ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এক বিড়ালের মুখের রং দুই

প্রকাশিত: ০৫:৫৭, ১৫ মার্চ ২০১৬

এক বিড়ালের মুখের রং দুই

এক বিড়ালের মুখের রং দুই-একপাশ কালো, অপর পাশ কমলা। প্রথমে একে দেখলে যে কেউ বলবে, হয়ত কেউ রং মাখিয়ে এমনটি করেছে। তবে বিষয়টি পুরোপুরি সত্য। সম্প্রতি যুক্তরাষ্ট্রে এমই এক বিড়ালের সন্ধান মিলেছে। বিড়ালটির নাম ভেনাস। বয়স ৫ বছর। এই বিড়াল নিয়ে ইন্টারনেটে রীতিমতো চলছে মাতামাতি। এটির মালিক ভেনাসের ছবি ইন্টারনেটে ছাড়তেই ভাইরাল হয়ে যায়। পরে ভেনাসের নামে ফেসবুকে একটি পেজ খুলতেই শুরু হয় লাইকের বন্যা। ভেনাসের এই পেজে এ পর্যন্ত লাইক পড়েছে ১০ লাখের বেশি। আর ইনস্টাগ্রামে ভেনাসের ফলোয়ার এখন ৫ লাখের ওপরে। ফেসবুকে অবশ্য কেউ কেউ ভেনাসের এই চেহারা দেখে সমালোচনা করছে। কেউ এটিকে অলিক চেহারার প্রাণী বলেছে। কেউ বলছে, এটা রং মাখিয়ে করা হতে পারে। তবে বিড়ালের মালিক তার নাম প্রকাশ না করে দাবি করেছে, এটা শতভাগ সঠিক। মেকাপ করে এমনটা করা হয়নি। কোনও প্রকার আইলাইনারও ব্যবহার করা হয়নি ভেনাসের মুখে।-ইনডিপেনডেন্ট অবলম্বনে।
×