ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

স্বাধীনতা দিবস হকির শিরোপা নৌবাহিনীর

প্রকাশিত: ০৬:১৬, ১৫ মার্চ ২০১৬

স্বাধীনতা দিবস হকির শিরোপা নৌবাহিনীর

স্পোর্টস রিপোর্টার ॥ ‘অঞ্জন’স স্বাধীনতা দিবস হকি প্রতিযোগিতার নতুন চ্যাম্পিয়ন এখন বাংলাদেশ নৌবাহিনী। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে সোমবার অনুষ্ঠিত ফাইনালে ৫-১ গোলে বিধ্বস্ত করে বাংলাদেশ বিমান বাহিনীকে। নৌবাহিনীর মামুনুর রহমান চয়ন ৩ গোল করেন পেনাল্টি কর্নার (পিসি) থেকে। এছাড়া কষ্ণ কুমার দাস এবং কামরুজ্জামান রানা ১টি ফিল্ড গোল করেন। বিমানবাহিনীর মাহবুবুর রহমান পেনাল্টি স্ট্রোকের মাধ্যমে একমাত্র গোলটি করে। উল্লেখ্য, রানার্সআপ বিমান স্বাধীনতা দিবস হকির চতুর্দশ আসরে এবারই প্রথম ফাইনালে উঠল। সর্বশেষ অনুষ্ঠিত ২০১৩ আসরের ফাইনালে তারা হেরেছিল বাংলাদেশ সেনাবাহিনীর কাছে। টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হিসেবে নৌবাহিনীর কৃষ্ণ কুমার দাস এবং টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে নৌবাহিনীর রাসেল মাহমুদ জিমি নির্বাচিত হন। উভয়ই দশ হাজার টাকা করে প্রাইজমানি লাভ করেন। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলকে ৫০ হাজার এবং রানার্সআপ দলকে ২৫ হাজার টাকা প্রাইজমানি দেয়া হয়। ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ ও জ্বালানী প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। বিশেষ অতিথি ছিলেন অঞ্জনসের হেড অব মার্কেটিং মাহিন আহমেদ মোজাম্মেল, এটিএন বাংলা লিমিটেডের চেয়ারম্যানের উপদেষ্টা কর্নেল (অব) মীর মোতাহার হাসান। এছাড়া বাংলাদেশ হকি ফেডারেশনের সহ-সভাপতি খাজা রহমতউল্লাহ, টুর্নামেন্ট কমিটির সম্পাদক আনভীর আদিল খানসহ ফেডারেশনের অন্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। রেকর্ড টানা চতুর্থ শিরোপা পিএসজির স্পোর্টস রিপোর্টার ॥ ইউরোপিয়ান ফুটবলে যা কখনও আগে ঘটেনি সেটাই করে দেখাল প্যারিস সেইন্ট-জার্মেইন (পিএসজি)। রেকর্ড গড়ে রবিবার রাতেই ফরাসী লীগ ওয়ানের শিরোপা জিতে নিয়েছে ফরাসী পরাশক্তিরা। পয়েন্ট তালিকায় সবার নিচে থাকা ট্রয়েসকে উড়িয়ে দিয়েই টানা চতুর্থবারের মতো ফরাসী লীগের শিরোপা জেতার আনন্দে মেতেছে পিএসজি। ফ্রান্সের লীগ ওয়ানে সবচেয়ে কম ম্যাচ খেলে চ্যাম্পিয়ন হওয়ার নতুন রেকর্ড এটি। শুধু তাই নয়, ইউরোপের সেরা পাঁচ লীগে সবচেয়ে কম ম্যাচ ও বেশিদিন হাতে রেখে চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড এটি। নিজেদের ৩০ নম্বর ম্যাচেই শিরোপা নিশ্চিত করেছে লরেন্ট ব্লাঙ্কের দল। অর্থাৎ লীগে তাদের বাকি আরও আট ম্যাচ। আর সময়ের হিসেবে ৬২ দিন অর্থাৎ দুই মাসেরও বেশি সময় আগে চ্যাম্পিয়নশিপ নিশ্চিত করেছে পিএসজি। আট ম্যাচ হাতে রেখে শিরোপা নিশ্চিত করা পিএসজির সংগ্রহ বর্তমানে ৩০ ম্যাচে ৭৭ পয়েন্ট। সমান ম্যাচে ৫২ পয়েন্টে দ্বিতীয় স্থানে মোনাকো। ম্যাচ জিতলেই আট ম্যাচ হাতে রেখে টানা চতুর্থবারের মতো লীগ শিরোপা নিশ্চিত। এমন সমীকরণের ম্যাচে পয়েন্ট টেবিলের তলানিতে থাকা ট্রয়েসের জালে রীতিমতো গোল উৎসবে মাতে পিএসজি। স্বাগতিকদের তাদের মাঠেই ৯-০ গোলে হারের দুঃস্বপ্ন উপহার দেয় ব্লাঙ্ক বাহিনী। ম্যাচে সুইডিশ তারকা জ¬াতান ইব্রাহিমোভিচ একাই করেন চার গোল। প্রথমার্ধের ১৯ মিনিটের মধ্যেই ৩-০ গোলে এগিয়ে যায় অতিথিরা।
×