ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রেমের বিয়েতেও স্বামীর নির্যাতন ॥ শরীরে সিগারেটের ছেঁকা

প্রকাশিত: ০৬:২২, ১৫ মার্চ ২০১৬

প্রেমের বিয়েতেও স্বামীর নির্যাতন ॥ শরীরে সিগারেটের ছেঁকা

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ সাত বছর আগে প্রেম করে বিয়ে করে এখন স্বামীর অমানুষিক নির্যাতনের শিকার হয়ে রশিদা খাতুন (২৫) অচেতন অবস্থায় পড়ে রয়েছেন রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের বেডে। হাঁসুয়ার কোপ, মসলা বাটার শীলনোড়ার আঘাত আর জলন্ত সিগারেটের ছেঁকা দেয়া হয়েছে তার শরীরে। তার মাথা ফেটে গেছে। সোমবার দুপুরে রাজশাহী নগরীর বেলদারপাড়া এলাকায় তার ওপর সর্বশেষ নির্যাতন চালানো হয়। এতে জ্ঞান হারিয়ে ফেললে যৌতুকলোভী স্বামী হৃদয় পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে বাড়িওয়ালার সহযোগিতায় এলাকাবাসী তাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। তার বাড়ি নগরীর পাঠানপাড়া এলাকায়। বিয়ের পর থেকে তারা নগরীর বেলদারপাড়া এলাকায় ভাড়া থাকত। সেখানেই যৌতুকের কারণে নির্যাতন করা হয় রশিদাকে। রশিদার মা সুন্দরী বেগম জানান, সাত বছর আগে প্রেমের সম্পর্কে রশিদার সঙ্গে হৃদয়ের বিয়ে হয়। হৃদয় নগরীর সাহেববাজার এলাকায় পুরাতন প্রেসার কুকার মেরামতের কারিগর। বিয়ের কিছুদিন পর থেকেই হৃদয় যৌতুকের জন্য রশিদাকে শারীরিকভাবে নির্যাতন করে আসছে। এর আগে গত শুক্রবার এক দফা মারপিট করে রশিদাকে তার স্বামী রাস্তায় ফেলে চলে যায়। ওই দিনই রশিদা গিয়ে নগরীর ছোট বনগ্রাম এলাকায় তার বড় বোনের বাড়িতে ওঠে। রবিবার আবারও সেখান থেকে বুঝিয়ে হৃদয় রশিদাকে বাড়ি নিয়ে আসে। সোমবার দুপুরে আবারও তাদের মধ্যে বাকবিত-া শুরু হয়। এরই একপর্যায়ে মসলা বাটার শীলনোড়া দিয়ে হৃদয় তার মাথায় আঘাত করে। শিক্ষকদের গবেষণায় নিবেদিত হতে হবে ॥ চবি উপাচার্য স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ শুধু গতানুগতিক পঠন-পাঠন নয়, শিক্ষার্থীদের যুগোপযোগী ধ্যান-ধারণা সংবলিত আলোকিত ও বিজ্ঞানমনস্ক করে গড়ে তুলতে আমাদের শিক্ষক-গবেষকদেরও জ্ঞান গবেষণায় নিবেদিত হতে হবে। আর নিজেদের দক্ষতা, যোগ্যতা ও সক্ষমতা বাড়াতে অধিকতর দায়িত্বশীল হতে হবে। সোমবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উপাচার্য দফতরের সম্মেলন কক্ষে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন পরিচালিত হেকেপের এক কর্মশালায় উপরোক্ত কথাগুলো বলেন উপাচার্য ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কোয়ালিটি এস্যুরেন্স বিশেষজ্ঞ প্রফেসর ড. সঞ্জয় অধিকারী ও প্রফেসর ড. মোঃ আবুল কাসেম।
×