ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শিল্পকলায় থিয়েটারের ‘মেরাজ ফকিরের মা’ মঞ্চায়ন

প্রকাশিত: ০৪:০০, ১৫ মার্চ ২০১৬

শিল্পকলায় থিয়েটারের ‘মেরাজ ফকিরের মা’ মঞ্চায়ন

স্টাফ রিপোর্টার ॥ থিয়েটারের সাড়া জাগানো নাটক ‘মেরাজ ফকিরের মা’। আবদুল্লাহ আল মামুনের লেখা ও নির্দেশনায় নাটকটির ১৮৬তম মঞ্চায়ন হবে আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে। নাটকটির বিভিন্ন চরিত্রের অভিনয় শিল্পীরা হলেন- রামেন্দু মজুমদার, ফেরদৌসী মজুমদার, ত্রপা মজুমদার, মজিবর রহমান জুয়েল, তানজুম আরা পল্লী, মারুফ কবির, সাইফ জোয়ারদার, আবদুল কাদের, তোফা হোসেন প্রমুখ। মঞ্চ পরিকল্পনায়- হাসান আহমেদ, আলোক পরিকল্পনায়- ঠান্ডু রায়হান, আবহসঙ্গীতে প্রদীপ কুমার নাগ। নাটকের কাহিনী গড়ে উঠেছে ধর্মীয় অনুভূতিকে কেন্দ্র করে। এক মায়ের গর্ভে জন্ম নিয়ে একজন মানুষ বেড়ে উঠেছে একটি নামে। দীর্ঘ ৩৯ বছর পর আকস্মিকভাবে সে জানতে পারে তার গর্ভধারিণী মায়ের ধর্ম আর তার ধর্ম এক নয়। ধর্ম পরিচয়ে যে ফারাক রচিত হয় তা কি মা-ছেলের সম্পর্ককে ফারাক করে দিতে পারে? ধর্মের ভিন্নতার কারণে ছেলে কি অস্বীকার করতে পারে তার মাকে? মানবিক সম্পর্ক আর বাহ্যিক আচার সর্বস্ব সম্পর্ক-দুইয়ের মধ্যে কোনটির রয়েছে নাড়ি ছেঁড়া টান? এমনি সব প্রশ্নের উত্তর খোঁজা এবং মানবের স্বরূপ, তার মূল সত্তাকে বুঝে নেয়ার একটি আন্তরিক প্রকাশ ঘটেছে ‘মেরাজ ফকিরের মা’ নাটকে। একই সঙ্গে নাটকে উঠে এসেছে আজকের বাংলাদেশের ঘটমান কিছু বাস্তবতা। ধর্ম ব্যবসাকে পুঁজি করে, ধর্মের অপব্যাখ্যা করে একশ্রেণীর স্বার্থলোভী অসৎ মানুষ সমাজের প্রগতিকে ঠেকিয়ে রাখার যে অপচেষ্টা চালাচ্ছে দেশজুড়েতাও এ নাটকে নানা প্রসঙ্গে উঠে এসেছে।
×