ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ ওপেনার তামিম ইকবাল

‘আমি সত্যিই ভাগ্যবান’

প্রকাশিত: ০৬:১৪, ১৫ মার্চ ২০১৬

‘আমি সত্যিই ভাগ্যবান’

স্পোর্টস রিপোর্টার, ভারত থেকে ॥ টেস্টে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের হয়ে প্রথম শতকটি করেছেন। ওয়ানডেতে সেই কাজটি করে দেখিয়েছেন বাংলাদেশ দলের সাবেক ওপেনার ব্যাটসম্যান মেহরাব হোসেন অপি। যেটি আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের প্রথম শতকও। রবিবার টি২০তে বাংলাদেশ দলের হয়ে প্রথম শতকটি করলেন ওপেনার তামিম ইকবাল। শতকটি করেই তামিম জানিয়ে দিয়েছেন, ‘আমি সত্যিই ভাগ্যবান।’ টি২০তে এতদিন বাংলাদেশের কোন ব্যাটসম্যানের শতক ছিল না। সেই শতক কে আগে করবে, তা নিয়ে সবার মধ্যেই আলোচনা হয়েছে। এবার বিশ্বকাপের আগেও সেই আলোচনা যখন বাংলাদেশ কোচ চন্দিকা হাতুরাসিংহের সঙ্গে ক্রিকেটারদের হয়, তখন তামিম বলেন, ‘আমি আগে সেঞ্চুরি করব।’ ওমানের সঙ্গে অসাধারণ একটি ইনিংস খেলার পর, অপরাজিত ১০৩ রান করার পর তামিম আরও জানান, ‘কোচের সঙ্গে কথা হচ্ছিল সবার। কে আগে টি২০তে সেঞ্চুরি করতে পারবে। তখন আমি বলেছিলাম আমি আগে সেঞ্চুরি করব। সৌভাগ্যবশত হয়ে গেছে। এই রকম অনেক ওয়াদাই করি, কিন্তু অনেক কিছুই হয় না। ওমানের সঙ্গে হয়ে গেছে, এটাই বলতে পারি। এটাই মূলত বিষয়।’ ৬৩ বলে ১০ চার ও ৫ ছক্কায় তামিম অপরাজিত ১০৩ রান করেন। তামিমের ইনিংস নিয়েই এখনও তাই সবাই মেতে আছে। তামিম যে টি২০ ক্রিকেটে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান হয়ে গেলেন। প্রথম ব্যাটসম্যান হিসেবে টি২০তে এক হাজার রানও করলেন তামিম। এখন তামিমের রান ৪৯ ম্যাচে ২৪.৮১ গড়ে ১০৯২। আবার এক ইনিংসে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২৫ ছক্কাও হাঁকিয়েছেন তামিম। আবার টি২০ বিশ্বকাপে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ২৩৩ রানও তামিমেরই। বাছাইপর্বের একমাত্র সেঞ্চুরিয়ানও তামিম। ড্রেসিংরুমে নিশ্চয়ই তামিমকে নিয়ে হৈচৈও হয়েছে। তামিম এ নিয়ে জানালেন, ‘ড্রেসিংরুমে দুই রান করে আসার পর যেমন এ্যাপ্রোচ পেয়ে থাকি, সেঞ্চুরি করার পর তেমন এ্যাপ্রোচ পেয়েছি। আমি মনে করি এটাই হওয়া উচিত! একদম নরমাল, আমি শূন্য রান করলেও সবাই আমার সঙ্গে যেভাবে মিশে সেভাবেই মিশেছে।’ তামিম জানালেন আমি খুবই ভাগ্যবান, ‘আমি খুবই ভাগ্যবান মনে করছি। আমার শটে টাইমগুলো খুব ভাল হচ্ছে। সব মিলিয়ে আমি সত্যিই ভাগ্যবান।’ নিজের শতক করার কথাও জানান তামিম, ‘যখন ৬ মেরে ৯৪ রানে গেলাম, তখন আমার কাছে মনে হয়েছে সেঞ্চুরি করার একটা সুযোগ আছে। তার আগ পর্যন্ত ওই রকম কিছু আমার মাথাও ছিল না। প্রথম বাংলাদেশী সেঞ্চুরি করতে পেরে আমি গর্ববোধ করছি। আশা করি সামনে অনেক সেঞ্চুরি হবে। যেভাবে অন্য ব্যাটসম্যানরা খেলছে সাব্বির (রহমান) বলেন, সৌম্য বলেন। সাকিব-মুশফিকরা আছে।’ সাকিব প্রথম সেঞ্চুরিয়ান হতে পারে, সেই রকম সম্ভাবনা দেখেছে সবাই। সেই সঙ্গে ১ হাজার রানও আগে হবে সাকিবের। সেটিও ভাবা হয়েছে। কিন্তু তামিম করে ফেললেন। এ নিয়ে গর্বও আছে তামিমের, ‘এটা অবশ্যই গর্বের আমার জন্য। হয়ত বা একটু আগে করলে বেশি ভাল লাগত। সাকিবের সঙ্গে একটা রেস চলছিল। হয়ত ভাগ্য সহায় হওয়ায় ওর আগেই আমি এই মাইফলকে পৌঁছাতে পেরেছি।’ বাছাইপর্বে টানা তিন ম্যাচেই দারুণ ব্যাটিং করেছেন তামিম। প্রথম ম্যাচে হল্যান্ডের সঙ্গে অপরাজিত ৮৩, আয়ারল্যান্ডের সঙ্গে ৪৭ ও ওমানের সঙ্গে অপরাজিত ১০৩ রান করেন। দুর্দান্ত ফর্মে আছেন। অনেক ভাল লাগার কথাই জানিয়েছেন তামিম, ‘ভাল খেলছি। অনেক ভাল লাগে। আমি কন্ট্রিবিউট করতে পারলে আরও ভাল লাগে। এত বড় স্টেজে যদি কন্টিবিউশন হয়, সেটা আরও ভাল লাগার অনুভূতি সৃষ্টি করে।’ তামিম ১০০০ রান করার রেকর্ডকে এমন একটি পর্যায়ে নিয়ে যেতে চান, যা কেউ ভাঙ্গতে পারবে না। ভাঙ্গলেও অনেক কষ্ট করতে হবে। তামিম তাই জানালেন, ‘এটা এমন পর্যায়ে নিয়ে যেতে চাই। যাতে করে এটা ভাঙ্গতে কষ্ট হয়। এটাকে এমন একটি পর্যায়ে নিয়ে যেতে চাই। আমি মনোযোগী আমার খেলার দিকেই।’ সেই খেলার দিকেই মনোযোগ থাকুক তামিমের, আরও ভাল খেলুক, বড় বড় ইনিংস খেলুক; সেটিই সবার চাওয়া। এখন বাংলাদেশ খেলবে ‘সুপার টেনে’। বাছাইপর্বে যে রকম খেলেছেন তামিম, ‘সুপার টেনে’ সেই রকম খেলতে পারলে যে কোন দলই বাংলাদেশের কাছে পাত্তা পাওয়ার কথা না। এখন দেখা যাক, ‘সুপার টেনে’ও তামিমের ভাগ্য ভাল থাকে কি না।
×