ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাসস ও পিআইবি আইন মন্ত্রিসভায় অনুমোদন

প্রকাশিত: ০৫:৪৬, ১৫ মার্চ ২০১৬

বাসস ও পিআইবি আইন মন্ত্রিসভায় অনুমোদন

বিশেষ প্রতিনিধি ॥ জাতীয় সংবাদ সংস্থার আধুনিকায়ন প্রক্রিয়া ত্বরান্বিতকরণে সহায়তা দিতে ‘বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) আইন ২০১৬’ এর খসড়া নীতিগতভাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা । পাশাপাশি অনুমোদন দেয়া হয়েছে সার্ক যুব সনদ প্রস্তাবও। সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। বৈঠকের পর মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোঃ শফিউল আলম সাংবাদিকদের বলেন, নতুন পিআইবি আইনের খসড়ায় সাংবাদিকদের পেশাগত উৎকর্ষ সাধনের বিষয়টি চিন্তা করে প্রশিক্ষণকে প্রাধান্য দেওয়া হয়েছে। তিনি বলেন, প্রশিক্ষণের বিষয়টি মাথায় রেখে নতুন আইনটির অনুমোদন দেয়া হয়েছে। গত চল্লিশ বছর ধরে রেজুলেশনের মাধ্যমে চলছে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি)। তাই আইনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। আইনে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের দায়িত্বে ও কর্তব্যে বলা হয়, স্থানীয় কর্তৃপক্ষের অধীনে কর্মরত সাংবাদিকদের প্রশিক্ষণ সুবিধা প্রদান করতে হবে। সাংবাদিকতা বিষয়ে একাডেমিক শিক্ষা প্রদান, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাংবাদিকতা, যোগাযোগ, গণমাধ্যম সম্পর্কিত গবেষণা কার্যক্রম এবং এ সম্পর্কিত উপাত্ত, তথ্য ও প্রতিবেদন তৈরি, গণমাধ্যম প্রতিষ্ঠানের পরামর্শক সেবা প্রদান করবে প্রেস ইনস্টিটিউট। এ আইনের উদ্দেশ্য পূরণের লক্ষ্যে বোর্ড গঠন করা হবে। এ বোর্ড পরিচালনা করবেন ইনস্টিটিউটের চেয়ারম্যান। দুই বছর মেয়াদী চেয়ারম্যান নিয়োগ দেবে সরকার। বাংলাদেশ সম্পাদক পরিষদ মনোনীত দু’জন সম্পাদকসহ আরও ১৬ জন বোর্ডের সদস্য হবেন। চেয়ারম্যান ছাড়াও এ ইনস্টিটিউটে একজন মহাপরিচালক থাকবেন। মহাপরিচালক ইনস্টিটিউটের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করবেন। মহাপরিচালককেও নিয়োগ দেবে সরকার।
×