ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইন্ডিয়ান ওয়েলসের পুরুষ এককে জোকোভিচ-নাদালের জয়

রাদওয়ানস্কা-সেরেনা চতুর্থ পর্বে

প্রকাশিত: ০৬:১৭, ১৫ মার্চ ২০১৬

রাদওয়ানস্কা-সেরেনা চতুর্থ পর্বে

স্পোর্টস রিপোর্টার ॥ টেনিস কোর্টে গত মৌসুমে এককভাবেই আলো ছড়িয়েছেন সেরেনা উইলিয়ামস। চলতি মৌসুমের প্রথম গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেনে ফাইনালে উঠেও নিজেকে মেলে ধরেন তিনি। কিন্তু জার্মান তারকা এ্যাঞ্জেলিক কারবারের কাছে হেরে শিরোপা জয়ের স্বপ্নভঙ্গ হয় তার। অস্ট্রেলিয়ান ওপেনের পরের ছয় সপ্তাহ কোর্টের বাইরে ছিলেন সেরেনা উইলিয়ামস। দীর্ঘদিন পর আবারও কোর্টে ফিরেছেন তিনি। ইন্ডিয়ান ওয়েলসের মাধ্যমে। তবে পারফর্মেন্সে মোটেও ভাটা পড়েনি তার। ইন্ডিয়ান ওয়েলসে নিয়মিতই দুর্দান্ত পারফর্মেন্স উপহার দিয়েছেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের নাম্বার ওয়ান এই তারকা। সোমবার দারুণ জয়ে টুর্নামেন্টের চতুর্থ পর্বে জায়গা করে নিয়েছেন তিনি। আমেরিকান তারকা সেরেনা উইলিয়ামস এদিন ৭-৬ এবং ৬-০ সেটে পরাজিত করেন রাশিয়ার জুলিয়া পুটিনসেভাকে। টুর্নামেন্টের শীর্ষ বাছাই সেরেনা ছাড়াও এখানে জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছেন পোল্যান্ডের এ্যাগ্নিয়েস্কা রাদওয়ানস্কা, চেক প্রজাতন্ত্রের পেত্রা কেভিতোভা, রোমানিয়ার সিমোনা হ্যালেপ এবং সার্বিয়ান তারকা জেলেনা জাঙ্কোভিচ। তৃতীয় পর্বের অন্য ম্যাচগুলোতে পোল্যান্ডের রাদওয়ানস্কা ৬-২ এবং ৬-১ গেমে হারান রোমানিয়ার মনিকা নিকুলেস্কোকে। তবে নিকুলেস্কোর স্বদেশী সিমোনা হ্যালেপ সহজেই জয় পান রাশিয়ার একাটেরিনা মাকারোভার বিপক্ষে। এদিন তিনি ৬-২ ও ৬-৪ গেমে হারান রাশিয়ান তারকাকে। দুইবারের উইম্বল্ডন চ্যাম্পিয়ন পেত্রা কেভিতোভা ৬-৩, ৪-৬ এবং ৭-৫ গেমে হারান জোহান্না লারসনকে। এছাড়া সার্বিয়ার জেলেনা জাঙ্কোভিচ ৬-০ এবং ৬-১ গেমে হারান আমেরিকার কোকো ভেন্ডেওয়েগেকে। পাকিদের আত্মবিশ্বাস ফেরানো জয় টি২০ বিশ্বকাপ প্রস্তুতি স্পোর্টস রিপোর্টার ॥ টি২০ বিশ্বকাপে মূল লড়াইয়ের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে দারুণ এক জয় পেয়েছে পাকিস্তান। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে ১৫ রানে হারিয়েছে শহীদ আফ্রিদির দল। কলকাতায় পাকিস্তানকে আত্মবিশ্বাস ফেরানো জয়ে এনে দিয়েছেন ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজ ও স্পিনার ইমাদ ওয়াসিম। ইডেন গার্ডেনে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৫৭ রান সংগ্রহ করে পাকিস্তান। জবাবে ৯ উইকেটে ১৪২Ñএ থামে লঙ্কানরা। ৪৯ বলে ৯ চার ও ১ ছক্কায় ৭০ রানের চমৎকার ইনিংস খেলে অপরাজিত থাকেন ওয়ানডাউনে নামা হাফিজ। এছাড়া ওপেনার শারজিল খান ২১ বলে ২৩, পুনরায় ডাক পাওয়া আহমেদ শেহজাদ ১৯ বলে ১৮ রান করে আউট হন। উমর আকমল ১৯ ও সরফরাজ আহমেদের ব্যাট থেকে আসে ১৩ রান। ‘শূন্য’ (০) হাতে প্যাভিলিয়নে ফেরেন অধিনায়ক ও দলের বড় তারকা শহীদ আফ্রিদি। জবাবে পাক বোলিংয়ের মুখে নিয়মিত বিরতিতে উইকেট হারায় শ্রীলঙ্কা। ব্যতিক্রম লাহিরু থিরিমান্নে ৩৭ বলে করেন সর্বোচ্চ ৪৫ রান। ওপেনার দিনেশ চান্দিমাল ৩০ ও টপঅর্ডারে চানাকা কাপুগেদারার ১৪ ছাড়া কেউ বড় স্কোর পাননি। অধিনায়ক এ্যাঞ্জেলো ম্যাথুস ফেরেন ১০ রান করে। পাকিস্তানের হয়ে বাঁহাতি স্পিনার ইমাদ ওয়াসিম ৪, পেসার মোহাম্মদ ইরফান নেন ২টি করে উইকেট। এশিয়া কাপে বাংলাদেশের কাছে হেরে বিদায় নেয়া পাকিস্তানকে প্রস্তুতির এ জয় আত্মবিশ্বাস যোগাবে। বুধবার সেই বাংলাদেশের সঙ্গে ম্যাচ দিয়েই শুরু আফ্রিদিদের টি২০ বিশ্বকাপ মিশন!
×