ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

এএফসি কাপ ফুটবল

ঘরের মাঠে জামালের প্রতিপক্ষ আজ সেলানগোর

প্রকাশিত: ০৬:১৬, ১৫ মার্চ ২০১৬

ঘরের মাঠে জামালের প্রতিপক্ষ আজ সেলানগোর

স্পোর্টস রিপোর্টার ॥ দান দান তিন দান। প্রথম দুইবারে কপালে জুটেছে তিক্ত হার। তৃতীয়বারে কি দেখা মিলবে কাক্সিক্ষত জয়ের? বলা হচ্ছে বাংলাদেশের শীর্ষ ফুটবল ক্লাব শেখ জামাল ধানম-ির কথা। এএফসি কাপের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করা বাংলাদেশের প্রথম কোন এই ক্লাবটির আজ মঙ্গলবার নিজেদের তৃতীয় গ্রুপ ম্যাচে (‘ই’ গ্রুপ) খেলতে মাঠে নামবে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৬টায় তারা মুখোমুখি হবে মালয়েশিয়ার সেলানগোর ফুটবল এ্যাসোসিয়েশনের। ম্যাচটি সরাসরি সম্প্রচারিত হবে ভারতের ফক্স টিভিতে। ‘ই’ গ্রুপের পয়েন্ট টেবিলে সেলানগোরের সংগ্রহ ২ খেলায় ১ ড্রতে ১ পয়েন্ট। সমান ম্যাচ খেলে শেখ জামাল এখনও পয়েন্টের খাতা খুলতে পারেনি। ফলে আজকের দ্বৈরথ উভয় দলের জন্যই অনেক গুরুত্বপূর্ণ। তবে মাঠে ও মাঠের বাইরে সবমিলিয়ে শেখ জামাল রয়েছে অনেকটা বেকায়দায়। সেই অবস্থা থেকে উত্তরণের জন্য আপ্রাণ চেষ্টা করছে তারা। সোমবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে ম্যাচ-পূর্ব এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে শেখ জামালের কোচ শফিকুল ইসলাম মানিক বলেন, ‘এখনও দলটাকে তেমনভাবে গুছিয়ে নিতে পারেনি অমারা। দল বদল, জাতীয় দলের নিষেধাজ্ঞা আর খারাপ ফলে জামালের ফুটবলারদের আত্মবিশ্বাসও কমেছে। প্রথম ম্যাচে ৪-০ গোলে হারে সিঙ্গাপুরের টেম্পাইন রোভার্সের কাছে। দ্বিতীয় ম্যাচে ২-০ গোলে হারে ফিলিপিন্সের সেরেস লা সাল্লে ফুটবল ক্লাবের কাছে। আগের দুই ম্যাচে একটিও গোল করতে পারেনি ‘বেঙ্গল ইয়োলোস’রা। বরং দুই ম্যাচে খেয়েছে ছয় গোল। অথচ এনামুল, ওয়েডসনের মতো স্বীকৃত ফরোয়ার্ড রয়েছে জামালের। মানিকের অভিমতÑ এটি তার খেলোয়াড়দের সত্যিকারের পারফর্মেন্স নয়। তবে এই ম্যাচ দিয়ে ঘুরে দাঁড়াতে চান তিনি, ‘বলা ঠিক হবে না। তবে সত্যি বলতে দলটাকে এখনও সেভাবে গুছিয়ে উঠতে পারিনি। কোন প্রস্তুতি ম্যাচ খেলতে পারিনি। ধরে নিলাম এএফসি কাপে আগের দুই ম্যাচ প্রস্তুতি ম্যাচই হয়েছে। তৃতীয় ম্যাচটায় ঘুরে দাঁড়াতে চাই।’ প্রতিপক্ষ সম্পর্কে মানিকের ভাষ্য, ‘একটা ম্যাচ হারার পেছনে তিনটি কারণ থাকতে পারে। বাজে গোল রিসিভ করা। গোল করতে না পারা আর ভাগ্যের সহায়তা না পাওয়া। এগুলো ব্যর্থতা। তা কাটিয়ে ওঠারই চেষ্টা করছি।’ মাঠের ভেতরে বাইরে মিলে জামাল রয়েছে প্রতিকূল অবস্থায় যার সবটা মুখ ফুটে বলতেও পারছেন না মানিক, ‘মাঠের ভেতরে ও বাইরে খেলোয়াড়রা সংগ্রাম করছে। আগের ম্যাচগুলো তারা প্রতিকূল অবস্থায়ই খেলেছে। সব খুলে বলা যায় না। আগের দুই ম্যাচে খেলোয়াড়দের মাঝে মোটিভেশনটা পাইনি। তবে গোল করতে না পারায় এবং হারায় খেলোয়াড়রাও অনুতপ্ত। আশা করছি আজ তারা তাদের শতভাগ দিয়েই ঘুরে দাঁড়াবে। প্রতিকূল অবস্থাটা উতরানোই এখন বড় চ্যালেঞ্জ।’ দলীয় অধিনায়ক ও হাইতিয়ান ফরোয়ার্ড ওয়েডসন এ্যানসেলমেও বলেন, আজ আমরা আমাদের সেরাটাই মাঠে দেব।
×