ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বাউফলে চেয়ারম্যান প্রার্থীর স্ত্রী-মেয়েসহ আহত পাঁচ

প্রকাশিত: ০৬:২৪, ১৫ মার্চ ২০১৬

বাউফলে চেয়ারম্যান প্রার্থীর স্ত্রী-মেয়েসহ আহত পাঁচ

নিজস্ব সংবাদদাতা, বাউফল, ১৪ মার্চ ॥ কাছিপাড়া ইউনিয়নে সোমবার সকালে আনারস মার্কার চেয়ারম্যান প্রার্থী সার্জেন্ট হাফিজুর রহমানের কর্মী-সমর্থকদের ওপর হামলা করেছে নৌকা মার্কার চেয়রম্যান প্রার্থী রফিকুল ইসলামের কর্মী-সমর্থকরা। এ ঘটনায় আনারস মার্কার প্রার্থীর স্ত্রী মোর্শেদা বেগম, মেয়ে সেলিনা, ভাইয়ের স্ত্রী আসমা বেগমসহ ৫ জন আহত হয়েছেন। জানা গেছে, ঘটনার দিন সকাল সাড়ে ১০টার দিকে তারা কাছিপাড়া বাজারে প্রচার চালানোর সময় নৌকা মার্কার সমর্থক রফিক, রিয়াজ ও সুমনের নেতৃত্বে ৮-১০ কর্মী-সমর্থক তাদের মারধর করে আহত করে এবং লিফলেট ছিঁড়ে ফলে। এ সময় টহল পুলিশ ঘটনাস্থলে এলে হামলাকারীরা পালিয়ে যায়। এদিকে নওমালা ইউনিয়নের নৌকা মার্কার কর্মী কবির মৃধা, ফরহাদ খান ও হেলালসহ কয়েকজন কর্মী-সমর্থক জয়বাংলা বাজারে প্রচার চালাতে গেলে বিদ্রোহী ঘোড়া মার্কার চেয়ারম্যান প্রার্থীর কয়েক কর্মী তাদের বাধা প্রদান ও ভয়ভীতি প্রদর্শন করে। যশোরে গায়ের জোরের নির্বাচন স্টাফ রিপোর্টার যশোর অফিস থেকে জানান, জেলা বিএনপি নেতৃবৃন্দ অভিযোগ করেছেন, যশোরে ‘গায়ের জোরের’ নির্বাচন হচ্ছে। যশোরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বার পদগুলো ‘নদীর চর দখলের মতো’ দখলের চেষ্টা করছে ক্ষমতাসীনরা। ইতোমধ্যে যশোর সদরের তিনটি ইউনিয়নে বিএনপির মনোনীত প্রার্থীকে ভয়ভীতি দেখিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করতে বাধ্য করা হয়েছে। সোমবার দুপুরে প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ এ অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, আগামী ২২ মার্চ যশোরের মণিরামপুর উপজেলার ১৬টি ইউনিয়নে এবং ৩১ মার্চ সদর উপজেলার ১৫টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই দুই উপজেলাতেই মনোনয়নপত্র জমা দেয়ার আগে থেকেই বিএনপির প্রার্থীদের ভয়ভীতি দেখানো হচ্ছে। সর্বশেষ সদরের আরবপুর ইউনিয়নের বিএনপি প্রার্থী সিরাজুল ইসলাম, দেয়াড়া ইউনিয়নে বিএনপি প্রার্থী এনামুল হক চঞ্চল ও নরেন্দ্রপুরে বিএনপি প্রার্থী আবদুস সালামকে হুমকি-ধমকি ও ভয়ভীতি দেখিয়ে মনোনয়নপত্র প্রত্যাহারে বাধ্য করা হয়েছে। এখন এ তিনটি ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। নেতৃবৃন্দ অভিযোগ করেন, রবিবার বিকেল ৫টা পর্যন্ত প্রত্যাহারের সময় থাকলেও রাতেই প্রার্থীদের প্রাণনাশের হুমকি দিয়ে মনোনয়ন প্রত্যাহার করিয়ে নিতে বাধ্য করেছে প্রতিপক্ষ আওয়ামী লীগের প্রার্থীরা। পাথরঘাটায় প্রার্থীর ঘরে আগুন সংবাদদাতা, পাথরঘাটা, বরগুনা, ১৪ মার্চ ॥ বরগুনার পাথরঘাটায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াতের প্রার্থী উপজেলা আমির আঃ কাদের মিয়ার ঘরে আগুন দিয়ে ব্যাপক ভাংচুর করা হয়েছে। রবিবার রাত ৯টায় তার প্রতিদ্বন্দ্বী কালমেঘা ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী গোলাম নাসিরের সমর্থক ও আওয়ামী লীগ নেতারা এ ঘটনা ঘটিয়েছে বলে আঃ কাদের মিয়া অভিযোগ করেন। আগুন দেয়ার সময় কাদেরের বসতঘর কুপিয়ে ব্যাপক ভাংচুর করা হয়েছে। পানি দিয়ে ঘরের আগুন নেভাতে এলে আনসার মোল্লা ও আবুল কালাম নামের দুই প্রতিবেশীকেও কুপিয়ে রক্তাক্ত জখম করেছে সন্ত্রাসীরা। আহতদের পাথরঘাটা হাসপাতাল থেকে বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জামায়াত নেতার গ্রামের বাড়ি কালমেঘা ইউনিয়নের ছোট পাথরঘাটা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা স্বীকার করে পাথরঘাটা থানার ওসি এসএম জিয়াউল হক জানিয়েছেন এ ঘটনায় এখন পর্যন্ত পাথরঘাটা থানায় কোন মামলা হয়নি বা মামলা নিয়ে