ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

যুদ্ধাপরাধী বিচার

হবিগঞ্জের লাখাই উপজেলার দুই রাজাকারের বিরুদ্ধে ফরমাল চার্জ ৩ মে

প্রকাশিত: ০৫:৫৪, ১৫ মার্চ ২০১৬

হবিগঞ্জের লাখাই উপজেলার দুই রাজাকারের বিরুদ্ধে ফরমাল চার্জ ৩ মে

স্টাফ রিপোর্টার ॥ একাত্তরের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে হবিগঞ্জের লাখাই উপজেলা চেয়ারম্যান ও সাবেক মুসলীম লীগ বর্তমানে আওয়ামী লীগ নেতা লিয়াকত আলীসহ দুই রাজাকারের বিরুদ্ধে ফরমাল চার্জ দাখিলের জন্য ৩ মে দিন নির্ধারণ করা হয়েছে। চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যবিশিষ্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল -১ সোমবার এ আদেশ প্রদান করেছেন। এর আগে প্রসিকিউশন পক্ষ সময়ের জন্য আবেদন করেন। হত্যা, গণহত্যা, লুটপাট, অগ্নিসংযোগের মতো ৬টি অভিযোগ আনা হয়েছে। লিয়াকত ও রজব আলীর বিরুদ্ধে তদন্ত করতে গিয়ে তদন্ত সংস্থা রোমহর্ষক ঘটনা ঘটার খোঁজ পেয়েছে। হবিগঞ্জের হিন্দু অধ্যুষিত তিনটি গ্রামের মধ্যে একটি গ্রামের কোন চিহ্ন নেই। একটি গ্রামের ১৪ থেকে ৩৫ বছরের হিন্দু যুবকদের হত্যা করা হয়েছে। হিন্দু এলাকা ছাড়াও সেখানে আওয়ামী লীগ নেতা কর্মীদের বাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়েছে। এই দুই রাজাকারের বাড়ি ব্রাক্ষণবাড়িয়া হলেও তারা হবিগজ্ঞের বিভিন্ন স্থানে অপরাধ করেছেন। অন্যদিকে আরও ৩২টি মামলা ট্রাইব্যুনালে শুনানির পর্যায়ে আছে আবার কোনটা বা তদন্ত সংস্থা তদন্ত রিপোর্ট পেশ করবে। এ গুলোর মধ্যে মৌলভীবাজারের আলাউদ্দিন চৌধুরী, লালমিয়া, মোঃ মতিন মিয়া, নেত্রকোনার মহসীন হায়দার চৌধুরী, সালামত উল্লাহ খান ওরফে আঞ্জুবর পাচাইয়া রাজাকার, আব্দুল খালেক তালুকদার, আলবদর কমান্ডার সামছুল হক, রাজাকার কমান্ডার নেছার আলী, রাজাকার কমান্ডার ইউনুস মৌলবী, ভালুকাজানের রাজাকার আজিজ হাবলু, রাজাকার আব্দুল মতিন, রাজাকার আজিজ হাবলু, মোঃ রিয়াজ উদ্দিন ফকির, গাইবান্ধার আবু ছালেহ মোঃ আজিজ মিয়া ওরফে ঘোড়া আজিজ, হবিগঞ্জের মহিবুর রহমান বড় মিয়া, ময়মনসিংহের আবুল ফালাহ মুহাম্মদ ফাইজুল্লাহ, হবিগঞ্জের লিয়াকত আলী, ঢাকার সৈয়দ মোহাম্মদ হুসাইন হোসেন, গোপালগঞ্জের এনায়েত মোল্লা, নোয়াখালীর আমির আহম্মেদ ওরফে রাজাকার আমির আলী, পটুয়াখালীর আয়নাল খাঁ, মোঃ আশ্রাব আলী খাঁ, ব্রাক্ষণবাড়িয়ার এমদাদুল হক, যশোরের সাখাওয়াত হোসেন, সাতক্ষীরার আব্দুল খালেক ম-ল, নেত্রকোনার আতাউর রহমান ননী, জামালপুরের আশরাফ হোসেন, কিশোরগঞ্জের এটিএম নাসির, ময়মনসিংহের এম এ হান্নান, শামসুল হোসেন তরফদার, মোঃ এছাহাকা সিকদার, সোলায়মান মোল্লা ও আহম্মেদ আলী।
×