ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পাবিপ্রবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বন্ধ

প্রকাশিত: ০৬:২২, ১৫ মার্চ ২০১৬

পাবিপ্রবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বন্ধ

নিজস্ব সংবাদদাতা, পাবনা, ১৪ মার্চ ॥ শূন্য আসন পূরণের দাবিতে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অষ্টম ব্যাচের প্রথম বর্ষের ক্লাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে ছাত্রলীগ। সোমবার সকালে ছাত্রলীগ এ ঘোষণা দিয়ে ক্লাসে সাধারণ ছাত্রছাত্রীদের ঢুকতে বাধা দিলে সব বিভাগের প্রথম বর্ষের ক্লাস বন্ধ হয়ে যায়। এ বিষয়ে পাবিপ্রবির প্রশাসনিক কোন কর্মকর্তাই সংবাদিকদের কোন তথ্য দিচ্ছেন না। পাবিপ্রবির ক্লাস ফেরত প্রথম বর্ষের একাধিক ছাত্র জানিয়েছে, সোমবার সকালে ছাত্রলীগ নেতারা আকস্মিকভাবে বিভিন্ন বিভাগের শূন্য আসনে ছাত্র ভর্তির দাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বন্ধের ঘোষণা দেয়। এ সময় প্রথম বর্ষের শত শত ছাত্রছাত্রী ক্লাস করতে গেলে তাদের বাধা দেয়া হয়। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাধিক সূত্র জানিয়েছে, ছাত্রলীগের ক্লাস বন্ধ ঘোষণার সঙ্গে কিছু শিক্ষকের ইন্ধন রয়েছে। বিভিন্ন বিভাগের প্রথম বর্ষের কয়েকটি ছাত্র আসন শূন্য হয়। কয়েকদিন পূর্বে এক শিক্ষক শূন্য আসনে নতুন করে ছাত্র ভর্তির জন্য প্রস্তাব রাখেন। নিয়ম-নীতিবিরোধী এ ছাত্র ভর্তির প্রস্তাবে অধিকাংশ শিক্ষকই বিরোধিতা করেন। সমুদ্র সম্পদ আহরণে চেষ্টা চালাবে নৌবাহিনী স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক অবদান রাখবে নৌবাহিনী। অদূর ভবিষ্যতে নৌবাহিনীও সমুদ্র সম্পদ আহরণে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে এবং অর্থনীতিতে সহায়ক ভূমিকা পালন করবে। সমুদ্র এলাকায় যে সম্পদ রয়েছে তা আহরণে আমাদের সকল প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। সোমবার চট্টগ্রামে নর্থ ইন্ডিয়ান ওশান হাইড্রোগ্রাফিক কমিশনের তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ নৌবাহিনীর প্রধান ভাইস এডমিরাল নিজামউদ্দিন আহমেদ। হোটেল রেডিসন ব্লু বে-ভিউতে শুরু হওয়া এ সম্মেলনে অংশ নিচ্ছে বাংলাদেশ, ভারত, মিয়ানমার, পাকিস্তানী, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মিসর ও যুক্তরাজ্য। সহযোগী রাষ্ট্র হিসেবে অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ফ্রান্স, ওমান ও সিসিলি। সমুদ্র সম্পদ আহরণ ও এর যথাযথ ব্যবহার নিশ্চিতের মাধ্যমে ব্লু ইকোনমিক ধারণা নিয়ে আয়োজিত হয় এই আন্তর্জাতিক সম্মেলন। নর্থ ইন্ডিয়ান ওশান হাইড্রোগ্রাফিক কমিশনের এটি ১৬তম আন্তর্জাতিক সম্মেলন। ভালুকায় মুক্তিযোদ্ধা সংসদের কর্মকা-ে বাধা সংবাদ সম্মেলনে অভিযোগ নিজস্ব সংবাদদাতা, ভালুকা, ময়মনসিংহ, ১৪ মার্চ ॥ অপপ্রচার চালিয়ে মুক্তিযোদ্ধা সংসদের উন্নয়ন কর্মকা-ে বাধা সৃষ্টিকারী জঙ্গী জামায়াত সমর্থনপুষ্ট নামধারী মুক্তিযোদ্ধার সরকারবিরোধী কর্মকা-ের প্রতিবাদে সোমবার সকালে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ভালুকা উপজেলা কমান্ড। ভালুকা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে ওই সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে ভালুকা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মফিজুর রহমান লিখিত বক্তব্যে বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর মুক্তিযোদ্ধাদের কল্যাণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বৃদ্ধি, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ, বাড়ি নির্মাণ, শিক্ষা, প্রাকৃতিক দুর্যোগে সাহায্য, বিনামূল্যে চিকিৎসা, ২টি উৎসব ভাতা, চাকরিতে সন্তানদের কোটা প্রবর্তনসহ বিভিন্ন কল্যাণমূলক পদক্ষেপ নিয়ে বাস্তবায়ন করে চলছে। কিন্তু কতিপয় নামধারী মুক্তিযোদ্ধা নানান অপপ্রচার চালিয়ে সরকারের এসব উন্নয়ন কর্মকা-কে বাধাগ্রস্ত করছে। তদন্তপূর্বক ওই সব অপপ্রচারকারীর বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা গ্রহণ করার জন্য মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে। আরও বক্তৃতা করেন সাবেক কমান্ডার কেএম আবুল হোসেন খান মিলন।
×