কেউ আসেনি। খুলনায় সদস্য প্রার্থীর জরিমানা স্টাফ রিপোর্টার খুলনা অফিস থেকে জানান, দাকোপ উপজেলার কৈলাশগঞ্জ ইউনিয়নের সাধারণ ওয়ার্ডের এক নারী সদস্য প্রার্থীর বিরুদ্ধে কুৎসা রটানো ও অপপ্রচার চালানোর অভিযোগে একই ওয়ার্ডের প্রতিদ্বন্দ্বী মেম্বার প্রার্থী নিহার রঞ্জন ম-লকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ৮নং ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী ঝর্ণা শীলের দায়ের করা অভিযোগ প্রমাণিত হওয়ায় রবিবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মৃণাল কান্তি দে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করেন। কুমিল্লায় নেতাদের পদত্যাগের হুমকি নিজস্ব সংবাদদাতা কুমিল্লা থেকে জানান, সদর উপজেলার ৬ ইউনিয়নে তৃণমূল পর্যায়ের আওয়ামী লীগ নেতাকর্মীদের মতামত উপেক্ষা করে চেয়ারম্যান প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে অনিয়মের অভিযোগ ওঠেছে। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয়া না হলে ৬টি ইউনিয়নের আওয়ামী লীগের নেতাকর্মীরা গণহারে পদত্যাগ করবেন বলে হুমকি প্রদান করেছেন। সোমবার বেলা ১১টায় নগরীর একটি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলন করে সদর উপজেলার আমড়াতলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আবুল বাসার লিখিত বক্তব্যে উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের বিরুদ্ধে এসব অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে ছিলেনÑ জগন্নাথপুর ইউপি আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মতিউর রহমান মোহন, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম, উত্তর দুর্গাপুর ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ এয়াকুব আলী ও আমড়াতলী ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম শিবলী ভূঁইয়া, কালিরবাজার ইউপি আওয়ামী লীগের সভাপতি জহুর আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুল হক, দক্ষিণ দুর্গাপুর ইউপি আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, পাঁচথুবী ইউপি আওয়ামী লীগের সভাপতি হাজী মোঃ সেলিম, সাধারণ সম্পাদক মোখলেছুর রহমানসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ। বাগমারায় মনোনয়ন নিয়ে অপপ্রচার স্টাফ রিপোর্টার রাজশাহী থেকে জানান, বাগমারা উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন দেয়া নিয়ে গণমাধ্যমে অপপ্রচার করা হচ্ছে বলে দাবি করেছেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ। সোমবার রাজশাহী নগরীর লক্ষ্মীপুরে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব দাবি করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বাগমারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান জাকিরুল ইসলাম সান্টু উল্লেখ করেন, দলীয় মনোনয়ন চূড়ান্ত করবেন দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনপ্রিয়তা বিবেচনা করে দলের যোগ্য ও ত্যাগী নেতাদের নামের তালিকা জেলা কমিটির মাধ্যমে কেন্দ্রীয় কমিটির কাছে পাঠানো হবে। তালিকা তৈরি ও মনোনয়ন দেয়ার জন্য উপজেলা নেতৃবৃন্দ একাই কর্তৃপক্ষ নয়। উপজেলা নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে কেউ প্রার্থীও হতে পারবেন না। কিন্তু চেয়ারম্যান পদের কয়েকজন যোগ্য নেতার জনপ্রিয়তা শূন্যের কোটায় উল্লেখ করে মনোনয়ন বাণিজ্যের অভিযোগ তুলে ইতোমধ্যে অপপ্রচার করা হয়েছে, যা ষড়যন্ত্রমূলক বলে দাবি করেন জাকিরুল ইসলাম সান্টু। সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের সহসভাপতি বদিউজ্জামান, জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যাপক আব্দুস সামাদ, উপজেলার সহসভাপতি আবতাব উদ্দিন আবুল, যুগ্মসাধারণ সম্পাদক গোলাম সারোয়ার প্রমুখ উপস্থিত ছিলেন।
×