ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যশোরে তিন আ’লীগ প্রার্থী নির্বাচিত

প্রকাশিত: ০৬:২৬, ১৫ মার্চ ২০১৬

যশোরে তিন আ’লীগ প্রার্থী নির্বাচিত

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ দ্বিতীয় দফায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদর উপজেলার ১৫ ইউনিয়নের মধ্যে ৩টিতে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এরা হলেন আরবপুর ইউনিয়নে শাহারুল ইসলাম, দেয়াড়ায় আনিসুর রহমান ও নরেন্দ্রপুরে মোদাচ্ছের আলী। আরবপুর ও দেয়াড়া ইউনিয়নের রিটার্নিং অফিসার এসএম খালেদ সাইফুল্লাহ জানান, আরবপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ২ জন বৈধ প্রার্থী ছিল। এর মধ্যে বিএনপি মনোনীত সিরাজুল ইসলাম ১৩ মার্চ মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। একক প্রার্থী থাকায় আওয়ামী লীগ মনোনীত শাহারুল ইসলামকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে। অপরদিকে দেয়াড়া ইউনিয়নেও ২ জন বৈধ প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী এনামুল হক চঞ্চল মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। একক প্রার্থী থাকায় আনিসুর রহমানকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে। এছাড়া নরেন্দ্রপুর ইউনিয়ন নির্বাচনের রিটার্নিং অফিসার এটিএম মাসুদ হোসেন জানান, নরেন্দ্রপুরে তিনজন বৈধ চেয়ারম্যান প্রার্থীর মধ্যে বিএনপির আবদুস সালাম বিশ্বাস ও স্বতন্ত্র এসএম আমিনুর রহমান মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। একক প্রার্থী হওয়ায় আওয়ামী লীগের মোদাচ্ছের আলীকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে। তবে বিএনপি তাদের তিন প্রার্থীকে হুমকি-ধমকি দিয়ে মনোনয়নপত্র প্রত্যাহারে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ করেছে। দৌলতপুরে প্রধান শিক্ষকের ফাঁকিবাজি ॥ কক্ষে তালা ইনসাফনগর বিদ্যালয় নিজস্ব সংবাদদাতা, দৌলতপুর, ১৪ মার্চ ॥ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ইনসাফনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ বিভিন্ন কক্ষে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতির পদত্যাগ দাবি করে সোমবার বেলা ১১টার দিকে শিক্ষার্থীরা বিভিন্ন কক্ষে তালা ঝুলিয়ে দেয়। স্থানীয় সূত্র ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিমসহ সহকারী শিক্ষক মামুন ও মিনহাজ বিদ্যালয়ে না এসে মাদক ব্যবসাসহ বিভিন্ন রাজনৈতকি কর্মকা- নিয়ে ব্যস্ত থাকেন। আর এ সুযোগে বিদ্যালয়ের অন্য শিক্ষকরাও বিদ্যালয় ফাঁকি দিয়ে প্রতিদিন নিজ কর্ম নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। ফলে বিদ্যালয়ে কোন ক্লাস না হওয়ার কারণে ৪২৯ জন শিক্ষার্থীর শিক্ষাজীবন অনিশ্চয়তার মুখে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম জানান, বিদ্যালয়ে ঠিকমতো ক্লাস না হওয়ায় ছাত্ররা বিদ্যালয়ের বিভিন্ন কক্ষে তালা ঝুলিয়েছিল। পরে বিষয়টি বসে ঠিক করা হয়েছে। আগামীকাল থেকে ঠিকমতো ক্লাস হবে। দৌলতপুর মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক আহমেদ জানান, ইনসাফনগর মাধ্যমিক বিদ্যালয়ে একটু ঝামেলা হয়েছে, তা দেখার জন্য একাডেমিক সুপারভাইজার আনারুল ইসলামকে বিদ্যালয়ে পাঠানো হয়েছে।
×