ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বেঙ্গল থিয়েটারের ‘সময়-৭১’ মূকাভিনয়ের উদ্বোধনী প্রদর্শনী

প্রকাশিত: ০৪:০২, ১৫ মার্চ ২০১৬

বেঙ্গল থিয়েটারের ‘সময়-৭১’ মূকাভিনয়ের উদ্বোধনী প্রদর্শনী

স্টাফ রিপোর্টার ॥ বছরের শুরুতেই নাট্য কর্মশালার মধ্য দিয়ে যাত্রা শুরু করে নাটকের দল বেঙ্গল থিয়েটার। ৫ দিনব্যাপী কর্মশালায় অংশ নেয় প্রায় ৩০ জন নবীন থিয়েটার কর্মী। এই কর্মীদের অংশগ্রহণে দলটি স্বাধীনতার মাসে মঞ্চে আনে নক্সা মূকাভিনয় ‘সময়-৭১’। দলগত নাট্যলিপির মাধ্যমে মুক্তিযুদ্ধভিত্তিক নক্সা মূকাভিনয়টির কাহিনী নির্মাণ করা হয়। প্রায় ২০ মিনিটের প্রযোজনাটি নির্দেশনা দিয়েছেন দলপ্রধান হাসান রেজাউল। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ঢাকা ইউনির্ভাসিটি মাইম এ্যাকশন আয়োজিত জাতীয় মূকাভিনয় উৎসবে প্রযোজনাটির উদ্বোধনী মঞ্চায়ন হবে। নতুন প্রযোজনা প্রসঙ্গে নির্দেশক হাসান রেজাউল বলেন, স্বাধীনতার মাসে প্রথম প্রযোজনা হিসেবে ‘সময়-৭১’ মুকাভিনয়টি মঞ্চে আনতে পেরে বেঙ্গল আমরা থিয়েটারের সদস্যরা সবাই আনন্দিত। মুক্তিযুদ্ধের সময়ে পরাধীন বাংলাদেশের স্বাধীনচেতা মানুষের ওপর রাজাকার, আলবদর বাহিনীর নানা অত্যাচার, ধর্ষণ, ও মুক্তিযোদ্ধাদের দেশ স্বাধীন করার বিষয়গুলো এই নক্সা মূকাভিনয়ে তুলে ধরার চেষ্টা করেছি আমরা। মূকাভিনয় প্রদর্শনীর মাধ্যমে সকল মুক্তিযোদ্ধাদের স্মরণের পাশাপাশি প্রযোজনাটি বীরাঙ্গনাদের উৎসর্গ করা হয়েছে। এই মূকাভিনয়ে অংশ নিয়েছেন এনামুল হক শাহিন, রবিন দত্ত, নাজিয়াত অর্থী, জুঁই নাজির, রাব্বি, জিসান, প্রতিভা, রাজিব, খাদিজা, ঐশ্বর্য পূষণসহ অনেকে। প্রযোজনাটির মিউজিক করেছেন-উজ্জ্বল মিয়া ও রাসেল আরেফিন।
×