন্সীগঞ্জ শহর। কিন্তু সেই ধলেশ্বরীই এখন দুর্গন্ধ ছড়াচ্ছে। নদীর মাছ মরে ভেসে উঠেছে। মৎস্যজীবীদের এই নদীকেন্দ্রিক কর্মকা- বন্ধ হয়ে গেছে। উদ্ভিদ বিজ্ঞানী অধ্যাপক সুখেন চন্দ্র ব্যানার্জী জানান, ধলেশ্বরী আশপাশের কল-কারখানার বর্জ্য এবং সিমেন্ট ফ্যাক্টরির ফ্লাই এ্যাস শুধু নয় ঢাকার বুড়িগঙ্গা এবং নারায়ণগঞ্জের শীতলক্ষ্যার বর্জ্য পড়ছে ধলেশ্বরীতে। তাই ক্রমেই পানি ও জলজ প্রাণী বিনষ্ট হচ্ছে। ধলেশ্বরী নদীটি মুন্সীগঞ্জ শহরের পাশ দিয়ে প্রবাহিত হয়ে পূর্ব দিকে মিশেছে মেঘনার সঙ্গে। আর শহরের কাছেই ধলেশ্বরীর সঙ্গে উত্তরে মিলেছে শীতলক্ষ্যায়। এর কয়েক কিলোমিটার পশ্চিমে মিরকাদিমের কাছে ধলেশ্বরী মিলন হয়েছে বুড়িগঙ্গার সঙ্গে। শিক্ষক ও গবেষক মনোয়ার হাসিনুল আলম জানান, তবে ধলেশ্বরী পশ্চিমে সিরাজদিখান ও শ্রীনগর হয়ে পৌঁছেছে দোহার নবাবগঞ্জ হয়ে পদ্মা নদীর সঙ্গে। দীর্ঘ ও প্রশস্ত নদীটি ক্রমেই সংক্রীর্ণ হয়ে যাচ্ছে। নদীর তলদেশও ভরাট হচ্ছে। নদী রক্ষায় ইতোমধ্যে নৌ র‌্যালিসহ নানা কর্মসূচী পালন করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলনসহ নানা সংগঠন। কিন্তু এখনও কার্যকরী পদক্ষেপ নেয়া হয়নি। মেঘনায় লঞ্চের ধাক্কায় বাল্কহেড নিমজ্জিত স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ হিজলা উপজেলার মিয়ারচর এলাকার মেঘনা নদীতে মঙ্গলবার ভোরে যাত্রীবাহী এমভি আসা-যাওয়া-২ লঞ্চের ধাক্কায় বালুবাহী বাল্কহেড গেছে। এ সময় লঞ্চের তলা ফেটে পানি উঠতে থাকলে চালক লঞ্চটি তীরে নোঙ্গর করায় বড় ধরনের দুর্ঘটনা থেকে যাত্রীরা রক্ষা পেয়েছে। হিজলা থানার ওসি গোলাম সরোয়ার জানান, দুর্ঘটনার সময় লঞ্চে থাকা দুই শতাধিক যাত্রী অক্ষত রয়েছেন। বরিশাল নদী বন্দরের ট্রাফিক ইন্সপেক্টর রিয়াদ হোসেন জানান, আসা-যাওয়া লঞ্চটি ঢাকা থেকে যাত্রী নিয়ে পটুয়াখালীর উদ্দেশে রওনা হয়। পথিমধ্যে মেঘনা নদীর মিয়ারচর এলাকায় অন্ধকারের কারণে বালুবাহী বাল্কহেডের সঙ্গে লঞ্চটির ধাক্কা লাগে। এতে লঞ্চের তলা ফেটে যায়। চালক লঞ্চটি তীরে নিয়ে নোঙ্গর করায় যাত্রীরা দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে।
×