ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চীনের শেয়ার বাজারে সার্কিট ব্রেকার দেখতে চান না নতুন নিয়ন্ত্রক

প্রকাশিত: ০৩:৫৭, ১৫ মার্চ ২০১৬

চীনের শেয়ার বাজারে সার্কিট ব্রেকার দেখতে চান না নতুন নিয়ন্ত্রক

অর্থনৈতিক রিপোর্টার ॥ অর্থনৈতিক মন্থর গতি চলছে চীনে। এতে কাবু হয়ে পড়েছে দেশটির পুঁজিবাজার। গেল ক’মাস আগে তো লেনদেনের মধ্যেই বাজার বন্ধ করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। কিন্তু দেশটির নিয়ন্ত্রক সংস্থার চেয়ারম্যান লিউ শিউ জানান, আগামী কয়েক বছরে পুঁজিবাজারে ফের এ ধরনের সার্কিট ব্রেকার দেখতে চায় না। গত জানুয়ারিতে সার্কিট ব্রেকার পদ্ধতি চালু করে চীনের বাজার নিয়ন্ত্রক সংস্থা। কিন্তু কিছু দিনের মধ্যেই নিয়ন্ত্রক সংস্থার সাবেক চেয়ারম্যান শিয়াও গ্যাগের নেয়া এ উদ্যোগ বিনিয়োগকারীদের তোপের মুখে পড়ে। বিনিয়োগকারীরা অভিযোগ করেন, এ উদ্যোগ নেয়ার ফলে বাজার টানা পড়তে থাকে। কয়েক মাসে চীনের সাংহাই ও শেনজেন স্টক মার্কেট ৪০ শতাংশের মতো পয়েন্ট হারায়। গত মাসে দায়িত্ব নেন লিউ শিউ। এরপর প্রথমবারের মতো জনসম্মুখে এসে তিনি বলেন, আমাকেই এখন বাজারের হাল ধরতে হবে। এর আগে চীনা কৃষি ব্যাংকের চেয়ারম্যান ছিলেন লিউ। গত জুলাইয়ে চীনের পুঁজিবাজার ও বর্তমান বাজারের মধ্যে পার্থক্য তুলে ধরে তিনি বলেন, আইপিওতে আসতে এখন থেকে প্রত্যেক কোম্পানিকে নিবন্ধন পদ্ধতির আওতায় আসতে হবে। বাজার চাঙ্গা করার জন্য নতুন নতুন গবেষণা ও প্রযুক্তি দরকার। সেই সঙ্গে নতুন নতুন রুলসও দরকার। পুঁজিবাজার কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেবে। প্রসঙ্গত, সাধারণত শেয়ারবাজারে অস্থিরতার পরিস্থিতিতে দৈনিক লেনদেনে ব্যাপক উত্থান-পতন ঠেকাতে ‘সার্কিট ব্রেকার’ (শেয়ার দরের উত্থান-পতনের সর্বোচ্চ বা সর্বনিম্ন সীমা, যা অতিক্রম করলেই লেনদেন বন্ধ ঘোষণা করা হয়) আরোপ করা হয়ে থাকে। এ রকম এক পরিস্থিতিতে গত গ্রীষ্মে চীন সার্কিট ব্রেকার আরোপ করে, যাতে ভয়ে-আতঙ্কে শেয়ার বিক্রির চাপ বেশি বেড়ে না যায়। এ পদ্ধতি আরোপের ফলে গত জানুয়ারির প্রথম সপ্তাহে ব্যাপক দরপতনে পড়ে চীনা পুঁজিবাজার। এক সপ্তাহের মধ্যে দুই দুইবার লেনদেন বন্ধ ঘোষণা করতে বাধ্য হয় বাজার কর্তৃপক্ষ। দেশটির ২৫ বছরের শেয়ারবাজারের ইতিহাসে যা ছিল প্রথম ঘটনা।
×