ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান ॥ বাঁশখালীতে দুই ছাত্রীকে নির্যাতন

প্রকাশিত: ০৬:২৪, ১৫ মার্চ ২০১৬

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান ॥ বাঁশখালীতে দুই ছাত্রীকে নির্যাতন

নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী, ১৪ মার্চ ॥ চট্টগ্রামের বাঁশখালী বৈলছড়ি নজুমুন্নেছা উচ্চ বিদ্যালয়ের দুই ছাত্রীকে শারীরিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি সংঘটিত হয় সোমবার সকাল ১০টার দিকে। আহত ২ স্কুল ছাত্রীকে বাঁশখালী হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলামুর রহমানকে ঘটনাটি জানানো হলেও তিনি কোন পদক্ষেপ ও সহযোগিতা করেননি বলে অভিযোগ করেছে নির্যাতনের শিকার দুই ছাত্রীর পিতা আজিজ আহমদ। ঘটনার সত্যতার স্বীকার করে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার মজুমদার জনকণ্ঠকে জানান, ছাত্রী লাঞ্ছিত হওয়ার খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বখাটেকে গ্রেফতার অভিযান চলছে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বৈলছড়ি ইউনিয়নের পূর্ব বৈলছড়ি গ্রামের আজিজ আহমদের দুই কন্যা বৈলছড়ি নজুমুন্নেছা উচ্চ বিদ্যালয়ে শামশুন্নাহার ৭ম শ্রেণীতে ও বেবী আক্তার ৯ম শ্রেণীতে পড়ে। পার্শ্ববর্তী এলাকার মৃত আবদুল খালেকের পুত্র লেদাবাশীর কুনজরে পড়ে এই দুই বোন। স্কুলে যাওয়ার পথে ওই বখাটে প্রতিদিন বিভিন্নভাবে উত্ত্যক্ত করত তাদের। এক পর্যায়ে প্রেমের প্রস্তাবও দিয়েছিল বেবী আক্তারকে। বেবী আক্তার প্রস্তাবে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে উঠে বখাটে লেদাবাশী। প্রতিদিনের ন্যায় সোমবার সকাল সাড়ে ৯টায় বাড়ি হতে স্কুলের উদ্দেশে রওনা দেয় দুই বোন। পথিমধ্যে ওৎপেতে থাকা ওই বখাটে প্রথমে বেবী আক্তারের ওপর অতর্কিত লাঠি দিয়ে পেটাতে থাকে। বড় বোনকে বাঁচাতে ছোট বোন শামশুন্নাহার এগিয়ে এলে তাকেও এলোপাতাড়ি লাঠি দ্বারা আঘাত করে। এক পর্যায়ে দুই বোন মাটিতে পড়ে গেলে হাতে পায়ে লাথি ও উপর্যুপরি আঘাত করতে থাকে। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে বখাটের হাত থেকে উদ্ধার করে। খুলনা নগর ভবনে অগ্নিকা- স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনা সিটি কর্পোরেশন ভবনের (নগর ভবন) পঞ্চম তলায় লাইসেন্স শাখায় অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। সোমবার সকাল পৌনে নয়টার দিকে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। এতে পুড়ে গেছে মূল্যবান কাগজপত্র। অগ্নিকা-ের এ ঘটনাকে কেউ কেউ রহস্যজনক বলে মনে করছেন। খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) ভারপ্রাপ্ত মেয়র আনিছুর রহমান বিশ্বাস বলেন, সকাল পৌনে নয়টার দিকে একজন অফিস সহকারী পঞ্চমতলার জানালা দিয়ে ধোঁয়া বের হতে দেখেন। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে লাইসেন্স শাখার মূল্যবান কাগজপত্র পুড়ে গেছে। এ ঘটনা তদন্তের জন্য কেসিসি’র প্যানেল মেয়র-২ শেখ হাফিজুর রহমান হাফিজকে প্রধান করে ৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
×