ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এ বছর ৭২ লাখ বেল পাট উৎপাদনের লক্ষ্যমাত্রা

প্রকাশিত: ০৩:৫৮, ১৫ মার্চ ২০১৬

এ বছর ৭২ লাখ বেল পাট উৎপাদনের লক্ষ্যমাত্রা

অর্থনৈতিক রিপোর্টার ॥ চলতি ২০১৬-১৭ কৃষি মৌসুমে দেশে ৬ দশমিক ৭০ লাখ হেক্টর জমি থেকে ৭২ দশমিক ৮৩ লাখ বেল পাট উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি সম্প্রসারণ বিভাগ (ডিএই)। লক্ষ্যমাত্রা অনুযায়ী, কৃষকরা ৬ দশমিক ২০ লাখ হেক্টর জমি থেকে ৬৮ দশমিক ২০ লাখ বেল তোষা জাতের পাটের আঁশ এবং ৫০ হাজার হেক্টর জমি থেকে ৪ দশমিক ৬৩ লাখ বেল দেশী জাতের পাটের আঁশ উৎপাদন করবে। এর মধ্যে জাতীয় লক্ষ্যমাত্রার ৯ দশমিক ৫৪ শতাংশ অর্থাৎ ৬ দশমিক ৯৫ লাখ বেল পাট পাঁচ জেলা রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট ও লালমনিরহাট জেলার ৬৪ হাজার ১০১ হেক্টর জমি থেকে উৎপাদিত হবে। কৃষি বিজ্ঞানী এবং ব্র্যাক ইন্টারন্যাশনালের (দক্ষিণ এশিয়া ও আফ্রিকা) উপদেষ্টা ড. এমএ মজিদ বলেন, কৃষকরা যদি আগামী এপ্রিল নাগাদ পাট বীজ বপন সম্পন্ন করতে পারে তাহলে কৃষকরা ভাল ফলন পাবে। ব্রিটেনে নতুন বাজেটে সঞ্চয়ের জন্য বোনাস অর্থনৈতিক রিপোর্টার ॥ কর্মক্ষেত্রে উৎসবের জন্য ভাতা বা বোনাস দেয় কর্তৃপক্ষ। কোন কোন প্রতিষ্ঠানে বোনাস দেয়া হয় ভাল পারফর্ম্যান্সের জন্য। কোথাও এমনকি প্রতিষ্ঠানের আয় বাড়লেও কর্মীদের মধ্যে একটি বোনাস দেয়ার রেওয়াজ চালু আছে। কিন্তু সঞ্চয় করার জন্য বোনাস দেবার কথা শুনেছেন কখনও? তাও আবার কম বেতনের কর্মীদের? যুক্তরাজ্যে কম বেতনে কাজ করেন, কিন্তু প্রতি মাসে খুব সামান্য হলেও সঞ্চয় করেন, এরকম লক্ষ লক্ষ মানুষ এবার পেতে যাচ্ছেন এমনই পুরস্কার। দেশটির সরকার বলছে, মাসে আয়ের ন্যূনতম একটি অংশ জমাচ্ছেন, এমন কর্মজীবীদের এ্যাকাউন্টে চারবছর পর পর বারোশো’ পাউন্ড পর্যন্ত অর্থ জমা করে দেয়া হবে। এছাড়া যারা নিজের অফিস থেকে কর সুবিধা পাচ্ছেন, কিন্তু একই সঙ্গে পঞ্চাশ পাউন্ড করে জমাচ্ছেন, তাদের প্রতি দুই বছর পর পর সঞ্চিত অর্থের অর্ধেক পরিমাণ অর্থ সরকার তাদের ‘টপ-আপ’ করে দেবে। অর্থের মূল্যমানে যা ছয় শো পাউন্ড পর্যন্ত হতে পারে। ব্রিটেনের নতুন অর্থবছরের বাজেটে আসতে যাচ্ছে এমনই সব অভিনব নির্দেশনা। এ বছরের অক্টোবর থেকেই বাড়তে যাচ্ছে ন্যূনতম মজুরিও। বলা হচ্ছে, অর্থনৈতিক মন্দা মোকাবেলার জন্য সাধারণ মানুষকে ব্যয় কমিয়ে সঞ্চয় উৎসাহিত করার লক্ষ্যেই এ উদ্যোগ নেয়া হচ্ছে। এ সপ্তাহেই নতুন বাজেট ঘোষণা করবেন অর্থমন্ত্রী জর্জ অসবোর্ন। প্রথম প্রান্তিকে সিনো বাংলার ইপিএস ৩১ পয়সা অর্থনৈতিক রিপোর্টার ॥ প্রথম প্রান্তিকে সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩১ পয়সা। আগের বছর একই সময় কোম্পানিটির ইপিএস ছিল ২৩ পয়সা। সে হিসেবে কোম্পানিটির আয় বেড়েছে ৩৪ দশমিক ৭৮ শতাংশ। কোম্পানিটির প্রথম প্রান্তিকের (নবেম্বর, ১৫ – জানুয়ারি, ১৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য বেরিয়ে আসে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
×