ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সিদ্ধিরগঞ্জে নিট কম্পোজিট কারখানার গোডাউনে অগ্নিকাণ্ড

প্রকাশিত: ০৬:২৫, ১৫ মার্চ ২০১৬

সিদ্ধিরগঞ্জে নিট কম্পোজিট কারখানার গোডাউনে অগ্নিকাণ্ড

নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ১৪ মার্চ ॥ জালকুড়ি উত্তরপাড়া এলাকায় ভিবজিঅর নিট কম্পোজিট কারখানার গোডাউনে ভয়াবহ অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জের ম-লপাড়া ও হাজীগঞ্জের ৪টি ইউনিট ঘটনাস্থলে এসে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। মালিক পক্ষ আগুনে সুতা, কাপড় ও মেশিনারিজ পুড়ে যাওয়ায় কয়েক কোটি টাকার ক্ষতি দাবি করেছে। তবে ফায়ার সার্ভিস বলছে আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ তদন্তের সাপেক্ষে বলা যাবে। আগুন নেভাতে গিয়ে ৪ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার রাত দেড়টায়। আগুন নেভাতে গিয়ে জালাল (২২) ও সুমনসহ (২১) ৪ জন আহত হয়েছে। করিমগঞ্জে ৩ ঘর নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ থেকে জানান, জেলার করিমগঞ্জে অগ্নিকা-ে কৃষকের ৩টি বসতঘর পুড়ে গেছে। এতে ৮ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টায় উপজেলার বারঘরিয়া ইউনিয়নের বিদ্যানগগর গ্রামের কৃষক রিয়াজউদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। বাউবির এইচএসসির ফল প্রকাশ পাসের হার ৭৪ দশমিক ৮০ নিজস্ব সংবাদদাতা, গাজীপুর, ১৪ মার্চ ॥ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) অধীনে ২০১৪ সালের এইচএসসি প্রোগ্রামের ১ম ও ২য় বর্ষের চূড়ান্ত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার বাউবির এইচএসসি প্রোগ্রামের ১ম ও ২য় বর্ষের পরীক্ষায় মোট ১ লাখ ৫১ হাজার ৫৯১ শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ২য় বর্ষে মোট ৭৯ হাজার ৭১৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। চূড়ান্ত পরীক্ষায় বিভিন্ন গ্রেডে মোট ৫৯ হাজার ৬২৭ জন শিক্ষার্থী কৃতকার্য হয়। পাসের হার ৭৪ দশমিক ৮০ ভাগ। এছাড়া (এচঅ) নড়ঁ.ধপ.নফ এবং ১ম ও ২য় বর্ষের ফলাফল বীধস.নড়ঁ. বফঁ.নফ ঠিকানায় পাওয়া যাবে। ঝগঝ এর মাধ্যমে ফল পাওয়ার জন্য নড়ঁ<ংঢ়ধপব> ংঃঁফবহঃ ওউ (১১ফরমরঃং রিঃযড়ঁঃ ধহু ংঢ়ধপব, ভড়ৎ বীধসঢ়ষব ১৩০১১৮১১০০১) লিখে বাংলালিংক-এ ২৭০০ এবং অন্যান্য অপারেটরে ২৭৭৭ এ ঝগঝ পাঠাতে হবে। সোমবার উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের তথ্য ও গণসংযোগ বিভাগের যুগ্ম পরিচালক আবুল কাসেম শিকদার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। সাতক্ষীরায় ট্রাকভর্তি এলপিজি ॥ পিকআপ ভর্তি ফেনসিডিল জব্দ স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ ভারতে পাচারের জন্য নিয়ে আসা ট্রাকভর্তি এলপিজি গ্যাস সিলিন্ডার এবং ভারত থেকে আনা পিকআপভর্তি ফেনসিডিল জব্দ করেছে বিজিবি। এ সময় আটক করা হয়েছে ফেনসিডিলবাহী পিকআপের ড্রাইভার হাসানুজ্জামান হাসানকে। আটক চালকের বাড়ি কালীগঞ্জ উপজেলার শীতলপুর গ্রামে। জব্দকৃত ট্রাক ও পিকআপসহ মালামালের মূল্য ৪৮ লাখ ২৯ হাজার টাকা। সোমবার ভোরে সাতক্ষীরা সীমান্তের লক্ষ্মীদাড়ী ও আলীপুর চেকপোস্ট এলাকা থেকে এগুলো জব্দ করা হয়। স্টামফোর্ড জিআইএস ও এনভায়রনমেন্টাল ল্যাব উদ্বোধন রবিবার স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগে জিআইএস এবং এনভায়রনমেন্টাল দুটি ল্যাব উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট ফাতিনাজ ফিরোজ। বিশেষ অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. এম ফিরোজ আহমেদ। উপ-উপাচার্য এবং বিভাগীয় চেয়ারম্যান প্রফেসর ড. কে মউদুদ ইলাহীর সভাপতিত্বে বক্তব্য রাখেন= বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্টের উপদেষ্টা এসএম ইকরামুল হক, রেজিস্ট্রার এমএ মতিনসহ বিভাগীয় শিক্ষকবৃন্দ। =বিজ্ঞপ্তি
×