ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আগুন সন্ত্রাসের নেত্রী ও গণতন্ত্রের নেত্রীকে এক করবেন না ॥ ইনু

প্রকাশিত: ০৫:৫৫, ১৫ মার্চ ২০১৬

আগুন সন্ত্রাসের নেত্রী ও গণতন্ত্রের নেত্রীকে এক করবেন না ॥ ইনু

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ১৪ মার্চ ॥ তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি বলেছেন, খালেদা জিয়া জঙ্গীবাদের পাহারাদার এবং আগুন সন্ত্রাসের নেত্রী। জঙ্গীবাদের ওড়না পরে খালেদা যতই সাজুগুজু করেন না কেন আপনি মানবী নন, আপনি দানবী। অতীতের সাম্প্রদায়িকতার দ্বন্দ্ব, সামরিক শাসন, জঙ্গীবাদের জঞ্জাল, যুদ্ধাপরাধীদের জঞ্জাল ছেড়ে আমরা গণতন্ত্রের দিকে এগিয়ে যাচ্ছি। গণতন্ত্রে খুনীর জায়গা নেই, আবার একাত্তরের খুনীর জন্য গণতন্ত্র নেই, পঁচাত্তরের খুনীর জন্যও গণতন্ত্র নেই। তাই জঙ্গীবাদের পাহারাদার খালেদা জিয়া ও তার দল বিএনপির বিরুদ্ধে এখনই কঠিন সিদ্ধান্ত নিতে হবে। আর না হয় দেশে আগুন সন্ত্রাস হবে। তারা ক্ষমতায় থাকাকালীন যুদ্ধাপরাধীদের মন্ত্রী বানিয়েছেন। আর এখন যুদ্ধাপরাধীদের বাঁচাতে দেশে ৯৩ দিন আগুন সন্ত্রাস করেছেন। আগুন সন্ত্রাসের নেত্রী খালেদা আর গণতন্ত্রের নেত্রী হাসিনাকে এক করবেন না। মন্ত্রী সোমবার রাতে কুমিল্লা টাউন হল মাঠের মুক্তমঞ্চে সাংস্কৃতিক সংগঠন ‘অধুনা থিয়েটার’-এর ২৫ বছরপূর্তি উপলক্ষে ১০ দিনব্যাপী আয়োজিত পঞ্চম দিনের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অধুনা থিয়েটারের সহ-সভাপতি এ্যাডভোকেট নাজনীন কাজলের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেনÑ কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ আজিজুর রহমান, রাজনীতিবিদ মফিজুর রহমান বাবলু, আরএফএল প্লাস্টিক গ্রুপের হেড অব মার্কেটিং এসএম আরাফাতুর রহমান, কুমিল্লা সংস্কৃতি উৎসবের পরিচালক মনজুরুল আজিম পলাশ, জেলা জাসদ সভাপতি অধ্যক্ষ সফিকুর রহমান প্রমুখ। মন্ত্রী বলেন, ধর্মকে পাল্লায় তুলে ভোটের বাজারে বিক্রি করে দিয়ে যারা রাজনীতি করছেন তাদের বিতাড়িত করতে হবে। এদেশে যুদ্ধাপরাধী, জঙ্গীবাদ, আগুন সন্ত্রাসের ঠাঁই নেই। তিনি বলেন, আমি নিরপেক্ষ নই, আমি মুক্তিযুদ্ধের পক্ষে, গণতন্ত্রের পক্ষে, সাম্যের পক্ষে। আমি রাজাকারকে রাজাকার বলি, মুক্তিযোদ্ধাকে মুক্তিযোদ্ধা বলি। তাই বলে রাজাকার আর মুক্তিযোদ্ধাকে তো এক পাল্লায় মাপতে পারি না। একাত্তরের যুদ্ধ নিয়ে মাঝে হাঁটার সুযোগ নেই। হয় পাকিস্তানের পক্ষে আর না হয় বাংলার মানুষের পক্ষে। যারা মাঝে থাকেন তারাও পাকিস্তানের পক্ষেই।
×